ওলা-উবার-র‍্যাপিডো বন্ধ! কর্নাটকে অ্যাপ বাইক ট্যাক্সিতে ‘ব্রেক’ টানল হাইকোর্ট, যাত্রীদের মাথায় হাত!

ওলা-উবার-র‍্যাপিডো বন্ধ! কর্নাটকে অ্যাপ বাইক ট্যাক্সিতে ‘ব্রেক’ টানল হাইকোর্ট, যাত্রীদের মাথায় হাত

আপনি কি রোজ রাস্তায় ওলা, উবার কিংবা র‍্যাপিডোর বাইকে চড়ে অফিস বা কাজের জায়গায় পৌঁছান? ট্র্যাফিক এড়াতে এই অ্যাপ বাইকই কি আপনার ভরসা? তাহলে এই খবরে চমকে উঠবেন আপনি! কারণ, অ্যাপ-ভিত্তিক বাইক পরিষেবায় এবার বড় ধাক্কা! কর্নাটক হাইকোর্ট সোজাসুজি জানিয়ে দিল— ৬ সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে বাইক ট্যাক্সি পরিষেবা!

অ্যাপ বাইকের ব্রেক টানল হাইকোর্ট!

বুধবার কর্নাটক হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দেয়। বিচারপতি বিএম শ্যাম প্রসাদের বেঞ্চ জানিয়ে দেয়— মোটর ভেহিকেলস অ্যাক্ট ১৯৮৮-র ৩ নম্বর ধারার অধীনে সরকার যদি প্রয়োজনীয় গাইডলাইন জারি না করে, তবে রাজ্যে বাইক ট্যাক্সি চলতে পারে না। অর্থাৎ, ওলা, উবার, র‍্যাপিডোর মতো সংস্থাগুলিকে আগামী ৬ সপ্তাহের মধ্যে পরিষেবা বন্ধ করতেই হবে।

ওলা-উবার-র‍্যাপিডো

অ্যাপ খুললেই বাইক, সেই স্বপ্নে এখন ভাঙন!

আজকের ব্যস্ত শহরজীবনে যখন একটা ক্লিকে বাইক এসে দাঁড়িয়ে যেত বাড়ির সামনে, তখন এমন রায় কার্যত যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে যাঁরা প্রতিদিন অ্যাপ বাইকের ওপর নির্ভর করেন, তাঁদের মাথায় যেন বাজ পড়ল!

রায় বলছে কী?

  • সরকার এখনই বাইক ট্যাক্সির জন্য কোনও গাইডলাইন দেয়নি।
  • যতক্ষণ না সরকার স্পষ্ট নীতিমালা তৈরি করছে, ততক্ষণ এই পরিষেবা চলতে পারে না।
  • রাজ্য সরকারকে ৬ সপ্তাহের মধ্যে পরিষেবা বন্ধ করতে হবে।
  • পাশাপাশি, তিন মাস সময় দেওয়া হয়েছে সরকারকে— যাতে এই বিষয়ে আইন তৈরি করা যায়।

কেন উঠল এত হইচই?

২০২১ সালে কর্নাটক সরকার বাইক ট্যাক্সি নিষিদ্ধ করে একটি নির্দেশ জারি করেছিল। ওলা, উবার, র‍্যাপিডো তাতে আপত্তি জানিয়ে আদালতের শরণাপন্ন হয়। তখন হাইকোর্ট তাদের স্বস্তি দিলেও এবার চূড়ান্ত রায় জানিয়ে দিল পরিষেবা বন্ধ করতেই হবে, যদি না সরকার নিয়ম তৈরি করে।

কর্নাটক সরকার বাইক ট্যাক্সি নিষিদ্ধ করে

এবার কী হতে পারে?

এই রায়ের বিরুদ্ধে অ্যাপ বাইক সংস্থাগুলি উচ্চতর আদালতে যাওয়ার কথা ভাবছে। তাদের বক্তব্য, এতদিনের সফল পরিষেবাকে হঠাৎ করে বন্ধ করা ঠিক নয়। তবে সরকার যদি নিয়ম তৈরি করে, তাহলে হয়তো আবার ফিরবে বাইক-যাত্রার দিন।

“এক ক্লিকে বাইক”-এর দিন কি শেষ?
যদি আপনি কর্নাটকে থাকেন বা সেখানে যেতে চলেছেন, তাহলে প্রস্তুত থাকুন। অ্যাপ খুললে বাইক না-ও আসতে পারে এবার!

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts