স্বপ্ন নয়, সত্যি! মাত্র ৩০ টাকায় দীঘা ঘোরার সুযোগ, চালু হল নতুন লোকাল ট্রেন

মাত্র ৩০ টাকায় দীঘা ঘোরার সুযোগ

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

দীঘা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? এবার সেই স্বপ্ন পূরণ হতেই পারে মাত্র ৩০ টাকায়! যাত্রীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল ভারতীয় রেল। চালু হল এক জোড়া নতুন স্পেশাল লোকাল ট্রেন, যা পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত চলবে প্রতিদিন। এই পরিষেবা সম্প্রতি শুরু হয়েছে।


নববর্ষ ও জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে বড় পদক্ষেপ

দীঘা স্টেশন
Pin it

সামনেই বাঙালির বর্ষবরণ—পহেলা বৈশাখ। সেই সঙ্গে এপ্রিল মাসের শেষদিকে অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে দীঘায় পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে। সেই ভিড় সামলাতে এবং সাধারণ যাত্রীদের সুবিধার্থে নতুন এই স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের।

এই উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ‘পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। তাদের পক্ষ থেকেই রেলের কাছে বিশেষ ট্রেন চালুর দাবি জানানো হয়েছিল।

স্পেশাল ট্রেনের সময়সূচি :

রেলের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন স্পেশাল লোকাল ট্রেনটি প্রতিদিন সকাল ১১টায় পাঁশকুড়া স্টেশন থেকে ছেড়ে দেবে এবং দুপুর ১টা ৫০ মিনিটে পৌঁছাবে দীঘায়। ফেরার সময় দুপুর ২টো ৫০ মিনিটে দীঘা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে পৌঁছাবে পাঁশকুড়ায়।

এই লোকাল ট্রেনটি আপ ও ডাউন—দুই দিকেই সব স্টেশনে থামবে, ফলে মধ্যবর্তী যাত্রীদের জন্যও এটি দারুণ সুবিধাজনক হবে।

ভাড়া মাত্র ৩০ টাকা!

দীঘার নতুন স্পেশাল লোকাল ট্রেন
Pin it

রেল সূত্রে জানা গেছে, পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত সম্পূর্ণ যাত্রার জন্য ভাড়া মাত্র ৩০ টাকা। এছাড়া, অন্যান্য স্টেশন থেকে যাত্রার ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া মাত্র ১০ টাকা। এই স্বল্প ভাড়ায় দীঘার মতো জনপ্রিয় পর্যটনস্থলে যাওয়া মানে সত্যিই এক অসাধারণ সুযোগ।

যাত্রীদের স্বস্তি, রেলের প্রশংসা

রেলের এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা। বিশেষ করে ছুটির দিনে ও উৎসবের সময়ে দীঘামুখী ট্রেনগুলিতে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা যায়। নতুন লোকাল ট্রেন চালু হওয়ায় এক্সপ্রেস ট্রেনগুলির উপর চাপ কমবে বলে মনে করছেন রেল আধিকারিকরা।

প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে রেলের এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। তারা আশা করছে, ভবিষ্যতেও এমন যাত্রীবান্ধব পদক্ষেপ আরও নেওয়া হবে।

তাই আর দেরি নয়—মাত্র ৩০ টাকায় এবার দীঘা ঘোরা হয়ে যাক আরও সহজে, আরও সস্তায়!

RIma Sinha

Rima Sinha is a professional journalist and writer with a strong academic background in media and communication. She holds a Bachelor of Arts from Tripura University and a Master’s degree in Journalism and Mass Communication from Chandigarh University. With experience in reporting, feature writing, and digital content creation, Rima focuses on delivering accurate and engaging news stories to Bengali readers. Her commitment to ethical journalism and storytelling makes her a trusted voice in the field.

Recent Posts