বন্ধু নিয়ে লেখা কিছু কবিতা, Poems written about friends in Bengali


বন্ধু শব্দটি যতবারই আমরা শুনি ততবারই আমাদের মধ্যে অন্যরকম অনুভূতি জাগে। বন্ধুরা ছোটবেলা থেকেই আমাদের জীবনে অনেক অবদান রেখেছে। যাইহোক, সময়ের সাথে সাথে আমরা বিভিন্ন সূত্রে নতুন বন্ধুদের সাথে পরিচিত হই। কিন্তু আমাদের জীবনে যতই নতুন বন্ধু আসুক না কেন, আমরা পুরোনো বন্ধুদের এক মুহূর্তের জন্যও ভুলি না।

এই পৃথিবীতে বন্ধুত্বের চেয়ে সুন্দর সম্পর্ক আর নেই। বন্ধুত্ব সুখ, দুঃখ এবং আবেগের সমন্বয়। বন্ধুরা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা শব্দ কখনও প্রকাশ করতে পারে না।

অনেকে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলোকে কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেন। তাই বন্ধুদের কথা স্মরণ করতে গিয়ে অনলাইনে বন্ধু নিয়ে লেখা কবিতা খোঁজ করে থাকেন। তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই প্রতিবেদন।

বন্ধু নিয়ে লেখা বিখ্যাত কবিদের কিছু কবিতা, Some poems written by famous poets about friends :

বন্ধু
- সুনীল গঙ্গোপাধ্যায়

বন্ধু
– সুনীল গঙ্গোপাধ্যায়

আমার কিছু বন্ধু আছে।
ভালো মন্দ পাঁচমিশালী নানারকম খামখেয়ালী
রোগা মোটা অসীমবলী আমার কিছু বন্ধু আছে।
তাদের মনে ছন্দ আছে ভালবাসার গন্ধ আছে
রোজনামচার ধন্ধ আছে আমার কিছু বন্ধু আছে।
 তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে স্বপ্নে অলীক প্রলাপ
আছে বাক্যে হাসির আলাপ
আছে আমার কিছু বন্ধু আছে।
শুনলে কথা কান জ্বলে যায়
হাসলে পেটের খিল খুলে যায়
থাকলে এরা মন ভরে যায়
আমার কিছু বন্ধু আছে।

দুই বন্ধু
– রবীন্দ্রনাথ ঠাকুর

মূঢ় পশু ভাষাহীন নির্বাহৃদয়,
তার সাথে মানবের কোথা পরিচয়!
কোন্ আদি স্বর্গলোকে সৃষ্টির প্রভাতে
হৃদয়ে হৃদয়ে যেন নিত্য যাতায়াতে
পথচিহ্ন পড়ে গেছে, আজো চিরদিনে
লুপ্ত হয় নাই তাহা, তাই দোঁহে চিনে।
সেদিনের আত্মীয়তা গেছে বহুদূরে;
তবুও সহসা কোন কথাহীন সুরে
পরানে জাগিয়া উঠে ক্ষীণ পূর্বস্মৃতি,
অন্তরে উচ্ছলি উঠে সুধাময়ী প্রীতি,
মুগ্ধ মূঢ় স্নিগ্ধ চোখে পশু চাহে মুখে-
মানুষ তাহারে হেরে স্নেহের কৌতুকে।
যেন দুই ছদ্মবেশে দু বন্ধুর মেলা-
তার পরে দুই জীবে অপরূপ খেলা।
দূরের বন্ধু
- কাজী নজরুল ইসলাম

দূরের বন্ধু
– কাজী নজরুল ইসলাম

বন্ধু আমার! থেকে থেকে কোন্ সুদূরের বিজন পুরে
ডাক দিয়ে যাও ব্যথার সুরে?
আমার অনেক দুখের পথের বাসা বারে বারে ঝড়ে উড়ে,
ঘর-ছাড়া তাই বেড়াই ঘুরে।।
তোমার বাঁশীর উদাস কাঁদন শিথিল করে সকল বাঁধন
কাজ হ’ল তাই পথিক সাধন,
খুঁজে ফেরা পথ-বঁধরে, ঘুরে’ ঘুরে’ দূরে দূরে।।
হে মোর প্রিয়! তোমার বুকে একটুকুতেই হিংসা জাগে,
 তাই তো পথে হয় না থামা-তোমার ব্যথা বক্ষে লাগে!
বাঁধতে বাসা পথের পাশে
তোমার চোখে কান্না আসে উত্তরী বায় ভেজা ঘাসে
শ্বাস ওঠে আর নয়ন বুঝে,
বন্ধু, তোমার সুরে সুরে।।

