জিওর নতুন চমক -গ্রাহকসংখ্যা ধরে রাখতে নতুন পদক্ষেপ।

জিওর নতুন চমক

রিচার্জ প্ল্যানের দাম বেড়ে যাওয়ায় জিওর অনেক গ্রাহকই BSNL এ সিম পোর্ট করিয়ে নিচ্ছে বলে শোনা যাচ্ছে। এবার গ্রাহক সংখ্যা ধরে রাখতে রিলায়েন্স জিও তাদের 999 টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এর আগেও কোম্পানির 999 টাকা দামের একটি প্ল্যান ছিল, তবে দাম বাড়ানোর পরে সেই প্ল্যানের দাম হয়ে গেছিল 1199 টাকা। 

বর্তমানে Jio আবার 999 টাকার নতুন প্ল্যানের মাধ্যমে সেই প্ল্যানটিকে ফিরিয়ে এনেছে। কোম্পানি এই প্ল্যানটি ‘Hero 5G’ ট্যাগ দিয়ে লঞ্চ করেছে।

জিও তাদের 999 টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে
Pin it

999 টাকার নতুন প্ল্যানের সুবিধা

Jio-এর 999 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 98 দিন। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টি SMS এবং দৈনিক 2GB ডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানে মোট 196GB আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে। আপনার কাছে যদি একটি 5G ফোন থাকে এবং আপনার এলাকায় Jio-এর 5G নেটওয়ার্ক উপলব্ধ থাকে, তাহলে আপনি এই প্ল্যানের সাহায্যে ফ্রিতে আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাবেন৷

এছাড়াও এই প্ল্যানে Jio TV, Jio Cloud এবং Jio Cinema-এর অ্যাক্সেসও রয়েছে।  2GB দৈনিক সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড কমে 64 Kbps-এ নেমে যাবে।

এর আগে Jio এর 999 টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ছিল 84 দিন, যেটা এখন বাড়িয়ে 98 দিন করে দেওয়া হয়েছে। তবে আগে এই প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা পাওয়া যেত, যেটা এখন কমিয়ে 2GB করে দেওয়া হয়েছে।

999 টাকার নতুন প্ল্যানের সুবিধা
Pin it

Jio এর প্রতিপক্ষ Airtel এর কাছেও একটি এই ধরনের একটি প্ল্যান রয়েছে যার দাম 979 টাকা।
এই প্ল্যানটির ভ্যালিডিটি 84 দিন। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা এবং 100 টি SMS এর সুবিধা রয়েছে। এছাড়াও এই প্ল্যানে 56 দিনের জন্য Amazon Prime Membership এর সুবিধাও রয়েছে।

Recent Posts

link to নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি নামে পরিচিত সুভাষ চন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের...