বাংলাদেশী ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এর জীবনী, Biography of Bangladeshi Cricketer Mehidy Hasan Miraz in Bengali

বাংলাদেশী ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এর জীবনী

মেহেদী হাসান মিরাজ একজন বাংলাদেশী ক্রিকেটার। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন পরিপূর্ণ অল-রাউন্ডার ক্রিকেটার হিসেবে ভূমিকা পালন করছেন।

২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় খেলার জন্য ২০১৫ সালের ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হন।

মিরাজের জন্ম তারিখ, Date of Birth of Miraz :

মেহেদী হাসান মিরাজের জন্ম

মেহেদী হাসান মিরাজের জন্ম হয় ১৯৯৭ সালের ২৫ অক্টোবর। তিনি বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন।

তাঁর পুরো পরিবার ১৬ বছরেরও বেশি সময় ধরে খুলনায় বাস করছে। তিনি নিজেও সেখানে পরিবারের সাথে শৈশবকাল কাটিয়েছেন। বাবা, মা আর ছোট বোন নিয়ে মিরাজের পরিবারের সদস্য চারজন।

বাবা মো: জালাল হোসেন একজন অটোরিক্সা ড্রাইভার। আর্থিক টানাপোড়েনের মধ্যেই বেড়ে উঠেছেন মিরাজ। ক্রিকেট খেলায় ছোটবেলা থেকেই আগ্রহ ছিল তাঁর।

মিরাজের বাবা-মা চেয়েছিলেন তিনি পড়াশোনায় পারদর্শী হন। কিন্তু, তাঁর ধারণা ভিন্ন ছিল। তিনি ৮ বছর বয়স থেকেই ক্রিকেট খেলতে শুরু করেন।

পরিবার থেকে ক্রিকেট খেলায় কোনও সমর্থন পেতেন না বলে লুকিয়ে ক্রিকেট খেলতেন তিনি। এমনকি ক্রিকেট খেলার জন্য বাবার হাতে মারধোরও খেতে হয়েছে মিরাজকে। কিন্তু তিনি নিজের জীবনে শিক্ষার চেয়ে ক্রিকেটকে বেশি মাহাত্ম্য দেন।

প্রতিবেশী রাসেল হোসেনের সহায়তায় কোচ আল মাহমুদকে পাশে পান মিরাজ।

মিরাজের ক্রিকেট খেলা শুরুর কথা নিয়ে এক সাক্ষাৎকারে আল মাহমুদ বলছিলেন যে মিরাজের অর্থনৈতিক অবস্থা ভালো না হলেও তাঁর তীব্র ইচ্ছা আর সাহসী মানসিকতা দেখে তাঁকে তিনি প্রশিক্ষণ দেয়া শুরু করেন। তিনি আরো জানান যে,

“সবচেয়ে মজার বিষয় হলো মিরাজের বাবা মাঠে এসেও তাকে মারধোর করেছে, মাঠ থেকে নিয়ে যেতো। আমি একদিন বললাম আপনি যদি ওকে এখানে খেলতে না দেন তাহলে এই এলাকায় আপনি থাকতে পারবেন না” 

প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ, Institutional Education :

বাংলাদেশী ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন খুলনা স্থিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ থেকে।

মেহেদী হাসান মিরাজের ক্রিকেট সংক্রান্ত তথ্য, Mehidy Hasan Miraz Cricket Facts :

  • ব্যাটিংয়ের ধরন : ডান-হাতি।
  • বোলিংয়ের ধরন : ডান-হাতি অফ ব্রেক।
  • খেলায় ভূমিকা : অল-রাউন্ডার
  • দল : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
  • টেস্ট অভিষেক : ২০১৬ সালের ২০ অক্টোবর, বাংলাদেশ বনাম ইংল্যান্ড।
  • শেষ টেস্ট ম্যাচ : ২০২৩ সালের ১৮ জুন, বাংলাদেশ বনাম আফগানিস্তান
  • ওডিআই অভিষেক : ২০১৭ সালের ২৫ মার্চ, বাংলাদেশ বনাম শ্রীলংকা।
  • শেষ ওডিআই : ২০২৩ সালের ৭ অক্টোবর, বাংলাদেশ বনাম আফগানিস্তান।

ক্রিকেটারের ব্যক্তিগত জীবন, Personal life of the cricketer:

রাবেয়া আক্তার প্রিতী

দীর্ঘ ৫ বছর প্রেম করার পর ২০১৯ সালের মার্চ মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিরাজ। তাঁর স্ত্রীর নাম রাবেয়া আক্তার প্রিতী। ২০২০ সালের অক্টোবর মাসে এই দম্পতির কোল আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান।

মিরাজের খেলোয়াড়ী জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, Different experiences of Miraz’s as a player :

মিরাজের প্রতিভা প্রথম আবিষ্কার করেন সাবেক বাংলাদেশি অফ স্পিনার শেখ সালাহউদ্দিন। প্রথমে অনুর্ধ্ব-১৪ টুর্নামেন্ট, এর পর অনুর্ধ্ব-১৫ টুর্নামেন্টে খেলে নিজের যোগ্যতার প্রমাণ দিতে থাকেন তিনি।

ক্রমে অনুর্ধ্ব-১৯ দলে নিজের জায়গা করে নেন বাংলাদেশের এই ক্রিকেটার।

এরপর এক সময় দলের নেতৃত্ব দেয়ার সুযোগও চলে আসে তাঁর সামনে। মেহেদী হাসান মিরাজ রাজশাহী বিভাগের বিপক্ষে ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি প্রথম-শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। উক্ত অভিষেক ম্যাচে তিনি ৫১ রান সংগ্রহ করেছিলেন এবং ৪ উইকেট লাভ করেন।

২০১৬ সালের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ, 2016 U-19 Cricket World Cup :

বাংলাদেশ যুব ক্রিকেট দল মিরাজের অসাধারণ অধিনায়কত্বের সুবাদে ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সেমি ফাইনালে প্রবেশ করতে সমর্থ হয়। তবে উত্তেজনাপূর্ণ সেমি ফাইনালে গিয়ে এই দল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে পরাজিত হয়।

মিরাজের প্রতিভা

তৃতীয় প্লে-অফে খেলতে গিয়ে শ্রীলঙ্কা জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে বাংলাদেশ যুব ক্রিকেট দল পরাজিত করে এবং তৃতীয় স্থান অধিকার করে।

মিরাজ নিজের অসাধারণ অল-রাউন্ড নৈপুণ্যে প্রদর্শনের সুবাদে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। তিনি ওই সিরিজের ৬ ম্যাচে ব্যাট হাতে ২৪২ রান এবং বল করে ১২ উইকেট লাভ করেন।

২০১৬-১৭ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, 2016-17 Bangladesh Premier League :

2017 টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য একটি স্মরণীয় বছর ছিল কারণ তারা ঘরের মাঠে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের প্রথম জয় পেয়েছে। 2016-17 বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী কিংসের হয়ে খেলে 9 নভেম্বর 2016 তারিখে তার টি-টোয়েন্টি (T20) অভিষেক হয় তাঁর।

2018 সালের অক্টোবর মাসে 2018-19 বাংলাদেশ প্রিমিয়ার লিগের খসড়া অনুসরণ করে রাজশাহী কিংস দলের স্কোয়াডে মিরাজের নাম দেওয়া হয়। নভেম্বর 2019 সালে, তিনি 2019-20 বাংলাদেশ প্রিমিয়ার লীগে খুলনা টাইগার্সের হয়ে খেলার জন্য নির্বাচিত হন।

এছাড়াও তিনি বিপিএল 2022-এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন।

মিরাজের আন্তর্জাতিক ক্যারিয়ার, Miraz‘s International Career :

মিরাজের আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৬ সালের ২০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মিরাজের টেস্ট অভিষেক হয়। ক্রিকেটে তিনি একজন অফ ব্রেক বোলার।

প্রথম টেস্ট ইনিংসে তিনি ৬ উইকেট লাভ করেছিলেন, ইংল্যান্ডের খেলোয়াড় বেন ডাকেটের উইকেটটিও এর মধ্যে অন্যতম। সপ্তম কনিষ্ঠ বাংলাদেশী টেস্ট খেলোয়াড় হিসেবে এই ম্যাচে তাঁর অভিষেক হয়।

বাংলাদেশের কোন কোন দলের হয়ে খেলেছেন মিরাজ, Miraz played for which team of Bangladesh ?