বন্ধুদের স্মৃতি নিয়ে লেখা কবিতা, Poems written about the memories of friends :

প্রিয় বন্ধুর স্মৃতি

প্রিয় বন্ধুর স্মৃতি
 – মধুসূদন লোহার

হয়তো একদিন তোকে ভুলেই যাবো
হয়তো আর কোনো দিন তোকে মনে পড়বে না !
মনে করতে পারবো না তোর মুখ, চোখ,
তোর স্মৃতি ভুলে যাবো
তোর কণ্ঠস্বর হয়তো ভুলে যাবো !
আজ কতদিন হয়ে গেলো তুই ফোন করিস নে–
কতদিন হয়ে গেল কোনো কথাবার্তা নেই!
আর আমিও ভাবি তুই কেমন আছিস কোথায় আছিস?
আমি তো চাইলেই তোর সাথে যোগাযোগ করতে পারি না
তাই হয়তো একদিন ভুলেই যাবো
এখনো বন্ধুদের মধ্যে তোর জায়গাটা খালি রাখি
এখনো কথায় কথায় তোর কথা চলে আসে
তখন মনেই পড়ে না তুই নেই
মনে হয় আজ আসিস নি কাল আসবি হয়তো।
একদিন হয়তো ভুলে যাবো
যেদিন বন্ধু শব্দটা পৃথিবী ভুলে যাবে
আর ভুলে যাবো আমি
সেই দিন হয়তো তোকে ভুলেই যাবো।
ভালো থাকিস বন্ধু।

বন্ধুত্ব
– দীপ্তি রায়

বন্ধু হয়ে এলে তুমি বন্ধু হয়েই থেকো,
বন্ধু তুমি “বন্ধু” নামের মর্যাদাটা রেখো।
সাক্ষাতেতে পাইনি তোমায় কবিতায় পেয়েছি,
অনুভবে বন্ধু তোমায় আমি ভালোবেসেছি।
কোন সুদুরে থাকো বন্ধু কোন অজানা দেশে,
মনের মাঝে দেখি তোমায় শুধু ভালোবেসে।
রয়েছো তুমি দূর দেশে ভালোবেসে কাছে এসে,
দূর হয়েও নয় যেন দূর তুমি বন্ধু থাকো পাশে।
দূর থেকে পরিচয় বন্ধু দেখিনি তোমায় চোখে,
কবিতায় কবিতায় হলো পরিচয় কবিতা লেখে।
 বন্ধুত্বের পরিচয় হয় কি কবিতায় কবিতার থেকে,
তাই কবিতায় হলো পরিচয় ভিন দেশ দেখে।
বন্ধুত্ব হয় জানি মনের মিল হলে কথায় কথায়,
 কিংবা হঠাৎ পথের দেখা কিংবা কবিতা লেখায়।
 অথবা মনের মিলন যেথায় কবিতায় কবিতায়।
হঠাৎ তুমি এলে বন্ধু মন্তব্যে কবিতার পাতায়।
জানিনা কিভাবে কি করে তুমি বন্ধু হয়ে গেলে,
ভেবে ভেবে না পাই হদিস কোন ক্ষণে তুমি এলে।
এসো বন্ধু থাকো পাশে দূরে থেকেও কাছে মিলে,
বন্ধুত্ব হয়রে ভাই মনের মতের মিল হলে।
বন্ধু মানে নাড়ীর বন্ধন নয় হৃদয়ের স্পন্দন,
আন্তরিকতা ভালোবাসায় আসে হৃদয়ের চেতন।
বন্ধুত্বের ভালোবাসায় যদি হয় মনের ছন্দ পতন,
তবে সেথায় থাকে নাকো বন্ধুত্বের হৃদয়ের আলিঙ্গন।

বন্ধু দেখা হবে
– মোশাররফ শরিফ

বন্ধু দেখা হবে-কবিতায়,
কথা হবে-শুভ কামনায়,
যন্ত্রনার যাতাকলে পিষ্ট,নিঃস্ব
আকাঙ্ক্ষার আকাশ ভরা চোরাবালি
অহোরাত অনিদ্রার সুবহে সাদিক
উৎকৃষ্ট মানব মানবী সুর্যোদয়ে সুর্যস্নানে
ধুয়ে মুছে সব অজ্ঞতার অন্ধকার,
পাপ-শাপ অগোচরে অফলা সম্ভোগ।
পৃথিবীর কান্নাহাসি, পুত পান্ডুলিপি
রয়ে যায় দীর্ঘকাল মৃত্যুর ওপার।
বন্ধু দেখা হবে- কথা হবে শব্দহীন,
নিকষপাথরে ঘষা সত্য-সুখ মোড়া
অলিন্দ নিলয় জুড়ে জীবনের খেয়া
সারি সারি পদচিহ্ন তাথৈ তাথৈ নাচে।
পিচ্ছিল পাথরে অবশ পদযুগল
বিপদ সংকুল, প্রেমের শুকানো সুখ
বৃষ্টির বন্যার জলে ফুলে ফুলে সাজে
বাড়ির উঠোন জুড়ে একরাশ রোদ
ছাদছুঁয়ে মেঘের আড়ালে বাঁকা চাঁদ
এসো হোক সংসার-সংস্কৃতি-সহবাস।
 

বন্ধু হয়েই থাকো
– শ্রীজাত

মিথ্যে কথায় কাজ যদি হয়, সত্যি তবু বলো
আগুন যদি বাঁচায়, তবু জলের কাছেই চলো।
ভয় দেখালেই কেউ বোঝে,
তাও শান্ত ভাষায় বোঝাও
না খুঁজলে তো চলেই, তবু বন্ধ না হোক খোঁজাও।
ঝগড়াঝাটির ইচ্ছে? বরং চুপটি করে বোসো
দোষ দিলে তো সাত খুনও মা। দিও না তাও দোষও।
না ডাকলে কার কী যায় আসে,
তাও তুমি আজ ডাকো।
শত্তুরে তো ভরেই গেছে। বন্ধু হয়ে থাকো।

বন্ধু তুমি
– চিত্ত রঞ্জন সরকার

বন্ধু তুমি যেথায় থাকো সুখে থেকো তুমি;
তুমি সুখে থাকলে পরেই সুখ পাবো আমি।
বন্ধু যে ওই পরম আত্মীয় আত্মায় থাকে মিশে;
ভালোবাসার অমৃত ধারায় সিক্ত হই শেষে।
সারা জীবন রাখবো বেঁধে বুকের মাঝে তোরে;
 যাবার বেলায় ডাকবো আমি হয়তো বেহুশ ঘোরে।
 

বন্ধু নিয়ে লেখা কবিতা, Poems written about friends :

বন্ধু তোমায় নিয়ে,
ভাসবো সুখের সাগরে।

বন্ধু তোমায় নিয়ে

বন্ধু তোমায় নিয়ে,
ভাসবো সুখের সাগরে।
ছোট্ট একটি নীড়ে,
হাজারো স্বপ্নের ভিড়ে।
তুমি আর আমি একসাথে,
সারা জীবন থাকবো পাশে।
একরাশ স্বপ্নের হাতছানি,
হাজারো কষ্টের একটাই বাণী।
বন্ধু তোমায় নিয়ে,
অনেক দূরের পথে এগিয়ে।
মুছবে না কোন হাসি।
তবুও তোমাকে ভালোবাসি।
সুখের নদীর স্রোতে,
এক রাতের নিঝুম নিভৃতে।
দুজনে নৌকায় বসে,
হাজারো স্বপ্নেরা ভাসে।
বন্ধু তোমায় নিয়ে,
আকাশের সৌন্দর্য বেয়ে।
দুজনে ভাসতে ইচ্ছে করে,
নীল আকাশের তরে।
ত্রিভুবনের সুখের নিড়ে,
দুজনের ভালোবাসার ভিড়ে।
কতইনা স্বপ্নের ছায়া,
তোমার চোখে ভালোবাসার মায়া।
বন্ধু তোমায় নিয়ে,
রুমঝুম বৃষ্টিতে ভিজতে গিয়ে।
মনের সকল কষ্ট কে মুছে।
তোমার দিকেই হাত বাড়িয়ে দিয়েছি।

বন্ধু নিয়ে লেখা ছন্দ, Short Poems written about friends :

বন্ধু নিয়ে লেখা ছন্দ

ঘুম জড়ানো অলস চোখে
আলোর ঝিলিমিলি
বন্ধু আমার, তুই এতদিন কোন আড়ালে ছিলি?
নিরেট দেয়াল দেয় পাহারা আঁধার করিডোর,
 যায় না দেখা, আমার হাতে হাতটা জানি তোর।
 পথ হারিয়ে ক্লান্ত যখন, পথ খুঁজি না আর,
তুই আমাকে বললি, “দেখি, ছোট্ তো আরেকবার!”
ইচ্ছেগুলো জানায় যখন লাগামছাড়া দাবি,
চোখ রাঙিয়ে পরক্ষণেই বন্ধু, তোকে ভাবি।
ফুল, পাখি আর সবুজ পাতা সব হারিয়ে যাক,
 বন্ধুরে, তুই যেমন আছিস, ঠিক তেমনই থাক …

বন্ধু তুমি একা হলে
আমায় দিও ডাক,
গল্প করবো তোমার সাথে
আমি সারা রাত,
তুমি যদি কষ্ট পাও,
আমায় দিও ভাগ,
তোমার কষ্ট শেয়ার করব,
হাতে রেখে হাত।

বন্ধু তুমি আপন হয়ে,
বাধলে বুকে ঘর।
কষ্ট পাব আমায় যদি,
করে দাও পর।
সুখের নদী হয়না যেন
দুঃখের বালু চর।
সব সময় নিও বন্ধু তুমি
আমার খবর..!

বন্ধু তুমি বাঁধাও বন্ধুত্ব
বিন্দু মাত্র আশায়,
চেয়ে দেখো এখনি পাবে
এক সিন্দুক ভালবাসায়।
বন্ধু থাকো হৃদয় গহীনে
বেঁচে থাকো পরজনম,
সুখে রবে অনন্তর মিশে
পাশে রবেও প্রতিক্ষণ।
বন্ধু দেখা হবে,

ভালোলাগে স্বপ্নের মায়াজাল বুনতে
ভালোলাগে ওই আকাশের তারা গুনতে
ভালোলাগে মেঘলা দিনে নিস্পলকে
রামধনু খুঁজতে
বন্ধু, বন্ধু।।

যদি বন্ধু হও, যদি বাড়াও হাত
জেনো থামবে ঝড় মুছে যাবে এই রাত,
হাসি মুখ তুলে, অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই, সুপ্রভাত।

জানি আসবে তুমি ঝড় হয়ে,
না-জানি কত কতই আশা নিয়ে।
জানি যাবে চলে ফিরে ফিরে,
আমি পাশে থেকে একটু দুরে।
বন্ধু দেখা হবে,বন্ধু দেখা হবে।

শেষ কথা, Conclusion :

স্কুল-বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে কাটানো স্মৃতি আজও আমাদের কাছে প্রিয়। বলাই বাহুল্য যে বন্ধুদের সাথে কাটানো সময় সবসময়ই মধুর স্মৃতি হয়ে মনে জায়গা করে নেয়। একজন বন্ধু শুধু মজা করার বা আড্ডা দেওয়ার জায়গা নয়, যেখানে আমরা আমাদের সুখ, দুঃখ এবং স্বপ্ন শেয়ার করতে পারি। আশা করি উপরে উল্লেখিত বন্ধু নিয়ে লেখা কবিতাগুলোর আপনাদের মনোগ্রাহী হয়েছে।

RIma Sinha

Rima Sinha is a professional journalist and writer with a strong academic background in media and communication. She holds a Bachelor of Arts from Tripura University and a Master’s degree in Journalism and Mass Communication from Chandigarh University. With experience in reporting, feature writing, and digital content creation, Rima focuses on delivering accurate and engaging news stories to Bengali readers. Her commitment to ethical journalism and storytelling makes her a trusted voice in the field.

Recent Posts