অনেকেই গাঁদা ফুলকে গন্ধা/ গেন্ধা/ গেনদা নামেও ডাকে। গাঁদা ফুলের বিভিন্ন জাত ও রঙ থাকলেও উজ্জ্বল হলুদ ও গাড় কমলা রঙ বেশি লক্ষ্য করা যায়। গাঁদা ফুল বাগানের শোভা বর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, পূজা-পার্বন ও গৃ্হসজ্জায় এর ব্যাপক ব্যবহার রয়েছে । আজকে আমরা আমাদের ওয়েবসাইট সাজিয়েছি গাঁদা ফুলের হরেক রকমের ছবি দিয়ে। আসুন দেখে নেওয়া যাক।
হলুদ গাঁদা ফুলের ছবি
গাঁদা ফুলের অর্থ বিভিন্ন সংস্কৃতিতে পরিবর্তিত হয়, প্রায়শই বিশুদ্ধতা, দেবত্ব এবং জীবন ও মৃত্যুর মধ্যে সংযোগের প্রতীক। আমাদের দেশে হলুদ গাঁদা ফুলের আধিক্যই বেশি। আজকে আমরা হলুদ গাঁদার ফুলের সুন্দর কিছু ফটো কালেকশন নিয়ে এসেছি আপনাদের প্রয়োজনের কথা ভেবে।
সাদা গাঁদা ফুলের ছবি
সাদা গাঁদা ফুল এমনই এক প্রজাতির গাঁদা যা চট করে সব জায়গায় দেখা যায় না। এটি একটি দুর্লভ প্রজাতির ফুল। আমরা সেরকমই কিছু সাদা গাঁদা ফুলের অনবদ্য কিছু ছবির কালেকশন দিয়ে সাজিয়েছে আমাদের ওয়েবসাইট। ছবিগুলি পছন্দ হলে খুব সহজেই আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা ।
গেন্দা ফুলের ছবি, পিকচার ডাউনলোড
গাঁদা ফুলকে গেন্দা ফুল হিসেবে ও অভিহিত করা হয়। মূলত শীতকালেই এই ফুল ফুটতে দেখা যায়। সরস্বতী পুজোর সময় তাই গাঁদা ফুল দিয়ে দেবীর আরাধনা করা হয়। আজকে আমরা আমাদের ওয়েবসাইটে গেন্দা ফুলের ছবি ও পিকচার এর এক অনবদ্য কালেকশন নিয়ে এসেছি। আপনারা কেবলমাত্র একটি ক্লিক এই ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
গাঁদা ফুলের আঁকা ছবি
অনেকেই আছেন যারা ইন্টারনেট থেকে গাঁদা ফুলের আঁকা ছবি ডাউনলোড করতে পছন্দ করেন। আপনাদের সেই চাহিদার কথা মাথায় রেখে আমরাও হাতে আঁকা গাঁদা ফুলের বিশিষ্ট কিছু ছবি আমাদের ওয়েবসাইটে পোস্ট করেছি। আশা করি ছবিগুলো আপনাদের পছন্দসই হবে।
গাঁদা ফুলের পিকচার ডাউনলোড
ফুলপ্রেমী মানুষ যারা ইন্টারনেটে বিভিন্ন ফুলের সন্ধান করে থাকেন বিশেষত গাঁদা ফুলের, তাদের বলবো একবার আমাদের ওয়েবসাইটের ফটো গ্যালারিতে এসে দেখুন। আপনার পছন্দসই গাঁদা ফুলটি পেয়ে যাবেন এবং ডাউনলোডও করে নিতে পারবেন খুব সহজেই।
পরিশেষে
গাঁদা ফুলের ছবি সংক্রান্ত আমাদের আজকের প্রতিবেদনটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে তবে খুব সহজেই ডাউনলোড করে নিন এবং অবশ্যই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ও বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন।