ইসলামে নফল নামাজগুলোর মধ্যে সালাতুতু তাসবিহ হল অন্যতম নামাজ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হযরত আব্বাস রাদিআল্লাহু তায়ালা আনহুকে রাসুল পাক সাঃ সালাতুল তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে বলেছেন। এর মাধ্যমে বোঝা যায় যে সালাতুল তাজবির নামাজের ফজিলত কত বেশি। সালাতুতু তাসবিহের নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হলো- বিগত জীবনের গোনাহ মাফ হওয়া ও বিপুল সাওয়াব লাভ। আজকের এই প্রতিবেদনে আমরা সালাতুত তাসবিহ নামক বিশেষ নামাজের নিয়ম এবং নিয়ত ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
সালাতুত তাসবীহ কি ধরনের দুয়া? What type of Dua is Salatut Tasbih ?
সালাতুল তাসবিহ (صلاة تسبيح) প্রার্থনা প্রার্থনা নামেও পরিচিত, এটি একটি সুন্নাত প্রার্থনা যার মধ্যে বহুবার তাসবিহ পাঠ করা জড়িত এবং বলা হয় যারা এটি করে তাদের অনেক পাপ ক্ষমা করা হবে।
সালাতুত তাসবীহ নামাজ নফল না সুন্নাত ? Is Salatut Tasbih Namaz Nafal or Sunnat?
সালাতুত তাসবিহের নামাজের প্রত্যেক রাকাআতে ৭৫ বার তাসবিহ আদায়ের মাধ্যমে ৪ রাকাতে মোট ৩০০ বার তাসবিহ পড়তে হয়। অধিক ফজিলত সম্পূর্ণ হওয়ায় সালাতুল তাসবিহ নামাজ সম্পর্কে অনেকেই ভুল ধারণা পোষণ করে থাকেন যে এটি সুন্নত নামাজ। তবে এই নামাজ সুন্নত নামাজ নয়, বরং এটি একটি নফল ইবাদত। এটা চার রাকাত বিশিষ্ট্য নামাজ।
প্রতি রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা মিলিয়ে “সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার” ১৫ বার, রুকুতে ১০ বার, রুকু থেকে মাথা উঠিয়ে ১০ বার, সিজদায় ১০ বার, সিজদা থেকে মাথা উঠিয়ে ১০ বার, আবার সিজদায় গিয়ে ১০ বার, এরপর সিজদাহ থেকে উঠে ১০ বার। এভাবে হল একরাকাতে ৭৫ বার। এভাবে প্রতি রাকাতেই পড়তে হবে। (আবু দাউদ, ইবনে মাজাহ, হাদিসটি সহীহ)
সালাতুত তাসবীহ নামাজ সম্পর্কে হাদীসে বর্ণনা, Description of Salatut Tasbih Namaz in Hadith
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) আব্বাস ইবনে আব্দিল মুত্তালিব (রা.)-কে বলেছেন, হে চাচা! আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে প্রদান করব না?…আপনি চার রাকাত নামাজ পড়বেন। প্রতি রাকাতে সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পড়বেন। প্রথম রাকাতে যখন কিরাত পড়া শেষ করবেন তখন দাঁড়ানো অবস্থায় ১৫ বার বলবেন—
سُبْحاَنَ الله وَالْحَمدُ للهِ وَلآَ اِلَهَ اِلاَّاللهُ وَاللهُ اَكْبرُ
এর বাংলা উচ্চারণ : সুবহানাল্লাহ, ওয়াল হামদু লিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
এরপর রুকুতে যাবেনএবং রুকু অবস্থায় দোয়াটি ১০ বার পড়বেন। কেউ যদি প্রতিদিন এই নামাজ ও দোয়া আমল করতে পারেন, তবে অবশ্যই তা করুন; আর যদি না পারেন, তবে প্রতি জুমাবারে একবার হলেও এই নামাজ পড়া উচিৎ। যদি প্রতি জুমাবারে না করতে পারেন, তবে প্রতি মাসে একবার হলেও আমল করার চেষ্টা করুন, আর যদি তা-ও না পারেন, তবে জীবনে একবার হলেও করতে হবে।
এই নামাজ পড়তে গিয়ে যখন দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ার জন্য বসবেন তখন আগে ওই তাসবিহ ১০ বার পড়বেন, তারপর তাশাহুদ পড়বেন। তাশাহুদের পর তাসবিহ পড়বেন না। তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য উঠবেন। অতঃপর তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতেও উক্ত নিয়মে ওই তাসবিহ পাঠ করবেন।
এই নামাজে কোনো কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হলে সেই সিজদা এবং তার মধ্যকার বৈঠকে ওই তাসবিহ পাঠ করতে হবে না। তাসবিহর সংখ্যা স্মরণ রাখার জন্য আঙুলের কর গণনা করা যাবে না, তবে আঙুল চেপে স্মরণ রাখা যেতে পারে। ( আবু দাউদ, হাদিস : ১২৯৭; ইবনে মাজাহ, হাদিস : ১৩৮৭; সহিহ ইবনে খুজাইমা, হাদিস : ১২১৬; সুনানে বায়হাকি কুবরা, হাদিস : ৪৬৯৫) তাসবিহ পড়ার সময় যদি কোনো স্থানে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম তাসবিহ পড়া হয় তবে, পরবর্তী যে রোকনে তা স্মরণ হবে সেখানেই তা পড়ে নিলেই হবে। আর কোনো কারণে যদি এ নামাজে সাহু সেজদার প্রয়োজন হয় তবে এ সেজদায় কিংবা সেজদার মাঝখানে বসাবস্থায় এ তাসবিহ পড়তে হবে না।
প্রতি রাকাতে সূরা ফাতিহার পর, যে কোনো সুরা পড়তে পারেন।
১ম রাকাত:
- সানা পড়ার পরে তাসবিহ টি ১৫ বার পড়তে হবে।
- তারপর ওয়াক্ত নামাজের নিয়মে সুরা ফাতিহা ও অন্য আরেকটি সুরা অথবা বড় সূরার তিন আয়াত পড়ার পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে।
- রুকুর তাসবিহ পরার পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে।
- এরপর রুকু হতে দাড়িয়ে গিয়ে “রাব্বানা লাকাল হামদ” পড়ার পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে।
- এরপর সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে ।
- প্রথম সিজদা থেকে বসে তাসবিহ টি ১০ বার পড়তে হবে ।
- এরপর আবার সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে।
২য় রাকাত
- সুরা ফাতিহা পড়ার আগে তাসবিহ টি ১৫ বার পড়তে হবে ।
- তারপর ওয়াক্ত নামাজের নিয়মে সুরা ফাতিহা ও অন্য আরেকটি সুরা অথবা বড় সূরার তিন আয়াত পড়ার পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে।
- এরপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পরার পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে।
- এরপর রুকু হতে দাঁড়িয়ে গিয়ে “রাব্বানা লাকাল হামদ” পড়ার পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে।
- এরপর সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে ।
- প্রথম সিজদা থেকে বসে তাসবিহ টি ১০ বার পড়তে হবে ।
- এরপর আবার সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে । এরপর ২য় রাকাতের আওাহিয়্যাতু পড়তে হবে।
- এরপর ২য় রাকাতের মত করে ৩য় ও ৪র্থ রাকাত শেষ করে নামাজ শেষ করে।
সালাতুল-তাসবী নিয়ত, Salatut Tasbih Namaz Niyat
সালাতুল-তাসবী চার-রাক’আত সুন্নত নামাজের নিয়ত :
আরবি :
نَوَايَتْ أَنْ أَصَلَّى لِلَّهِ تَعَالَى ارْبَعَ رَكَعَاتِ صَلوةِ التَّسْبِيحِ سُنَّةُ رَسُولِ اللَّهِ تَعَالَى مُتَوَجَّهَا إِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللَّهُ أَكْبَرُ
এর বাংলা-উচ্চারণ :
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবা’আ রাকা’আতাই সালাতিল সালাতুল-তাসবী সুন্নাতু রাসূলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
এর বাংলা অর্থ হল :
আমি সালাতুল-তাসবী -চার-রাক’আত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।
সালাতুল-তাসবী দোয়া, Salatul- Tasvi Dua
আরবি :
سبحان الله وَالحَمدُ للهِ وَلا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ
এর বাংলা-উচ্চারণ :
সুবহানাল্লা-হি ওয়ালহামদু লিল্লা-হি ওয়া লা-ইলাহা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার।
সালাতুল-তাসবী এর ফজীলত, Salatut Tasbih Namaz Fazilat
সালাতুত তাসবিহ হাদীস শরীফে ‘সালাতুত তাসবীহ’ নামাযের অনেক ফযীলত বর্ণিত আছে। রাসূলুল্লাহ সালল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন যে, এই নামায পড়লে আল্লাহ আয-যাওযাল আপনার আউয়াল আখেরের সগীরা কবীরা জানা অজানা সকল গুনাহ মাফ করে দেবেন।
সালাতুল তাসবিহ নামাজ পড়ার সময়, What is the time to pray Salatut Tasbih Namaz?
সালাতুল তাজবি দিনের কোন সময়ে পড়তে হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে এটি জীবনে অন্তত একবার হলেও পড়ার কথা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই দিনের যেকোনো অংশে অর্থাৎ যে সময় নামাজ পড়া নিষিদ্ধ নয় এরকম সময় আপনি সালাতুল তাজবি পড়তে পারেন তবে রাতের বেলায় নামাজ পড়ার সবচাইতে ভালো।
সালাতুল তাসবিহ নিয়ম, Rules
সালাতুত তাসবিহের নামাজের প্রত্যেক রাকাআতে ৭৫ বার তাসবিহ আদায়ের মাধ্যমে ৪ রাকাতে মোট ৩০০ বার তাসবিহ পড়তে হয়। উচ্চারণ : সুবহানাল্লাহ, ওয়াল হামদু লিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এরপর রুকুতে যাবেন এবং রুকু অবস্থায় দোয়াটি ১০ বার পড়বেন। এরপর রুকু থেকে মাথা উঠাবেন এবং ১০ বার পড়বেন।
শেষ কথা, Conclusion
সালাতুত তাসবীহ একটি বিশেষ নামাজ। অত্যন্ত ফজিলতপূর্ণ নফল আমল। নামাজটিতে বার বার বিশেষ একটি তাসবীহ পাঠ করতে হয় বলেই পরিভাষায় একে ‘সালাতুত তাসবীহ’ বলা হয়। আশা করি উপরিউক্ত আলোচনার মধ্য দিয়ে আপনারা এই বিশেষ নামাজের নিয়ম সম্পর্কে অবগত হতে পেরেছেন।