বোন সোনাক্ষীর বিয়েতে অনুপস্থিত!! দাদা লবের সোজাসাপ্টা স্বীকারোক্তি


বর্ষীয়ান বলিউড অভিনেতা এবং রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার একমাত্র কন্যা অভিনেত্রী সোনাক্ষী সিনহা দীর্ঘ ৭ বছরের সম্পর্কের পরে সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা জাহির ইকবালের সঙ্গে। গত 23 জুন প্রথমে রেজিস্ট্রি বিয়ে হয় তাদের, তারপর মুম্বইয়ে একাধিক তারকা সমাবেশে রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন এই তারকা জুটি। আইনি বিয়েতে মায়ের শাড়িতে এবং রিসেপশনে লাল বেনারসিতে আর গয়নায় সেজেছিলেন দাবাং গার্ল।

বিয়ের অনুষ্ঠানে বন্ধু, ঘনিষ্ঠ আত্মীয় এবং বাবা মায়ের উপস্থিতি থাকলেও লবকে নিজের বোনের বিয়েতে দেখা যায়নি। তারপর থেকেই এই নিয়ে নানান জল্পনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

Pin it

সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন লব সিনহা। তিনি জানিয়েছেন যে সোনাক্ষী নাকি হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই ব্যাপারে তিনি পরিবারের কাউকে কিছু জিজ্ঞেস করেননি। এই বিষয়ে দাদার বক্তব্য যে তিনি যাদের পছন্দ করেন না, তাদের সংস্পর্শে থাকেন না। সোনাক্ষীর শ্বশুরের ব্যবসা নিয়েও আপত্তি রয়েছে তার।

তাহলে কি এখনও জাহির ইকবালের সঙ্গে বোনের বিয়ে মেনে নিতে পারছেন না লব, আর সেই জন্যই ভাই বোনের মধ্য দূরত্ব আরও গভীর হচ্ছে !মুসলিম ধর্মাবলম্বী প্রেমিককে বিয়ে করায় নিন্দুকদের কটাক্ষের শিকার হয়েছেন সোনাক্ষী সিনহা, যার ফলে তিনি ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন।

সোনাক্ষী সিনহার সম্পর্কে যা বললেন দাদা লব সিনহা
Pin it

তবে নেটিজেনদের আক্রমণ এবং পারিবারিক ঝামেলার নানা খবরকে পাত্তা না দিয়ে মুম্বইতে একান্তে সময় কাটাচ্ছেন নবদম্পতি, যার বেশ কিছু ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে সোনাক্ষী হাসছেন, মাঝে তিনি কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু হাসির কারণে তিনি কিছু বলতে গিয়েও বলতে পারছেন না। এই ভিডিওটি শেয়ার করে জাহির লিখেছেন – তার উপর চিৎকার করতে যাচ্ছিলেন, কিন্তু তিনি সোনাক্ষীকে হাসিয়ে দিয়েছেন।

Recent Posts

link to নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি নামে পরিচিত সুভাষ চন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের...