অলংকার শুধু নারীর ভূষণই না ইদানিং হাল ফ্যাশনের যুগে পুরুষেরাও এর সদ্ব্যবহার করছে। গলার হার যেমন নারীদের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে তেমন অনেক পুরুষেরা ও সমানতালে নতুন এই ট্রেন্ড এ গা ভাসিয়ে নিজের অ্যাটিচিউডকে এক অন্য মাত্রা দিতে গলার হার পরিধান করে থাকেন। আমাদের আজকের এই পোস্ট গলার হারের কিছু এক্সক্লুসিভ ছবি নিয়ে।
গলার হারের বিভিন্নতা
বহু যুগ ধরে গলার হার পরা ভারতীয়দের এক অবিচ্ছেদ। ঐতিহ্য। কিছু গলার হারের নাম এখানে উল্লেখ করা হলো:
গলার অলংকার : অর্ধহার ইন্দ্রচ্ছদ, একনরী, একাবলী, কণ্ঠী, গোটহার, গোপহার, গোস্তন, গুঞ্জহার, গুঞ্জমালা, গেবেয়ক, চন্দ্রহার, চারনবী, চেইন, চেইনহার, চিক, টানানথ, পদক, পাটিহার, পাঁচনরী, পঞ্চলহরি, পুঁতি, পুঁতিরমালা, প্রালম্ব, প্রালম্বক, প্রলম্বিকা, প্রেনডেন্ট, কুলোহার, বিম্বকি, বিছেহার, মঙ্গলসূত্র, মধ্যমণি, মালা, মতিহার, দমাহার, দড়াহার, ধুকধুকি, নেকলেস, রশ্মিকল্প, লকেট, শেলি, সাতনরী, সীতাহার, স্রক, হাঁসুলি, হেঁসোহার ইত্যাদি।
বিভিন্ন ধাতুর তৈরি গলার হার
সোনা,রুপা, ডায়মন্ড ছাড়াও আজকাল বিভিন্ন ধরনের ধাতুর তৈরি গলার হার বাজারে উপলব্ধ; যেমন ব্ল্যাক পলিশ এর গলার হার, ব্ল্যাক পলিশের চোকার, অক্সিডাইজড গলার হার, মাটির তৈরি বা ডোকরার গলার হার ইত্যাদি।
কন্ঠহারের ডিজাইন:
কন্ঠহার বা নেকলেস যেকোনো ঐতিহ্যমন্ডিত বা ঘরোয়া কোন অনুষ্ঠানে পরিধান করে হয়ে থাকে।
সীতাহারের ডিজাইন:
সীতাহার, কন্ঠহার বা নেকলেসের মতো একই ট্রেডিশনাল গহনা। বিয়ের অনুষ্ঠানে বা যে কোন যাঁকজমকপূর্ণ আপনার সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলবে
সিম্পল হারের ডিজাইন:
অনেকেই আছেন যারা খুব সাধারণ বা সিম্পল হারের ডিজাইন ই পছন্দ করেন এবং তাতেই তারা স্বাচ্ছন্দ। পরিবেশন করা হলো এমনই কিছু সিম্পল হারে র ডিজাইন সমূহ।
চিক হারের ডিজাইন:
কন্ঠহার হিসাবেই অধিক সু পরিচিত, চিক একটি আঁটসাঁট-ফিট করা ছড়ানো সোনার নেকলেস যেটি প্রতিটি বাঙালি বিয়ের কনেরা পরিধান করে থাকে৷ বাঙালি মহিলারা এই অলংকারটি দুর্গাপূজার মত বিশেষ অনুষ্ঠানেও পরে থাকে৷
সোনার হারের ডিজাইন ও দাম:
সোনার হারের ঐতিহ্যকে আজ পর্যন্ত কেউ মাত দিতে পারেনি। ইদানিং সোনার হারের আকাশ ছোঁয়া মূল্যের জন্য অনেকেই এটি কেনা থেকে বিরত থাকেন। তবে এখানে পরিবেশন করা হলো এমন কিছু সোনার হারের ডিজাইন এর ছবি ও তার মূল্য যা আপনার হাতের নাগালেই।
এক ভরি সোনার হারের ডিজাইন:
বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়ার জন্য অনেকেই এক ভরি সোনার হারের তলব করে থাকেন। এখানে মূল্যসহ সেরকমই কিছু সোনার হারের ছবি পরিবেশন করা হলো।
চেন হারের ডিজাইন:
চেন হারের ডিজাইন ও এর চাহিদা এখন বাজারে সব থেকে তুঙ্গে। স্বল্প মূল্য ও স্লিক ডিজাইনের এই হার গুলির ছবি নিচে পরিবেশন করা হলো
গলার হারের নতুন ডিজাইন:
ফ্যাশন দুরস্ত মানুষেরা প্রত্যেকদিনই অলংকারের নতুন নতুন ডিজাইন খুঁজে থাকেন বিভিন্ন ওয়েবসাইটে। তাদের কথা মাথায় রেখেই এক্সক্লুসিভ কিছু ডিজাইনার হারের ছবি পরিবেশন করা হলো
পাথরের গলার হারের ডিজাইন:
পাথরের গলার হারের মাধুর্য্যটা যেন অন্য কোন গলার অলংকারের। থেকে একেবারেই স্বতন্ত্র। নিজেই দেখে নিন
ব্ল্যাক পলিশ চোকার:
ইদানিং বাজারে ব্ল্যাক পলিশের চল সর্বাধিক। কুর্তি, জিন্স ও যেকোনো আধুনিক পোশাকের সাথে এই অলংকারটি একেবারে মানানসই। তাই আজকালকার ট্রেন্ডি দুনিয়ার ক্রেতারা সকলে ব্ল্যাক পলিসের চোকার খুঁজে থাকেন।
সোনার নিউ নেকলেস ডিজাইন:
আসন্ন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এমন বর কনের কথা মাথায় রেখে পরিবেশন করা হল সোনার নিউ নেকলেস ডিজাইন এর কিছু নজরকাড়া ছবি।
সবশেষে, To conclude
উপরে বর্ণিত বিভিন্ন হারের ডিজাইন ও তার প্রকারভেদ, মূল্য এবং তার ছবি আশা করি আপনাদের মনের মতন হয়েছে। উপরের ছবিগুলি থেকে নিজের পছন্দসই হারের ডিজাইন টা এখন অতি সহজেই বেছে নিতে পারবেন