Redmi 13 5G স্মার্টফোন, অফারে পাবেন জলের দরে – জেনে নিন স্পেসিফিকেশন

Redmi 13 5G স্মার্টফোন

ভারতে লঞ্চ হল Redmi 13 5G স্মার্টফোন। এই ফোনে 108MP ক্যামেরা, 8GB RAM, 6.79 ইঞ্চি FHD + LCD ডিসপ্লের মতো একাধিক দুর্দান্ত ফিচার রয়েছে। ফোনটি লো বাজেট সেগমেন্টে লঞ্চ হয়েছে যার বেস মডেলের অফার প্রাইস মাত্র 12,999 টাকা থেকে শুরু।

Redmi 13 5G ফোনটি ভারতে 6GB RAM এবং 8GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 6 GB মডেলের দাম 13,999 টাকা এবং 8 GB মডেলের দাম 15,999 টাকা। Amazon.in এবং Mi.com এ 12 জুলাই থেকে ফোনটির সেল শুরু হবে। ব্যাঙ্ক অফারে এই ফোনের দুটি মডেলেই 1000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। 

Redmi 13 5G ফোনটি Hawaiin Blue, Black Diamond এবং Orchid Pink এই তিনটি কালার অপশনে কেনা যাবে।

Redmi 13 5G স্মার্টফোন
Pin it

Redmi 13 5G ফোনের স্পেসিফিকেশন

Redmi 13 5G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.79 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশরেটে এবং 550 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে।

Redmi 13 5G ফোনটি Android 14 এ লঞ্চ করা হয়েছে। প্রসেসিং এর জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি Qualcomm Snapdragon 4 Gen 2 অক্টা-কোর প্রসেসর রয়েছে।

Redmi 13 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে LED ফ্ল্যাশ সহ একটি 108MP Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং এর ব্যাক ক্যামেরা সেটআপে একটি 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। এছাড়াও এই ফোনে 13MP সেলফি ক্যামেরা সাপোর্ট দেখতে পাওয়া যায়।

লো বাজেট সেগমেন্ট লঞ্চ হওয়া এই ফোনটি কিন্তু ব্যাটারির দিক থেকেও বেশ শক্তিশালী। Redmi 13 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5030mAh ব্যাটারি রয়েছে,যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। 

Redmi 13 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5030mAh ব্যাটারি রয়েছে,যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। 
Pin it

এছাড়াও এই ফোনে 3.5 mm অডিও জ্যাক, Wi-Fi 6, Bluetooth 5.1 ইত্যাদি ফিচার রয়েছে। এই ফোনটির ওজন মাত্র 199 গ্রাম।

Recent Posts

link to নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি নামে পরিচিত সুভাষ চন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের...