বিমানে এত নগদ টাকা নিয়ে উঠবেন না! নিয়ম না জানলে বড় বিপদ

বিমানে এত নগদ টাকা নিয়ে উঠবেন না! নিয়ম না জানলে বড় বিপদ

আমরা অনেকেই প্লেনে যাতায়াত করতে ভালোবাসি, সেটা দেশে হোক বা বিদেশে। আমাদের দেশে প্রতিদিন প্রায় ১০ লক্ষের মতো মানুষ বিমানে যাতায়াত করেন। রেলে যাতায়াত করার জন্য যেমন নিয়ম বানানো হয়েছে ঠিক তেমনি বিমানে যাতায়াত করার জন্যও বিশেষ কয়েকটি নিয়ম বানানো হয়েছে। এই নিয়মগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল নগদ অর্থ নেওয়া (Air Travel Cash Limit)।

প্লেনে ভ্রমণ করার একটি মূল সমস্যা হল লাগেজ গোছানো কারণ এমন অনেক জিনিস রয়েছে যেগুলো নিরাপত্তার জন্য প্লেনে নিয়ে যাওয়া যায়না। তাই আমাদেরকে সবসময় ভেবে চিন্তেই লাগেজ গোছাতে হয়। প্লেনে ভ্রমণ করার আরেকটি সমস্যা হল নগদ টাকা নিয়ে যাওয়া কারণ এইক্ষেত্রে অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে। প্লেনে বেশি নগদ টাকা কখনই নিয়ে যাওয়া যায়না। এখন প্রশ্ন হচ্ছে প্লেনে ভ্রমণ করার সময় আপনি ব্যাগে কত টাকা নিয়ে যেতে পারবেন। চলুন আজ সেই বিষয়ে ভালো করে জেনে নিই।

প্লেনে ভ্রমণ করার সময় নগদ কত টাকা নিয়ে যাওয়া যায়?

প্লেনে ভ্রমণ করার সময় নগদ কত টাকা নিয়ে যাওয়া যায়?

RBI এর গাইডলাইন বলছে অভ্যন্তরীণ বিমান যাত্রার ক্ষেত্রে যাত্রীরা সর্বাধিক ২ লাখ টাকা নগদ নিয়ে যেতে পারবেন। কিন্তু এই নিয়মটি আন্তর্জাতিক সফরের জন্য প্রযোজ্য হবেনা। আপনি যদি নেপাল, ভুটান ছাড়া অন্য কোনো দেশে ভ্রমণ করেন তাহলে আপনি সর্বাধিক ৩,০০০ ডলারের বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। যদি আপনি এর বেশি টাকা নিয়ে যেতে চান তাহলে আপনাকে স্টোর ভ্যালু বা ট্রাভেল চেকস ব্যবহার করতে হবে।

প্লেনে আপনি কতটুকু লাগেজ নিয়ে যেতে পারবেন?

প্লেনে ট্রাভেল ব্যাগের ওজন নিয়েও খুব কড়াকড়ি রয়েছে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান যাত্রায় চেক-ইন কাউন্টারে যে লাগেজটি জমা দিতে হয় সেটির ওজন হতে হবে ২০ থেকে ৩০ কেজি পর্যন্ত। এছাড়া হ্যান্ড ব্যাগের ওজন হতে হবে ৭ থেকে ১৪ কেজির মধ্যে।

প্লেনে আপনি কতটুকু লাগেজ নিয়ে যেতে পারবেন?

এছাড়াও মনে রাখতে হবে যে বিমান যাত্রার সময় ক্লোরিন, অ্যাসিড, ব্লিচ ইত্যাদির মতো রাসায়নিক পদার্থ বহন করতে পারবেন না। আপনি চাইলে অ্যালকোহলও নিয়ে যেতে পারেন কিন্তু সেটির ওজন হতে হবে ৫ লিটার। এর বেশি একেবারেই নিয়ে যেতে পারবেন না।

Recent Posts