কেরলে নিপা ভাইরাস প্রাণ কাড়ল এক কিশোরের

নিপা ভাইরাস আক্রমণে কেরলে মৃত্যু

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

2023 সালের পর এবছর আবার কেরলে শুরু হল নিপা আতঙ্ক।গত 10 জুলাই মলপ্পুরমের পান্ডিক্কারে জ্বরে কাবু হয়ে যাওয়া 14 বছরের এক কিশোরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।


অবস্থার উন্নতি না হওয়ায় 13 জুলাই তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে রক্তের নমুনা সংগ্রহ করার পর জানা যায় যে ওই কিশোর নিপা ভাইরাসে আক্রান্ত।

নিপা ভাইরাস
Pin it

আজ প্রাণ হারায় ওই কিশোর। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ নিপা ভাইরাসে আক্রান্ত ওই কিশোরের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, কিশোরের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তার নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। গতকাল সেই রিপোর্ট পজিটিভ আসে। তারপর ওই কিশোরকে ভেন্টিলেশনে রাখা হয়।

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে বর্তমানে কেরলে চারজন নিপা ভাইরাসে আক্রান্ত। মাঞ্জেরি মেডিক্যাল কলেজে তাদের চিকিৎসা চলছে। এছাড়াও 214 জন সন্দেহের তালিকায় রয়েছে।

বর্তমানে কেরলে নিপা ভাইরাসের এপিসেন্টার পান্দিক্কড়।ওই এলাকার বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে এবং পশু পাখির খাওয়া ফল খেতে বারণ করা হয়েছে।

নিপা ভাইরাসে কিশোরের মৃত্যু কেরলে
Pin it

বাজার থেকে ফল কিনলে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তবেই খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণত বাদুড়ের থেকে এই ভাইরাস ছড়ায় এবং এই ভাইরাসের কারণে মৃত্যুর হার 40 থেকে 70 শতাংশ।

অন্যদিকে গুজরাটে চাঁদিপুরা ভাইরাসের কারণে ক্রমশ সংকটজনক পরিস্থিতি তৈরি হচ্ছে। সেখানে এখনও পর্যন্ত এই ভাইরাসের কারণে 16 জনের মৃত্যু হয়েছে এবং এখনও পর্যন্ত 50 জন চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

Recent Posts