আলু শুধু রান্নায় নয়, রূপচর্চায় ও অদ্বিতীয়।

আলু শুধু রান্নায় নয়, রূপচর্চায় ও অদ্বিতীয়

বেশিরভাগ রান্নাতেই আলু থাকলে রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তবে শুধু রান্নাতেই নয় রূপচর্চাতেও ভীষণ কার্যকরী সর্বগুণ সম্পন্ন আলু। মুখের দাগ  দূর করা হোক কিংবা ত্বক ও চুলের যত্ন নেওয়া, সবকিছুতেই আলুর বেশ কদর। আলুর মধ্যে রয়েছে পটাশিয়াম,ফাইবার,  খনিজ এবং ভিটামিন, যা আমাদের ত্বককে কোমল করে তোলে। রূপচর্চায় কিভাবে আলুকে কাজে লাগাবেন, জেনে নিন বিস্তারিত।  

চোখের নিচের ডার্ক সার্কেল দূর করার জন্য আলু থেতো করে চোখের নিচে লাগিয়ে রাখুন। কয়েকদিনের মধ্যেই পার্থক্য চোখে পড়বে।

আলু রূপচর্চায়
Pin it

চোখের ফোলা ভাব দূর করতে অনেকেই শসা কেটে চোখের উপর দিয়ে রাখেন৷ তবে এই কাজটা আলুর দ্বারাও সম্ভব। আলু পাতলা করে কেটে চোখের ওপর 10 মিনিট রেখে দেখুন,নিমেষেই কমবে চোখের ফোলাভাব।

আলু ছেঁচে তার রস বের করে লেবু এবং মধু সহ সারা মুখে মেখে 10 মিনিট রেখে দিন। কয়েক মাসের মধ্যে দূর হবে মুখের দাগ ছোপ এবং ব্রণ।

এছাড়াও আলু এবং শসা একসঙ্গে ব্লেন্ড করে সেই পেস্টটাক ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন।

একটি আলু ছেঁচে তার সঙ্গে গোলাপ জল, এক চামচ বেসন, এক টেবিল চামচ লেবুর রস এবং সামান্য মধু মিশিয়ে 15 মিনিট মুখে লাগিয়ে রাখলে মুখের ট্যান দূর হবে পাশাপাশি ত্বক উজ্জ্বল হবে।

আলু ছেঁচে রস বের করে চুলে লাগালে চুলের রুক্ষতা দূর হবে৷ এছাড়াও চুলকানি হলে কিংবা পোকা মাকড় কামড়ালে আলু কেটে লাগালে ব্যথা কমে যায়।

চুলের উজ্জ্বলতা বাড়াতে সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে ঠান্ডা করে শুষ্ক চুলে ঘষতে হবে।

চুলের উজ্জ্বলতা বাড়াতে সেদ্ধ আলু
Pin it

আলুর রস মাথার ত্বকে ম্যাসাজ করার পর সম্পূর্ণ চুলে লাগিয়ে ধুয়ে নিতে হবে। এর ফলে স্ক্যাল্প পরিষ্কার হবে এবং চুল সিল্কি হবে। 

আলু এবং পেঁয়াজের রস মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিতে হবে। কিছুদিনের মধ্যেই চুল পড়ার সমস্যা দূর হয়ে যাবে।

Recent Posts

link to নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি নামে পরিচিত সুভাষ চন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের...