২০২৫-এ মানবতার পতন! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণীতে কাঁপছে বিশ্ব!

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

বুলগেরিয়ার বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গা-র নাম অনেকেই শুনেছেন। দৃষ্টিহীন এই নারী নিজের জীবদ্দশায় এমন সব কথা বলেছিলেন, যা আজও গায়ে কাঁটা দেওয়ার মতো। তাঁর পূর্বাভাস বারবার বাস্তবের সঙ্গে মিলে যাওয়ায়, অনেকেই ভাবতে বাধ্য হচ্ছেন — সত্যিই কি ভবিষ্যৎ দেখেছিলেন তিনি?

ভবিষ্যদ্বাণী: যুদ্ধ, ভূমিকম্প ও মানবতার পতন! ২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গার একাধিক ভয়াবহ ভবিষ্যদ্বাণী এখন ভাইরাল। তাঁর মতে,

২০২৫-এ মানবতার পতন!
  • বিধ্বংসী ভূমিকম্প কাঁপাবে বিশ্বকে।
  • ইউরোপে শুরু হবে ভয়ানক যুদ্ধ, যা জনসংখ্যাকে মারাত্মকভাবে কমিয়ে দিতে পারে।
  • বিশ্বজুড়ে অর্থনৈতিক ধস, বহু দেশ পড়বে চরম মন্দার মুখে।
  • শুরু হবে মানবতার পতন — সভ্যতার মূল স্তম্ভগুলি কেঁপে উঠবে।
  • আর অবশেষে, ৫০৭৯ সালে সম্পূর্ণরূপে ধ্বংস হবে পৃথিবী!

মায়ানমারের ভূমিকম্প: বাবার কথার প্রমাণ?

২০২৫ সালের শুরুতেই মায়ানমারে ভয়ানক ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। এত বড় বিপর্যয় দেখে অনেকেই আবার চোখ রাখছেন বাবা ভাঙ্গার দিকে। যদিও কোনও সরকারি তথ্য এ ঘটনার সঙ্গে তাঁর পূর্বাভাসের সরাসরি যোগসূত্র প্রমাণ করেনি, তবে সময় ও ঘটনার সামঞ্জস্য অনেকের মনে সন্দেহ জাগাচ্ছে।

কী বলেছিলেন বাবা ভাঙ্গা?

  • ৯/১১ হামলা
  • কোভিড অতিমারী
  • চিনের উত্থান
  • রাজকুমারী ডায়ানার মৃত্যু

সবই কি একসময় তাঁর ধাঁধার মতো ভবিষ্যদ্বাণীতে ছিল?

আসুন দেখে নিই বাবা ভাঙ্গার কয়েকটি আলোচিত ভবিষ্যদ্বাণী:

বাবা ভাঙ্গার কয়েকটি আলোচিত ভবিষ্যদ্বাণী:
  • ২০২৫ : ইউরোপে বড় যুদ্ধ, মানবতার পতন
  • ২০২৮ : শুক্র গ্রহে শক্তির উৎস খোঁজ করবে মানুষ
  • ২০৩৩ : মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলস্তর বাড়বে
  • ২০৭৬ : আবার ফিরে আসবে কমিউনিজম
  • ২১৩০ : এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করবে মানুষ
  • ২১৭০ : পৃথিবীতে ভয়াবহ খরা
  • ৩০০৫ : পৃথিবী ও মঙ্গলগ্রহের মধ্যে সংঘর্ষ
  • ৫০৭৯ : পৃথিবীর সম্পূর্ণ ধ্বংস

বিজ্ঞানের প্রমাণ নেই, তবুও কাঁপছে মন :

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও, সময়ের সঙ্গে মিল থাকা বহু ঘটনাই তাঁকে ঘিরে গড়ে তুলেছে রহস্য আর বিশ্বাসের মিশেল।

আপনি কী ভাবছেন? সত্যিই কি ২০২৫ থেকে শুরু হবে মানবতার পতন? না কি এগুলো কেবলই কাকতালীয় ঘটনা?

কমেন্ট করে জানান আপনার মতামত, আর শেয়ার করে ছড়িয়ে দিন এই চমকপ্রদ তথ্য!

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts