দীর্ঘ 12 বছরের দাম্পত্য সম্পর্কে চিড়! ফেসবুক লাইভে বিস্ফোরক ঋষি কৌশিক

ঋষি কৌশিক

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

টেলি পাড়ায় একাধিক তারকা দম্পতির বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় গল্পের ছলে পুরুষদের যন্ত্রণার কথা তুলে ধরলেন অভিনেতা ঋষি কৌশিক। সোশ্যাল মিডিয়ায় তার লাইভ ভিডিওটি সামনে আসার পর থেকেই শুরু হয়ে যায় ঋষি কৌশিকের বিয়ে ভাঙার জল্পনা।


 ফেসবুক লাইভ
Pin it

বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে প্রথমেই অভিনেতা প্রশ্ন তোলেন – ‘পৃথিবীর সমস্ত কষ্ট কি শুধু মেয়েদেরই হয়? ‘ তারপরই তিনি এক দম্পতির গল্প শুরু করেন।

ঋষি কৌশিকের গল্পের মূল বক্তব্য হল – ” একটি উশৃঙ্খল, উড়নচণ্ডী, বেপরোয়া মেয়ে নানা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে একটি ছেলেকে বিয়ের জন্য বাধ্য করে। বিয়ের আগেই ছেলেটি বুঝে গেছিল উভয়ের মানসিকতায় বিস্তর ফারাক রয়েছে, তাই ছেলেটি বিয়ে করতে চায়নি। কিন্তু মেয়েটি বলে যে সে নিজেকে পালটে ফেলবে।

 ঋষি কৌশিকের বিয়ে ভাঙার জল্পনা
Pin it

সময়ের সাথে সাথে মেয়েটি আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। এইভাবে দীর্ঘ 12 বছর কেটে যায়। ছেলেটি যখনই বেরিয়ে আসার কথা বলে তখনই মেয়েটি তাকে থানা পুলিশের ভয় দেখায়।

মেয়েটি নিজে লক্ষ্মীমন্ত সেজে থাকে আর সম্প্রতি সে নাকি সকলের কাছে বলে বেড়ায় ছেলেটি মানসিক রোগী। দীর্ঘ 12 বছর ছেলেটি সংসার বাঁচানোর চেষ্টা করলেও এখন সে আর এই মানসিক অত্যাচার সহ্য করতে পারছে না।এই অবস্থায় ছেলেটির কী করা উচিত জানতে চেয়েছেন অভিনেতা।

 সিনেমাতেও অভিনয় করেছেন ঋষি কৌশিক
Pin it

প্রসঙ্গত 2011 সালে দেবযানী এবং ঋষি কৌশিকের বিয়ে হয়,তাই তাদের বিয়ের বয়সও 12 বছর। দেবযানী তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত, অন্যদিকে ছোট পর্দায় দীর্ঘদিন ধরে অভিনয় করছেন ঋষি কৌশিক। ‘ইষ্টি কুটুম’, ‘এখানে আকাশ নীল’, ‘ কুসুম দোলা’,’একদিন প্রতিদিন’ এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন ঋষি কৌশিক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা গল্পের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের বেশ কিছু মিল খুঁজে পাওয়ায় সকলের অনুমান গল্পের ছলে হয়তো নিজের দাম্পত্য জীবনের যন্ত্রণার কথাই সকলের সামনে তুলে ধরেছেন অভিনেতা।

Recent Posts