আত্তাহিয়াতু সূরা বাংলা উচ্চারণ ও অর্থ, Surah Attahiyatu pronunciation and meaning in Bengali

আত্তাহিয়াতু সূরা বাংলা উচ্চারণ ও অর্থ

ইসলামে ঈমানের পর নামাজের অবস্থান। প্রতিদিন সময় মতোই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। নামাজের ভেতরে যেসব কাজ ফরজ তার একটি হলো- নামাজে বৈঠকে বসা, আর বৈঠকে আত্তাহিয়্যাতু বা তাশাহহুদ পড়া। নামাজের বৈঠকেই প্রত্যেক মুসলিম আত্তাহিয়্যাতু বা তাশাহহুদ পড়ে থাকেন।

আত্তাহিয়াতু [তাশাহুদ], Attahiyatu

আরবিতে তাশাহুদ অর্থ সাক্ষ্য যা আত্তাহিয়াত নামেও পরিচিত। আর আত্তাহিয়াত অর্থ শুভেচ্ছা। মুমিন মুসলমানের উচিত, বৈঠকে বসে পড়ার জন্য তাশাহহুদ জানা না থাকলে তা শিখে নেয়া। বাংলা উচ্চারণ ঠিকভাবে না পারলে কোনো আরবি জানা লোকের কাছ থেকে তা শিখে নেয়া। কেননা এতে রয়েছে আল্লাহ এবং বান্দার জন্য শান্তি ও রহমত কামনার দোয়া।

আত্তাহিয়াতু [তাশাহুদ], Attahiyatu
اَلتَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِيْنَ، أَشْهَدُ أَن لَّاإِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. 

উচ্চারণ :
আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস্‌ সালাওয়াতু, ওয়াত্‌ তাইয়িবাতু। আস্‌সালামু ‘আলাইকা আইয়্যুহান নাবীয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্‌সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস্‌ সালিহীন। আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশ্‌হাদু আননা মুহাম্মাদান আদুহু ওয়া রাসুলুহু।

আত্তাহিয়াতু বাংলা অনুবাদ, Bengali translation of Attahiyatu

কি মৌখিক,কি দৈহিক,কি আর্থিক সকল ইবাদাত এক মাত্র আল্লাহ’র জন্য/সমস্ত সম্মানজনক সম্বোধন আল্লাহর জন্যে।সমস্ত শান্তি কল্যাণ ও পবিত্রার মালিক আল্লাহ। হে নবী, আপনার উপর আল্লাহ’র শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আমাদের উপর এবং সৎকর্মশীল বান্দাদের উপর আল্লাহ’র শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতিত অন্য কোন ইলাহ নেই,আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ(সাঃ) আল্লাহ’র বান্দা ও রাসুল।

তাশাহুদ বা আত্তাহিয়াতু পড়ার নিয়ম, How to recite Attahiyatu

ইলাহা’ পর্যন্ত পৌঁছবে, তখন বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা দ্বারা গোল ভিত্ত বানাবে এবং শাহাদত আঙুল দ্বারা ইশারা করবে। আর কনিষ্ঠা ও অনামিকা হাতের তালুর সঙ্গে যুক্ত থাকবে। ‘ইল্লাল্লাহ’ বলার পর শাহাদত আঙুল নিচু করবে। তবে অন্য আঙুলগুলো আপন অবস্থায় নামাজের শেষ পর্যন্ত থাকবে।

তাশাহুদ এর আরবি অর্থ কি? what is the Arabic meaning of Tashahhud?

তাশাহহুদ (আরবি: تَشَهُّد, অর্থ ” সাক্ষ্য [বিশ্বাসের] “), যা আত-তাহিয়্যাত (আরবি: ٱلتَّحِيَّات) নামেও পরিচিত, মুসলিম প্রার্থনার একটি অংশ যেখানে ব্যক্তি কিবলার দিকে মুখ করে মাটিতে হাঁটু গেড়ে বসে বা বসে (দিকনির্দেশ) মক্কার), ঈশ্বরকে মহিমান্বিত করে এবং মুহাম্মাদ ও “ঈশ্বরের ধার্মিক বান্দাদের” অনুসরণ করে অভিবাদন জানায়

আত্তাহিয়াতু পড়ার সময় আঙ্গুলের অবস্থান, Position of fingers while reciting Attahiyatu

নামাজে তাওহিদের সাক্ষ্য প্রদানের নিয়ম হলো, তাশাহুদের মধ্যে কালিমাতুশ শাহাদাতের প্রথমাংশ আশহাদু আল্লা ইলাহা বলার সময় ডান হাতের শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতে হয়। আর দ্বিতীয়াংশ ইল্লাল্লাহ বলার সময় ইশারা বন্ধ করে আঙুল নামিয়ে নিতে হয়। মূলত এক আঙুল দ্বারা আল্লাহ এক ও অদ্বিতীয় এ কথা বোঝানোর জন্যই ইশারা করা হয়।

তাশাহহুদ পড়ার ফজিলত, Fazilat of reading Tashahhud :

তাশাহহুদ পড়ার বিশেষ ফজিলত সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, “আমরা যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে নামাজ পড়তাম; তখন বলতাম,

‘আসসালামু আলা জিবরিলা ওয়া মিকালা এবং আসসালামু আলা ফুলান ওয়া ফুলান’।
তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিকে তাকালেন এবং বললেন-আল্লাহ নিজেই তো সালাম, তাই যখন তোমরা কেউ সালাত/নামাজ আদায় করবে, তখন সে যেন বলে-

التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ,

যখন তোমরা এটি বলবে তখন আসমান ও জমিনে থাকা আল্লাহর সব নেক বান্দার কাছে তা (শান্তি) পৌঁছে যাবে। আর এর সঙ্গে তোমরা তাওহিদের কালেমার সাক্ষ্য হিসেবে এটিও পড়বে।”
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ 
তাশাহহুদ পড়ার ফজিলত :

তাহাজ্জুদের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা বা নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। এটা অন্যান্য নামজের মতোই আদায় করতে হয়। অনেক হাদিসে পাওয়া যায় রাসূূল সাঃ আট রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আবার অন্যান্য হাদিসে কম বেশি ও পাওয়া যায়। তাশাহুদ পড়ার শেষে যখন শাহাদাৎ পাঠ করবেন তখন আঙুল উঠাবেন।

নামাজের আত্তাহিয়াতু এর পরে কি পড়তে হয়?

আত্তাহিয়াতু পাঠ করার পর তো দরূদই পড়া হয় (দরূদে ইব্রাহীম): আল্লাহুম্মা সল্লি আ’লা…. আর সব যায়গায় সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তে হয় না। যেমন: আযানের উত্তর দেয়ার সময়।

দুরূদ শরীফ, Durood Sharif :

আরবি :

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ, وبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِْيدٌ مَجِيْدٌ .

উচ্চারণ :
আললাহুম্মা সাললিআলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুম্মাদিন কামা সাললাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামিদুম্মাজীদ। আললাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্মাজীদ।

বাংলা অনুবাদঃ
যে আললাহ! মুহাম্মদ (সাললাললাহু আলাইহি ওয়া সাললাম) এবং তাঁহার বংশধরগণের উপর ঐরূপ আশীর্বাদ অবতীর্ণ কর যেইরূপ আর্শীবাদ হযরত ইব্রাহিম (আঃ) এবং তাঁহার বংশধরগণের উপর অবতীর্ণ করিয়াছ। নিশ্চয়ই তুমি প্রশংসা ভাজন এবং মহামহিম। হে আললাহ! মুহাম্মদ (সাললাললাহু আলাইহি ওয়া সাললাম) এবং তাঁহার বংশধরগণের উপর সেইরূপ অনুগ্রহ কর যে রূপ অনুগ্রহ ইব্রাহীম (আঃ) এবং তাঁহার বংশরগণের উপর করিয়াছ। নিশ্চয়ই তুমি প্রশংসা ভাজন এবং মহামহিম।

দুরূদ শরীফ

দোয়া মাসুরা, Dua Masura :

দোয়া মাসুরা হল একটি ক্ষমা প্রার্থনামূলক দোয়া। নামাযের শেষ রাকাতে বসে আত্তাহিয়াতু ও দুরুদ শরীফ পড়ার পর সালাম ফিরানোর আগে এই দোয়া মাসুরা পড়া হয়। এই দোয়া মাসুরা পড়া সুন্নাত।

