ব্যঞ্জনবর্ণ হচ্ছে এমন কিছু বর্ণ যারা অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। বিশ্বের প্রতিটি ভাষাতেই এধরনের কিছু বর্ণ রয়েছে। বাংলা ভাষার ৩৯টি ব্যঞ্জনবর্ণ আছে। এগুলো হচ্ছে— ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ। ইংরেজি বর্ণমালায় 21টি ব্যঞ্জনবর্ণ রয়েছে: B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z । অনেকেই অনলাইনে ব্যঞ্জনবর্ণ ছবি খোঁজ করে থাকেন। তাদের কথা মাথায় রেখে Okbangla ‘র ফটো কালেকশন গ্যালারীতে আমরা ব্যঞ্জনবর্ণ ছবি তুলে ধরেছি।
বাংলা ব্যঞ্জনবর্ণ ছবি
যেসব বর্ণ উচ্চারিত হওয়ার সময় মুখগহ্বরের কোথাও না-কোথাও বাধাপ্রাপ্ত হয় তাদের বলা হয় ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণগুলো উচ্চারিত হতে অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয়; এরা অন্যান্য বর্ণের সাহায্যে (মূলতঃ স্বরবর্ণের) উচ্চারিত হয়ে থাকে। যারা অনলাইনে বাংলা ব্যঞ্জনবর্ণ ছবি খোঁজ করছিলেন তারা আমাদের ওয়েবসাইটে প্রকাশিত ফটো কালেকশন থেকে ছবিগুলো বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।















ব্যঞ্জনবর্ণ ছবি আঁকা
অনেকে অনলাইনে ব্যঞ্জনবর্ণ ছবি আঁকা খোঁজ করে থাকেন। তাদের উদ্দেশ্যে আমাদের এই ফটো কালেকশনে কিছু ছবি তুলে ধরেছি। এই ছবিগুলো আপনারা ফ্রী ডাউনলোড করে নিতে পারবেন।















স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ ছবি
যেসব বাংলা বর্ণ উচ্চারিত হওয়ার সময় মুখগহ্বরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাদের বলা হয় বাংলা স্বরবর্ণ। স্বরবর্ণগুলো উচ্চারিত হতে অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না; বরং এরা অন্যান্য বর্ণকে (মূলতঃ ব্যঞ্জনবর্ণকে) উচ্চারিত হতে সাহায্য করে থাকে। অন্যদিকে ব্যঞ্জনবর্ণ হল এমন একটি ধ্বনি যা জিহ্বা, দাঁত বা ঠোঁট দ্বারা কোনোভাবে অবরুদ্ধ হয়। যারা অনলাইনে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ ছবি খোঁজ করছিলেন তারা আমাদের ওয়েবসাইট থেকে নিজের পছন্দের পিক ডাউনলোড করে নিতে পারেন।















ব্যঞ্জনবর্ণ ছবি HD
আজকের এই ফটো কালেকশনে আমরা ব্যঞ্জনবর্ণ এর বেশ কিছু HD কোয়ালিটির উৎকৃষ্ট মানের ছবি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা চাইলে এই ছবিগুলো থেকে নিজের পছন্দের পিক ডাউনলোড করে নিতে পারেন।


























শেষ কথা :
আমাদের আজকের এই ফটো কালেকশনে আমরা বিভিন্ন ব্যঞ্জনবর্ণের বেশ কিছু এইচডি কোয়ালিটির উৎকৃষ্ট মানের ছবি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা চাইলে আমাদের ফটো গ্যালারি থেকে ছবিগুলো বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।