রামধনু হলো প্রকৃতির এক অনির্বাচনীয় সৃষ্টি। সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে রামধনু দেখা যায় যেখানে সাতটি রঙের পরিলক্ষিত হয়। দেখতে রামের ধনুকের মতো বাঁকা হওয়ায় এটির নাম রামধনু। আজ তাই রামধনুর কিছু অনিন্দ্য সুন্দর ছবি নিয়ে এসেছি আমরা এই প্রতিবেদনে যা আপনাদের কাছে উজাড় করে পরিবেশন করব।
রংধনু hd ওয়ালপেপার
প্রকৃতির শোভা সব সময়ই ও সব পরিস্থিতিতেই মানুষের মন মুগ্ধ করে এসেছে। এক্ষেত্রে রামধনুর ছবি ভালোলাগার দিক থেকে সবার প্রথমে স্থান নেয়। আমাদের ছবির ভান্ডারে অসংখ্য সুন্দর কিছু রামধনুর ছবি পোস্ট করা আছে। নিজের পছন্দ মত একটি ছবি বেছে খুব সহজেই সেটিকে নিজের ওয়ালপেপার করে নিতে পারবেন।
সাত রঙের রংধনু চিত্র
সাত রঙের রংধনুর চিত্র খুঁজছেন? অন্য কোথাও না গিয়ে চলে আসুন আমাদের ওয়েবসাইটে আর ডাউনলোড করে নিন আপনার নিজের মনের মতন ছবিটি ।
রংধনুর ছবি ও পিকচার ডাউনলোড
আমাদের ছবির ভান্ডারে এমন সুন্দর সব রংধনুর ছবি আছে যা আপনার মনে আলোড়ন সৃষ্টি করতে বাধ্য। সেরকম কিছু ছবির মধ্যে থেকে বেছে নিন আপনার পছন্দসই সব থেকে প্রিয় ছবিটি আর করে নিন কেবলমাত্র একটি ক্লিকে ডাউনলোড আর সেটাও সম্পূর্ণ বিনামূল্যে।
রংধনুর সাত রং এবং নাম
রংধনুর সাতটি রং হোলো বেগুনী, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল; এই রংগুলোকে তাদের আদ্যক্ষর নিয়ে সংক্ষেপে বলা হয়: বেনীআসহকলা। আমাদের ফটো গ্যালারীতে পেয়ে যাবেন সাতরঙা রামধনুর চমকপ্রদ কিছু মন ভোলানো ছবি।
পরিশেষে
রামধনুর এই হাজারো মন কাড়া ছবি আশা করি আপনাদের আকৃষ্ট করতে পেরেছে। ছবিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় ও নিজের বন্ধু মহলে শেয়ার করে নিতে ভুলবেন না।