আরবি :

اللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمْاً كَثِيْراً، وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُوْرُ الرَّحِيْمُ

উচ্চারণ :
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুল্মান কাসীরাওঁ ওয়ালা ইয়াগ ফিরুয যুনূবা ইল্লা আন্তা; ফাগফির লী মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গফুরুর রাহীম।

দোয়া মাসুরা

বাংলা অর্থঃ
হে আল্লাহ্‌! আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি, গুনাহ মাফকারী একমাত্র তুমিই; অতএব তুমি আপনা হইতে আমাকে সম্পূর্ণ ক্ষমা কর এবং আমার প্রতি দয়া কর। তুমি নিশ্চয়ই ক্ষমাশীল দয়ালু।

আত্তাহিয়াতু কখন পড়তে হয়, When to recite Attahiyatu !

আত্তাহিয়াতু কখন পড়তে হয়

নামাজ ফরজ ইবাদত ও ইসলামের অন্যতম রোকন। এই ইবাদতে কিছু কাজ রয়েছে যেগুলো যথাযথভাবে আদায় করা ওয়াজিব বা আবশ্যক। ইসলামে তিন অথবা চার রাকাতবিশিষ্ট নামাজের দুই রাকাতের পর বৈঠক করা ওয়াজিব। (বুখারি: ১/১১৪, হাদিস: ৮২৮) এবং প্রথম ও শেষ উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। (বুখারি ১/১১৫: ৮৩০, ৮৩১, মুসলিম: ১/১৯৪, ১৭৩, হাদিস : ৪৯৮, ৪০২, ৪০৩, তিরমিজি: ১/৮৯, হাদিস: ৩৯১)

তিন বা চার রাকাতের নামাজের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতে সিজদার পর বসে তাশাহুদ (“আত্তাহিয়াতু”) দোয়া পড়তে হয় এবং পাঠ শেষে দাঁড়িয়ে উঠে তৃতীয় ও চতুর্থ রাকাত পড়তে হয়। শেষ রাকাতের দুই সিজদা সম্পূর্ণ করার বসে যথাক্রমে “আত্তাহিয়াতু (তাশাহুদ)” ও “দরূদ শরীফ”ও “দোয়া মাসুরা” পড়তে হয়। অতঃপর প্রথমে ডানে ও পরে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়।

নামাজে আত্তাহিয়াতু পড়ার কারণ, Reasons for reading Attahiyatu in Namaz :

আত্তাহিয়াতু অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে মহানবীর (সঃ) কথোপকথন একটা অংশ। যা মহানবীর (সঃ) ইসরাউল মিরাজ যাত্রার সময় মহান আল্লাহর সাথে হয়েছে! ইসলামে এই গল্প প্রচলিত আছে। মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করেন তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তার কারন, আল্লাহ নিজেই সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল! তাই আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক!
মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেনঃ

নবী বলেন, যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

এর উত্তরে মহান আল্লাহ বলেন; হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এই শুনে মহানবী (সঃ) বলেন; আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

কোরআন

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এইসব কথোপকথন শুনে ফেরেস্তারা বলেছিলেন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
“সুবহানাল্লাহ”।

শেষ কথা, Conclusion :

প্রত্যেক মুসলমানদের জন্যে নামাজ ফরজ, আর এই ফরজ নামাজের রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন। আপনি যখন সব নিয়ম কানুন মেনে মহান আল্লাহ তালার সন্তুষ্টি জন্যে নামাজ আদায় করবেন, তখন আল্লাহ তায়ালা অবশ্যই আপনার নামাজকে কবুল করবেন।

অনেকেই এই দোয়া মাসুরা ও তাশাহুদ বা আত্তাহিয়াতু পারি না । এগুলো আমাদের অবশ্যই সহিহভাবে মুখস্ত করা উচিৎ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজসহ দীনের প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ে সহিহ জ্ঞান ও বুঝ দান করুন। সুন্নাহ অনুযায়ী জীবন অতিবাহিত করার তাওফিক দান করুন। আমিন।

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts