বন্দেভারতে এবার সরাসরি বৈষ্ণোদেবী দর্শন! মাত্র তিন ঘণ্টায় কাটরা থেকে শ্রীনগর, জেনে নিন ট্রেনের ভাড়া ও যাবতীয় তথ্য

বন্দেভারতে এবার সরাসরি বৈষ্ণোদেবী দর্শন!

কাশ্মীর ঘুরতে চান? বৈষ্ণোদেবীর দর্শনও করতে চান একসাথে? এবার সেই সুযোগ এনে দিচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস! আরাম, সুরক্ষা আর কম খরচে পাহাড়ি সফরের এক দুর্দান্ত আয়োজন—এই সপ্তাহেই চালু হচ্ছে কাশ্মীর রুটের স্পেশাল বন্দে ভারত ট্রেন।

কী থাকছে এই নতুন বন্দে ভারতে?

কী থাকছে এই নতুন বন্দে ভারতে?
  • মাত্র ৩ ঘণ্টায় কাটরা থেকে শ্রীনগর!
  • আগে যেখানে সময় লাগত ৬-৭ ঘণ্টা, এখন আরামে সময় বাঁচিয়ে পৌঁছে যাবেন উপত্যকার শহরে।
  • রয়েছে হিটার-সহ জানালা, গরম জলের ব্যবস্থা, ঠান্ডা মাথায় তৈরি টয়লেট – বরফে জমে গেলেও চলবে এই ট্রেন!

রুট কোন কোন জায়গায় থামবে?

  • রেয়াসি, সাঙ্গালদান, বানিহাল, অনন্তনাগ – সব জায়গায় থামবে এই ট্রেন।
  • তবে একটা কথা – রাতে চলবে না ট্রেন, শুধুই দিনে চলবে পরিষেবা।

টিকিটের দাম কত?

  • এসি চেয়ার কারের ভাড়া: ₹১,০০০ – ₹১,৫০০
  • এক্সিকিউটিভ ক্লাস: ₹২,০০০ – ₹২,৫০০
  • প্রথমে দিনে একবার চলবে ট্রেন, পরে ভিড় বাড়লে বাড়তে পারে ফ্রিকোয়েন্সি।

কোথা থেকে ধরবেন এই ট্রেন?

  • কাটরা—যেখানে দেশের বিভিন্ন শহর থেকে সরাসরি ট্রেন যায়।
  • দিল্লি, মুম্বই, চেন্নাই, কন্যাকুমারী – সব জায়গা থেকেই যোগাযোগ সহজ।
  • কাটরা পৌঁছে বৈষ্ণোদেবী দর্শন, তারপর সোজা শ্রীনগর ট্যুর!
বৈষ্ণোদেবী

সুরক্ষার কড়াকড়ি?

  • কাশ্মীর রুট স্পর্শকাতর হওয়ায় কাটরা স্টেশনে বাড়তি স্ক্যানিং ও চেকিং থাকবে।
  • রেল দফতর নিচ্ছে জোড়দার নিরাপত্তা ব্যবস্থা।

এই ট্রেন কেন এত স্পেশাল?

  • উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল প্রকল্প (USBRL) যে এক সময় স্বপ্ন ছিল, আজ তা বাস্তব। চেনাব ও অঞ্জি খণ্ডের মত অসাধারণ রেলসেতু তৈরি হয়ে যাওয়ার ফলে এবার কাশ্মীর সরাসরি যুক্ত হল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ১৯ শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই ট্রেনের।
  • ভারতীয় রেলের ইতিহাসে নতুন অধ্যায় শুরু—কাশ্মীর এখন বন্দে ভারতের ছোঁয়ায় আরও কাছের।

ভ্রমণপ্রেমীরা, প্রস্তুত তো? বুকিং শুরু হলেই মিস করবেন না, এবার বন্দেভারতে বৈষ্ণোদেবী আর কাশ্মীর একসাথে ঘুরে আসুন! চেনা রাস্তা, নতুন গন্তব্য—এটাই তো আসল ভ্রমণের মজা!

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts

link to শরীর ভেঙে পড়েছে করণ জোহরের? ভাইরাল ‘অসুস্থ’ চেহারা নিয়ে এবার মুখ খুললেন খোদ পরিচালক! জানালেন চমকে যাওয়ার মতো তথ্য
link to যদি থাকে এই রোগ, টক দই খেলে হতে পারে মারাত্মক বিপদ! সতর্ক করলেন চিকিৎসকরা, জানুন বিস্তারিত

যদি থাকে এই রোগ, টক দই খেলে হতে পারে মারাত্মক বিপদ! সতর্ক করলেন চিকিৎসকরা, জানুন বিস্তারিত

টক দই—বাঙালির ভোজনতালিকার এক অবিচ্ছেদ্য অংশ! গরমের দিনে ঠান্ডা ঠান্ডা...