আপনার PAN কার্ড ঠিক আছে তো? না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে বন্ধ, বেতনও আটকে যেতে পারে!

আপনার PAN কার্ড ঠিক আছে তো?

আপনার প্যান কার্ড কি ঠিকভাবে আপডেট করা আছে? না থাকলে এবার হতে পারে বড়সড় সমস্যা! শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হওয়া নয়, বেতন পাওয়াতেও দেখা দিতে পারে বাধা। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) সাফ জানিয়ে দিয়েছে, যাঁরা এনরোলমেন্ট আইডির ভিত্তিতে প্যান কার্ড পেয়েছেন, তাঁদের ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে আধার নম্বর যাচাই করে প্যান-আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক।

প্যান কার্ড কেন এত গুরুত্বপূর্ণ?

যেখানে আধার কার্ড হল আপনার পরিচয়পত্র, সেখানে প্যান কার্ড হল আপনার আর্থিক পরিচয়পত্র। ব্যাঙ্ক লেনদেন, আয়কর রিটার্ন, বিনিয়োগ, রিয়েল এস্টেট কেনাবেচা—সব ক্ষেত্রেই প্যান কার্ড আবশ্যিক। তাই এটি নিষ্ক্রিয় হয়ে গেলে প্রভাব পড়বে আপনার সমস্ত আর্থিক কর্মকাণ্ডে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট

প্যান-আধার লিঙ্ক না করলে কী কী সমস্যা হতে পারে?

  • প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।
  • বেতন জমা হলেও টাকা তোলা যাবে না।
  • আয়কর রিটার্ন জমা দেওয়া সম্ভব হবে না।
  • আয়কর দফতরের তরফে জরিমানা বা নোটিশ আসতে পারে।
  • বিনিয়োগ সংক্রান্ত কাজ থমকে যাবে।

কাদের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক?

যাঁরা ১ অক্টোবর ২০২৪-এর আগে প্যান কার্ড করেছেন আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে, তাঁদের এই লিঙ্কিং করাতেই হবে নির্ধারিত সময়ের মধ্যে।

ঘরে বসেই করুন প্যান-আধার লিঙ্কিং

ধাপগুলি নিম্নরূপ:

  • incometaxindiaefiling.gov.in ওয়েবসাইটে যান।
  • ‘Quick Links’ সেকশন থেকে ‘Link Aadhaar’ অপশন বেছে নিন।
  • প্যান এবং আধার নম্বর প্রদান করুন।
  • দুই তথ্য যাচাই করুন।
  • তথ্য মিলে গেলে ‘Link Now’ অপশনে ক্লিক করুন।
  • সফলভাবে লিঙ্ক হলে কনফার্মেশনের পপ-আপ বার্তা আসবে।
প্যান-আধার লিঙ্কিং

বিকল্প প্ল্যাটফর্ম:

প্যান কার্ডের তথ্য আপডেট করার উপায় :

যদি প্যান কার্ডের তথ্যে কোনও ভুল থাকে, তবে সেটিও সংশোধন করা জরুরি। দেখে নিন পদ্ধতি:

  • NSDL অথবা UTIITSL ওয়েবসাইটে যান।
  • ‘Change/Correction in PAN Card Details’ অপশন বেছে নিন।
  • প্যান নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ‘Submit’ করুন।
  • সংশোধিত তথ্য পূরণ করুন ও প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করুন।
  • ৫. নির্ধারিত ফি জমা দিন ও ফর্ম জমা দিন।

যেকোনও ধরনের অসুবিধা এড়াতে আজই আপনার প্যান-আধার লিঙ্কিং সম্পন্ন করুন এবং নিশ্চিত করুন আপনার আর্থিক পরিচয় ঠিকঠাক আছে। ভুলে গেলে চলবে না—সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৪!

RIma Sinha

Rima Sinha is a professional journalist and writer with a strong academic background in media and communication. She holds a Bachelor of Arts from Tripura University and a Master’s degree in Journalism and Mass Communication from Chandigarh University. With experience in reporting, feature writing, and digital content creation, Rima focuses on delivering accurate and engaging news stories to Bengali readers. Her commitment to ethical journalism and storytelling makes her a trusted voice in the field.

Recent Posts

link to চ্যাটজিপিটি কি ? চ্যাটজিপিটি দিয়ে আপনি কী করতে পারেন? | What is ChatGPT? What can you do with ChatGPT?

চ্যাটজিপিটি কি ? চ্যাটজিপিটি দিয়ে আপনি কী করতে পারেন? | What is ChatGPT? What can you do with ChatGPT?

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্রুত বিকশিত বিশ্বে, যুগান্তকারী উদ্ভাবনগুলি...