ডিজিটাল মার্কেটিংয়ের অনলাইন ক্লাস এবার করাবে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির

বেলুড়মঠ

বর্তমান সময়ে মুঠোফোনের দুনিয়ায় সবকিছুই এখন ডিজিটাল। খাতা-কলমের অভ্যাস ছেড়ে নতুন প্রজন্ম ঝুঁকছে ডিজিটাল মাধ্যমে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেশার ক্ষেত্র। বিভিন্ন প্রতিষ্ঠানে এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্সও শুরু হয়েছে।

স্বল্প খরচের মধ্যে ডিজিটাল মার্কেটিং নিয়ে বিশেষ কোর্সের আয়োজন করেছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।

প্রতিষ্ঠান সূত্রে খবর, দু’বছর আগে এস্ট্রো ইনফোকম-র সঙ্গে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের মউ সাক্ষর হয়। তার পর থেকেই একসঙ্গে নানা ধরনের কোর্স করিয়ে থাকে এই দুই প্রতিষ্ঠান। ২০২৫-এ তৃতীয় ব্যাচে ডিজিটাল মার্কেটিংয়ে সার্টিফিকেট কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির

কোর্সের বিবরণ:

  • এই কোর্সটি ৩ মাসের, এবং এটি অনলাইনে করানো হবে।
  • এই কোর্সে ভর্তি হওয়ার জন্য বয়স ১৮ বছরের বেশি হতে হবে, এবং মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
  • ক্লাসগুলি শনি ও রবিবার হবে, এবং মোট ৪৮ ঘণ্টা ক্লাস করানো হবে।
  • কোর্সটির মূল্য ৫ হাজার টাকা।

কিভাবে আবেদন করবেন?

ডিজিটাল মার্কেটিং
  • রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ওয়েবসাইটে গিয়ে ভর্তির লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে।
  • অনলাইনে অথবা সরাসরি প্রতিষ্ঠানে গিয়েও ভর্তি হওয়া যাবে।

ডিজিটাল মার্কেটিংয়ের এই কোর্সটি করার জন্য কোন আসন সংখ্যাও বেঁধে দেওয়া হয়নি। যে কেউ চাইলে এই কোর্সটি করতে পারে। ক্লাস শুরু হবে চলতি মাসের ২৩ তারিখ থেকে এবং ভর্তি হওয়া যাবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বিষয়ে আরও তথ্য জানতে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ওয়েবসাইটটি দেখুন।

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts