সারা বিশ্বে যত দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয় তার মধ্যে অধিকাংশই বাইক বা মোটরসাইকেল আরোহী। মানুষের অসাবধানতার জন্য এবং একে অপরকে টক্কর দেওয়ার উদ্দেশ্যে জোরে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা গুলি প্রায়শই ঘটে থাকে যার ফলশ্রুতি অতি মর্মান্তিক ও বেদনাদায়ক। আজ আমাদের এই প্রতিবেদনে বাইক এক্সিডেন্ট এর কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরবো যা মানুষের মধ্যে সচেতনতা ও সাবধানতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে।
বাইক এক্সিডেন্ট এর পিক রাতের
অসাবধানতায় গাড়ি চালানোর কারণে বাইক এক্সিডেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই রাতের দিকে হয়ে থাকে। সেরকমই কিছু রাতে ঘটিত বাইক এক্সিডেন্ট এর ছবি নিচে পোস্ট করা হলো।
বাইক এক্সিডেন্ট এর পিক r15
ইয়ামাহার এই স্পেশাল স্পোর্টস বাইকটি দেখতে যতটা স্টাইলিশ তত বেশিবার অ্যাক্সিডেন্টের কবলে পড়েছে গাড়ি চালকের অসাবধান হয়ে চলাবার কারণে। নিচে উপস্থাপন করা হলো সেরকমই কিছু মর্মান্তিক r15 বাইক এক্সিডেন্ট এর ছবি।
বাইক এক্সিডেন্ট ফটো
বাইক এক্সিডেন্ট এর হাতের পিক
বাইক এক্সিডেন্ট ছবি
বাইক এক্সিডেন্টের পিক মানুষ
বাইক হল যাতায়াতের একটি অন্যতম সুবিধাজনক বাহন। কিন্তু চালকরা নিজেদের ভুল ড্রাইভিং এর কারণে অনেক সময় অ্যাক্সিডেন্টের কবলে পড়ে যার পরিণতি মৃত্যু পর্যন্ত হতে পারে। সেরকমই কিছু বাইক এক্সিডেন্ট এর কবলে পড়া মানুষের ছবি আমাদের ওয়েবসাইটে পোস্ট করা হলো।
পালসার বাইক এক্সিডেন্ট এর পিক
পালসার অন্যতম একটি জনপ্রিয় বাইক প্রস্তুতকারক কোম্পানি। এই পালসার বাইকে ও প্রচুর মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে যেটি একেবারেই কাম্য নয়। সেরকমই কিছু মর্মান্তিক ছবি গাড়ি চালকদের সচেতনতা বৃদ্ধি করার জন্য পোস্ট করা হলো।
বাইক এক্সিডেন্ট মৃত্যু
যাতায়াতের মাধ্যম যখন আমাদের মৃত্যুর কারণ হয়ে যায় তখন তার থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটেছে এরকম ঘটনা আজকাল প্রায়সই ঘটে, সেরকমই কিছু দুর্ভাগ্যজনক ছবি নিচে পোস্ট করা হলো
বাইক এক্সিডেন্ট এর পায়ের পিক
বাইক এক্সিডেন্ট মানেই সর্বক্ষেত্রে মৃত্যু নয়। অনেক সময় শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ এমন বিশ্রী ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় যা বর্ণনাতীত । তেমনই কিছু ছবি নিচে পোস্ট করা হলো যেখানে বাইক এক্সিডেন্ট এর ফলে চালকের পা ক্ষতিগ্রস্ত হয়েছে।
নতুন বাইক এক্সিডেন্ট এর ছবি
নতুন বাইকে অধিকাংশ ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের হার বেশি হয়ে থাকে। যেহেতু চালকেরা নতুন বাইকের সম্পর্কে খুব একটা বেশী ওয়াকিবহাল থাকে না তাই চালাবার সময় কিছু ভুল ত্রুটি হলেই তার পরিনাম হয় দুর্ঘটনা। নিচে পোস্ট করা হলো নতুন বাইক অ্যাক্সিডেন্টের কিছু বিশেষ বিশেষ ছবি।
পরিশেষে:
উপরে পোস্ট করা বাইক এক্সিডেন্টের মর্মান্তিক ছবিগুলি দেখে আশা করি বাইক চালকেরা আগের থেকে অনেক বেশি সচেতন হতে পেরেছেন। যদি এই ছবিগুলি আপনারা জনসচেতনতা বৃদ্ধি করতে সহায়ক মনে করেন তবে অবশ্যই নিজের বন্ধু মহলে ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিতে ভুলবেন না।