রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী, Rajshahi to Dhaka train time schedule in Bengali

রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের অন্যতম মহানগরী রাজশাহীর মাঝে যাতায়ত করার জন্য বর্তমানে চারটি ট্রেন রয়েছে। এগুলো নিয়মিত যাতায়াত করে। তবে প্রতিটি ট্রেনের একটি সাপ্তাহিক ছুটি রয়েছে। অনেকেই রাজশাহী থেকে ঢাকা ট্রেনে যাতায়াত করতে গিয়ে অনলাইন ট্রেন সম্পর্কে বিভিন্ন তথ্য খোঁজ করে থাকেন। আজকের এই প্রতিবেদনে আমরা রাজশাহী থেকে ঢাকা যাওয়ার ট্রেনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

রাজশাহী রেলওয়ে স্টেশন, Rajshahi Railway Station :

রাজশাহী রেলওয়ে স্টেশন হল বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত একটি ব্যস্ততম স্টেশন। বলাই বাহুল্য যে ঢাকা এবং চট্টগ্রাম স্টেশনের পর এটি বাংলাদেশের আধুনিক, বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ একটি স্টেশন। বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের প্রধান দপ্তরটি রাজশাহী রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত। রেলওয়ে স্টেশনটি শহরের প্রধান স্টেশন এবং ঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইনের মাধ্যমে ঢাকার সাথে সংযোগ স্থাপন করে। অনেকের মতে দূর থেকে নাকি রাজশাহী রেলওয়ে স্টেশনটি খানিকটা পাখির মতো দেখতে লাগে। স্টেশনটি একটি ব্যস্ততম স্টেশন বলে এখানে যানবাহনের পার্কিং করার সুবিধা এবং স্টেশনের সামনে অনেকগুলি খাবারের দোকান আছে। তাই যাত্রীদের খাবারের কোন অসুবিধা না হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশন

রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী, Rajshahi to Dhaka Train Schedule :

রাজশাহী থেকে ঢাকা একাধিক ট্রেন যাতায়াত করে। বর্তমানে রাজশাহী থেকে  ঢাকার উদ্দেশ্যে মোট চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। আন্তঃনগর ট্রেনগুলোর নাম হচ্ছে ধুমকেতু এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস। আপনাদের সুবিধার্থে নিম্নে এই ট্রেনগুলোর নাম এবং সময়সূচী প্রকাশ করা হল :

ধুমকেতু এক্সপ্রেস :

  • রাজশাহী ছেড়ে যাওয়ার সময় : 11:20 PM
  • পৌঁছানোর সময় : 04:45 AM
  • সাপ্তাহিক বন্ধ : বৃহস্পতিবার

বনলতা এক্সপ্রেস :        

  • রাজশাহী ছেড়ে যাওয়ার সময় : 07:00 AM
  • পৌঁছানোর সময় : 11:30 AM
  • সাপ্তাহিক বন্ধ : শুক্রবার

সিল্কসিটি এক্সপ্রেস :

  • রাজশাহী ছেড়ে যাওয়ার সময় : 07:40 AM
  • পৌঁছানোর সময় : 01:30 PM
  • সাপ্তাহিক বন্ধ : রবিবার

পদ্মা এক্সপ্রেস :

  • রাজশাহী ছেড়ে যাওয়ার সময় : 04:00 PM
  • পৌঁছানোর সময় : 09:40 PM
  • সাপ্তাহিক বন্ধ : মঙ্গলবার

রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন ভাড়া, Rajshahi to Dhaka train fare :

রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী-২০২৪

 রাজশাহী থেকে ঢাকা ট্রেনের মাধ্যমে চলাচল করার জন্য বাংলাদেশ রেল মন্ত্রণালয় সকল শ্রেণীর মানুষের জন্য ন্যায্য মূল্যে ট্রেনের ভাড়া নির্ধারণ করেছে।

রাজশাহী থেকে  ঢাকার উদ্দেশ্যে তিনটি আন্তঃনগর ট্রেনের পাশাপাশি একটি নন স্টপ ট্রেন চলাচল করে। নন স্টপ ট্রেনটির নাম হল বনলতা এক্সপ্রেস।

বর্তমানে ঢাকাগামী ট্রেনগুলোর মধ্যে রাজশাহীবাসীর কাছে সবচাইতে জনপ্রিয় ট্রেন হচ্ছে উক্ত বনলতা এক্সপ্রেস। নিম্নলিখিত ভাড়ার তালিকা থেকে আপনারা রাজশাহী থেকে  ঢাকার ভাড়া দেখে নিতে পারেন।

আসন শ্রেণী হিসেবে রাজশাহী টু ঢাকা যাওয়ার ট্রেনগুলোর টিকিটের মূল্য :

  • শোভন চেয়ার : ৩৭৫ টাকা
  • স্নিগ্ধা : ৬৫৬ টাকা
  • এসি সিট : ৭৮২ টাকা
  • এসি বার্থ : ১১৭৩ টাকা

 অনলাইন বা টিকিট কাউন্টার থেকে যখন ট্রেনে যাত্রা করার জন্য টিকিট ক্রয় করবেন তখন আপনার টিকেট ট্রেনের সময়সূচী দেওয়া থাকবে।  

রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন সম্পর্কে কিছু তথ্য, Some information about Rajshahi to Dhaka trains :

বেশিরভাগ মানুষ ট্রেনে যাত্রা করতে পছন্দ করেন। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য সুবিধাজনক তথা পছন্দনীয় মাধ্যম হল ট্রেন।

বাংলাদেশের রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্যও অনেকেই ট্রেন যাত্রা পছন্দ করেন। তাই তো বিভিন্ন কাজে অথবা ভ্রমণের জন্য রোজ বহুযাত্রী ট্রেনে করে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। নিম্নে রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

বনলতা এক্সপ্রেস :

বনলতা এক্সপ্রেস

রাজশাহী থেকে ঢাকাগামী দিনের প্রথম ট্রেন হল বনলতা এক্সপ্রেস। এটাই ব্রডগেজের প্রথম এবং একমাত্র বিরতিহীন ট্রেন। এটি বিরতিহীন ট্রেন বলেই বেশ গতিময়। ২০১৯ সালে এই তিন চালু হয়।

রাজশাহী থেকে এই ট্রেন সরাসরি ঢাকা পৌঁছে দেয়, মাঝে কোনো বিরতি নেয় না। ট্রেনটি চাপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করে, সেখান থেকে ছাড়ে সকাল 6:00 টা তে, তারপর রাজশাহী পৌঁছায় সকাল৬:৫০ এ, ১০ মিনিট এর বিরতি দিয়ে রাজশাহী থেকে ছাড়ে সকাল 7:00টা তে এবং ঢাকা পৌঁছায় সকাল ১১:৩০ এ। এই ট্রেনে করে রাজশাহী থেকে ঢাকার যাত্রায় সময় লাগে ৪ ঘন্টা ৩০ মিনিট।

ভাড়া বা টিকেটের মূল্য কথা বলতে গেলে, বনলতা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী থেকে ঢাকা ৮৬৫ টাকা (এসিএস) ৭৩৫ টাকা (স্নিগ্ধা) ৩৭৫ টাকা (শোভন চেয়ার)।

সিল্কসিটি এক্সপ্রেস :

সিল্কসিটি এক্সপ্রেস

রাজশাহী থেকে ঢাকাগামী দ্বিতীয় ট্রেন হল সিল্কসিটি এক্সপ্রেস। এটি বিলাসবহুল ও অত্যাধুনিক আন্তঃনগর ট্রেন। ২০০৩ সালের ১৪ই আগষ্ট ট্রেনটি চালু হয়।

সিল্কসিটি এক্সপ্রেস ভারত থেকে আমদানিকৃত অত্যাধুনিক বিলাসবহুল এলএইচবি কোচ নিয়ে চলাচল করত, কিন্তু বর্তমানে ট্রেনটি নতুন চাইনিজ কোচে চলাচল শুরু করেছে। উক্ত ট্রেন রাজশাহী থেকে ছাড়ে সকাল 7:40 মিনিটে এবং ঢাকা পৌঁছায় ১:৩০ মিনিটে। এই ট্রেনে করে যাত্রা করতে সময় লাগে ০৬ ঘন্টা।

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশনগুলো হল :

  • রাজশাহী
  • আব্দুলপুর
  • ঈশ্বরদী বাইপাস
  • চাটমোহর
  • বড়াল ব্রিজ
  • উল্লাপাড়া
  • জামতলী
  • এম মনসুর আলী
  • বিবি সেতু ইস্ট
  • টাঙ্গাইল
  • মির্জাপুর
  • জয়দেবপুর
  • ঢাকা

পদ্মা এক্সপ্রেস :

পদ্মা এক্সপ্রেস

রাজশাহী থেকে ঢাকাগামী দিনের তৃতীয় ট্রেন হিসেবে চলাচল করে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস। এই ট্রেনের সময় বিকালে। এটি একটি বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। ২০০৬ সালে এই তিন চালু হয়।

বর্তমানে পদ্মা এক্সপ্রেস চীন থেকে সদ্য আমদানিকৃত অত্যাধুনিক বিলাসবহুল CRRC কোচ দিয়ে চলাচল করে। উক্ত ট্রেন রাজশাহী থেকে ছাড়ে বিকাল ৪:০০ টায় এবং ঢাকা পৌঁছায় রাত 9 ট ৪০ এ। সেই হিসেবে এই ট্রেনে করে ঢাকায় যাত্রার সময় ৫ ঘন্টা ৪০ মিনিট।

পদ্মা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশনগুলো হল :

  • রাজশাহী
  • সারদা রোড
  • আব্দুলপুর
  • ঈশ্বরদী বাইপাস
  • চাটমোহর
  • বড়াল ব্রিজ
  • উল্লাপাড়া
  • এম মনসুর আলী
  • বিবি সেতু ইস্ট
  • টাঙ্গাইল
  • জয়দেবপুর
  • ঢাকা

ধুমকেতু এক্সপ্রেস :

ধুমকেতু এক্সপ্রেস

ধুমকেতু এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তঃনগর ট্রেনসমূহের মাঝে অন্যতম একটি ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের অন্যতম মহানগরী রাজশাহীর মাঝে যাতায়ত করে। এটি একটি বিলাসবহুল আন্তঃনগর ট্রেন।

২০০৭ সালে ট্রেনটি চালু হয়। ২০১৬ সালের ১৪ নভেম্বর ট্রেনটিকে ভারতীয় এলএইচবি কোচ দেওয়া হয়। ২০২৩ সাল থেকে ট্রেনটি নতুন চাইনিজ CRRC কোচে চলাচল শুরু করেছে।

ধুমকেতু এক্সপ্রেস হল রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য দিনের শেষ ট্রেন। আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস এটি রাতে যাতায়াত করে। উক্ত ট্রেন রাজশাহী থেকে ছাড়ে রাত ১১:২০ তে এবং ঢাকা পৌঁছায় ভোর ৪টা ৪৫ তে। ধুমকেতু এক্সপ্রেস এর মাধ্যমে রাজশাহী থেকে ঢাকার যাত্রা সময় প্রায় ৫ ঘন্টা ৩০ মিনিট।

 ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে বিরতি স্টেশনগুলো হল :

  • রাজশাহী
  • আড়ানি
  • আব্দুলপুর
  • চাটমোহর
  • বড়াল ব্রিজ
  • এম মনসুর আলী
  • বিবি সেতু ইস্ট
  • জয়দেবপুর
  • ঢাকা

শেষ কথা, Conclusion :

আশা করি আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা তথ্যগুলো থেকে আপনারা রাজশাহী থেকে ঢাকা যাওয়ার ট্রেনগুলোর টিকেট ভাড়া, সময়সূচি, বিরতি স্ট্রেশন ইত্যাদি সকল তথ্য জানতে পেরেছেন। উপরে উল্লেখিত ট্রেনগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে ঢাকা পৌঁছতে পারবেন। পাশাপাশি একাধিক তিন হওয়ায় যাত্রা করার সময়ের দিক থেকেও অনেকটা সুবিধা পাওয়া যায়।

RIma Sinha

Rima Sinha is a professional journalist and writer with a strong academic background in media and communication. She holds a Bachelor of Arts from Tripura University and a Master’s degree in Journalism and Mass Communication from Chandigarh University. With experience in reporting, feature writing, and digital content creation, Rima focuses on delivering accurate and engaging news stories to Bengali readers. Her commitment to ethical journalism and storytelling makes her a trusted voice in the field.

Recent Posts

link to হাতের চাপ বলবে কতটা সুস্থ তুমি, ঠিক কীভাবে ফিরবে শরীরের জোর?

হাতের চাপ বলবে কতটা সুস্থ তুমি, ঠিক কীভাবে ফিরবে শরীরের জোর?

আপনার হাতের মুষ্টির চাপ (Grip strength) আপনার সামগ্রিক সুস্থতার এক দারুণ সূচক হতে...