লুডো টুর্নামেন্টকে ঘিরে হইচই সুন্দরবনে!

লুডো টুর্নামেন্টকে ঘিরে হইচই সুন্দরবনে!

বর্তমানে অনলাইন গেম এর যুগে দাঁড়িয়ে লুডো বোর্ডের দেখা পাওয়া যায় না বললেই চলে! যদিও এক সময় প্রায় প্রত্যেক বাড়িতেই ছিল লুডো বোর্ড। ছোট থেকে বড় অনেকেরই অবসরের সঙ্গী ছিল লুডো।

ছক্কা-পুট এর লড়াইতে শেষ পর্যন্ত কে জিতবে এই নিয়ে চলতো টানটান উত্তেজনা। এখন তেমনভাবে আর চল নেই লুডো বোর্ডের, এই খেলার প্রতি আকর্ষণও কমে গেছে অনেকটাই। কখনও কারোর লুডো খেলতে ইচ্ছে হলে অনলাইন লুডো দিয়েই কাজ চালিয়ে নেওয়া হয়। তবে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের একটি ক্লাব, যার নাম ‘ আমরা সবাই’। এই ক্লাবের পক্ষ থেকে লুডো টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

লুডো টুর্নামেন্ট
Pin it

সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বাঁকড়া ফুটবল মাঠে 2 দিন ব্যাপী লুডো প্রতিযোগিতা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে 32 টি দল। এই প্রতিযোগিতার এন্ট্রি ফি 300 টাকা। প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দলকে পুরষ্কার হিসেবে একটি ট্রফি এবং জোড়া গরু দেওয়া হবে।

গ্রাম বাংলার মানুষের মনে লুডো খেলার আনন্দ ফিরিয়ে আনতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিযোগিতার এক আয়োজক।

এই টুর্নামেন্টের এক উদ্যোক্তা জানিয়েছেন – আগে এই খেলাটা বাড়িতে বাড়িতে খেলা হত। এই খেলাটাকে এখন মাঠে নিয়ে আসা হয়েছে। যাতে বয়স্করা আনন্দ করে সময় কাটাতে পারে।

সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বাঁকড়া ফুটবল মাঠে 2 দিন ব্যাপী লুডো প্রতিযোগিতা
Pin it

লুডো টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনায় মেতেছেন স্থানীয়রা।  এই লুডো টুর্নামেন্টের মাধ্যমে প্রবীণরা যেন হাতের নাগালে ফিরে পেয়েছেন পুরনো দিন। তবে শুধুমাত্র প্রবীণরাই নয় এই টুর্নামেন্টে প্রবীণদের সঙ্গে সমান ভাবে অংশ নিয়েছে নবীনরাও।

Recent Posts

link to অরুণ কুমার বসাক – পদার্থবিদ্যা ও শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ জীবন

অরুণ কুমার বসাক – পদার্থবিদ্যা ও শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ জীবন

অধ্যাপক অরুণ কুমার বসাক একজন বিখ্যাত বাংলাদেশী পদার্থবিদ এবং শিক্ষক। তিনি...