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, কলাবাগান ক্রিকেট একাডেমি, খুলনা টাইগার্স, রাজশাহী কিংস, ত্রিনবাগো নাইট রাইডার্স প্রমুখ দলের হলে ক্রিকেট খেলেছেন মেহেদী হাসান মিরাজ।

মিরাজকে নিয়ে নির্বাচকদের মত, Selectors opinion about Miraz :

২০২৩ সালে আয়ারল্যান্ড সিরিজে মেহেদী হাসান মিরাজ খেলেছেন সাত নম্বর পজিশনে। তিন ম্যাচে তিনি রান করেছেন যথাক্রমে ২৭, ১৯ ও ৩৭।

মিরাজ যেহেতু বোলিংও করেন তাই মিরাজকে ব্যাটিংয়ে এতো বড় পজিশনে দেয়ার ব্যাপারে পুরোপুরি আশ্বস্ত নন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম। উক্ত সিরিজের ম্যাচের পর তিনি বলেন,

“মিরাজ দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার, কিন্তু তার পরে যদি এমন চারজন ক্রিকেটার থাকেন যারা ব্যাটিং পারেন না সেটা তার ওপর একটা চাপ তৈরি করতে পারে, এটা বাড়াবাড়ি হয়ে যায় আমার মতে।
বাংলাদেশ যখন ছয়জন বিশেষজ্ঞ বোলার নিয়ে মাঠে নামে, ব্যাপারটা ভাবলে ভালো লাগে, কিন্তু ব্যাটিং করার সময় এর বিপরীত বোধ তৈরি হয়। আমি মিরাজকে সাতে পাঠাতে তেমন স্বাচ্ছন্দ্যবোধ করবো না, এতে মিরাজের ব্যাটিংয়ের ক্ষতিও হতে পারে।”

অন্যদিকে মি. ফাহিম এ নিয়ে বলেন যে,

“মিরাজ সাতে ব্যাটিং করলে ব্যাটিং অর্ডারটা সমন্বয়হীন মনে হয়, মনে হয় অপর্যাপ্ত। সাতে আমি এমন কাউকে চাইবো যে ব্যাটিংয়ে বিশেষজ্ঞ, একটু বোলিংও পারেন, মিরাজ আটে খেললেই নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারবে।”

২০২২ সালের শেষদিকে মেহেদী হাসান মিরাজ ভারতের বিপক্ষে একটি সিরিজে ব্যাট হাতে দুটি ম্যাচ জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, একটিতে তিনি ৮৩ বলে অপরাজিত শতক হাঁকিয়েছিলেন। এই রান অবশ্যই প্রশংসনীয়।

মিরাজ

এছাড়াও উক্ত বছর অন্তত দুটি ওয়ানডে সিরিজ জয় লাভ করার ক্ষেত্রে মিরাজের ব্যাট হাতে প্রত্যক্ষ ভূমিকা ছিল, কিন্তু তখন তিনি ৮ ও ৯ নম্বরে ব্যাট করেছিলেন।

তবে বাংলাদেশের জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের মেন্টর নাজমুল আবেদীন ফাহিমের মতে মিরাজকে শেষ ব্যাটিং অবলম্বন রাখলেই বেশি নির্ভর থাকবে এই ব্যাটিং লাইন-আপ।

এদিকে মিরাজ দলের নির্বাচকদের দৃষ্টিভঙ্গিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি এসব বিষয়ে মন্তব্য করেন যে, “দলে আসলে নির্বাচকরা কী চান সেটাই আসল ব্যাপার হবে”।

শেষ কথা, Conclusion :

মিরাজ এখন বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ এক চরিত্র। বলাই বাহুল্য বাংলাদেশী ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তরুণ তারকা ক্রিকেটার হিসেবে আবির্ভূত হয়েছেন।

তিনি ব্যাটিং- এ একজন অলরাউন্ডার যিনি ডানহাতি অফস্পিন বোলিং করে। তাঁর খেলার ধরন তাঁকে উইকেট নিতে যথেষ্ট সাহায্য করেন বলে অভিজ্ঞদের মত।

Frequently Asked Questions :

মেহেদী হাসান মিরাজ কে ?

মেহেদী হাসান মিরাজ একজন বাংলাদেশী ক্রিকেটার।

মেহেদী হাসান মিরাজ কবে জন্মগ্রহণ করেন ?

১৯৯৭ সালের ২৫ অক্টোবর।

মেহেদী হাসান মিরাজ কত বছর বয়সে ক্রিকেট খেলতে শুরু করেন?

৮ বছর বয়সে।

RIma Sinha

Rima Sinha is a professional journalist and writer with a strong academic background in media and communication. She holds a Bachelor of Arts from Tripura University and a Master’s degree in Journalism and Mass Communication from Chandigarh University. With experience in reporting, feature writing, and digital content creation, Rima focuses on delivering accurate and engaging news stories to Bengali readers. Her commitment to ethical journalism and storytelling makes her a trusted voice in the field.

Recent Posts