ভুয়ো টিকিট পরীক্ষক ধরতে চালাক ফন্দি! হাওড়া-শিয়ালদহে রেলের অভিনব পরিকল্পনা

ভুয়ো টিকিট পরীক্ষক ধরতে হাওড়া-শিয়ালদহে রেলের অভিনব পরিকল্পনা,

হাওড়া ও শিয়ালদহ স্টেশনে ভুয়ো টিকিট পরীক্ষকদের দৌরাত্ম্যে নাজেহাল যাত্রীরা। এই পরিস্থিতি সামাল দিতে এবার অভিনব ব্যবস্থা নিতে চলেছে রেল কর্তৃপক্ষ।

সম্প্রতি হাওড়া স্টেশন থেকে এক ভুয়ো টিকিট পরীক্ষককে ধরার পরেই তৎপর হয়েছে রেল। জানা গিয়েছে, এই ঘটনার পর রেল সিদ্ধান্ত নিয়েছে, আসল টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ ধরনের আধুনিক ‘আই কার্ড’ চালু করা হবে, যা সহজে নকল করা সম্ভব নয়।

হাওড়া ও শিয়ালদহ স্টেশনে ভুয়ো টিকিট পরীক্ষকদের দৌরাত্ম্যে নাজেহাল যাত্রীরা।

শিয়ালদহের সিনিয়র ডিসিএম যশরাম মীনা জানিয়েছেন, ভুয়ো টিকিট পরীক্ষকদের রুখতে সোমবার থেকেই মুখ্য টিকিট পরীক্ষকদের নয়া নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, কোনও অচেনা বা সন্দেহজনক টিকিট পরীক্ষককে দেখলে সঙ্গে সঙ্গে তাকে জেরা করে আরপিএফের হাতে তুলে দিতে বলা হয়েছে।

এই নতুন ব্যবস্থার অংশ হিসেবে আসল টিকিট পরীক্ষকদের পোশাকের ভিতরে থাকবে একটি গোপন আধুনিক আই কার্ড, যা দিয়ে সহজেই তার পরিচয় যাচাই করা যাবে। দু’-এক দিনের মধ্যেই এই আই কার্ডগুলি সমস্ত টিকিট পরীক্ষকদের হাতে তুলে দেওয়া হবে বলে রেল সূত্রে খবর।

হাওড়া থেকে ধৃত ভুয়ো টিকিট পরীক্ষক রাওনিত রাজশাওকে জেরা করে আরপিএফ জানতে পেরেছে, সে একা নয়, আরও অনেকে এই চক্রের সঙ্গে জড়িত। তারা সকলে টিকিট পরীক্ষকের পোশাক ও নকল আই কার্ড ব্যবহার করে যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করছে। এমনকি ইএফটি বিলও ব্যবহার করছে লোক দেখানোর জন্য।

এই তথ্য সামনে আসার পরই হাওড়া ও শিয়ালদহের কমার্শিয়াল বিভাগ নড়েচড়ে বসেছে। হাওড়ার ডিসিএম এইচ গাঙ্গুলি জানিয়েছেন, হাওড়া নিউ কমপ্লেক্স দক্ষিণ-পূর্ব রেলের আওতায়। এখানকার রেল কর্তৃপক্ষও রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বিভাগকে সঙ্গে নিয়ে সতর্কতা বাড়িয়েছে।

 টিকিট পরীক্ষক

রেল সূত্রে খবর, খড়গপুর ডিভিশনের অধীনে থাকা দক্ষিণ-পূর্ব রেল নিয়মিত অভিযান চালাচ্ছে এবং টিকিট পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনও সন্দেহজনক ব্যক্তি চোখে পড়লে সঙ্গে সঙ্গে আরপিএফকে জানাতে হবে।

এই উদ্যোগে কতটা সুফল মিলবে, তা সময়ই বলবে, তবে রেলের এই পদক্ষেপ যাত্রী নিরাপত্তার দিক থেকে নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts