ভক্তদের খুশির খবর দিলেন রণবীর সিং, উচ্ছ্বসিত দীপিকা

রণবীরের নতুন সিনেমা

2023 সালে মুক্তি পেয়েছিল রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কী প্রেম কাহিনি’। তারপর থেকেই দীর্ঘদিন ধরে রণবীরের অনুরাগীরা তার আগামী সিনেমার অপেক্ষায় রয়েছেন। এবার ভক্তদের খুশির খবর জানিয়ে আগামী সিনেমার জল্পনা ফাঁস করলেন রণবীর৷

রণবীর সিং
Pin it

শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এ রণবীর সিং একটি সাদা কালো ছবির কোলাজ পোস্ট করে তার আসন্ন সিনেমার খবরটি অফিসিয়াল করেন। এই ছবিতে রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং অক্ষয় খান্না এবং আদিত্য ধরকে দেখা গেছে। সূত্র অনুযায়ী এই সিনেমার নাম ‘ধুরন্ধর’ এবং এই সিনেমাটির পরিচালক আদিত্য ধর।

ছবিটি পোস্ট করে রণবীর সিং ক্যাপশনে লিখেছেন – “এই সিনেমা আমার অনুরাগীদের জন্য যারা ধৈর্য ধরে আমার পাশে থেকেছেন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আমি কথা দিচ্ছি এই সিনেমার মাধ্যমে আপনারা একটি দুর্দান্ত সিনেম্যাটিক অভিজ্ঞতার সাক্ষী থাকবেন।”

নতুন সিনেমার কথা প্রকাশ করতেই রণবীরের পোস্টে শুভেচ্ছা বার্তা জানাতে দেখা যায় বলিউড সেলেবদের। যার মধ্যে রয়েছেন আলিয়া ভাট, অর্জুন কাপুর, ইয়ামি গৌতম প্রমুখ।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই সিনেমার পোস্টার শেয়ার করে
Pin it

অন্যদিকে দীপিকা পাড়ুকোন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই সিনেমার পোস্টার শেয়ার করে একটি ব্ল্যাক হার্ট ইমোজি দিয়েছেন। এই সিনেমাটি নিয়ে দীপিকা পাড়ুকোনও যে ভীষণ উচ্ছ্বসিত সেটাই প্রকাশ পেয়েছে তার পোস্টে।

রিপোর্ট অনুযায়ী, এই সিনেমার কাহিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কেরিয়ার জীবনের কিছু রোমাঞ্চকর ঘটনার উপর আধারিত। এই সিনেমার শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে বলে জানা গেছে।

Recent Posts