ট্যান দূর করুন নিমেষেই, জেনে নিন ঘরোয়া পদ্ধতি

ট্যান দূর করুন নিমেষে

গরমে প্রখর রোদে স্কুল, কলেজ কিংবা অফিসে যাতায়াতের কারণে অনেকেরই চেহারার সঙ্গী হয়ে যায় সান ট্যান। এই ট্যান তোলার জন্য অনেকে মার্কেটে উপলব্ধ বিভিন্ন ধরনের ডিট্যান প্রোডাক্টের সাহায্য নিচ্ছেন, কেউ আবার ঘরোয়া টোটকার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন, কোন কিছুতেই লাভ হচ্ছে না। তবে আজকের এই পোস্টে আপনাদের এমন তিনটি ফ্রুট ফেসপ্যাকের সম্পর্কে জানাবো যেগুলোর সাহায্যে খুব সহজেই ট্যান দূর করা সম্ভব। 

তরমুজের ডি-ট্যান ফেসপ্যাক

প্রথমে তরমুজের থেকে বীজ বের করে নিতে হবে। তারপর তরমুজের বীজ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারমধ্যে একচামচ মধু এবং এক চামচ বেসন মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তরমুজের ডি-ট্যান ফেসপ্যাক।

তরমুজের ডি-ট্যান ফেসপ্যাক
Pin it

এই ফেসপ্যাকটি ব্রাশের সাহায্যে মুখে লাগিয়ে 15-20 মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে দুইদিন এই প্যাকটি ব্যবহার করলে খুব সহজেই পার্থক্য বুঝতে পারবেন।

স্ট্রবেরির ডি-ট্যান ফেসপ্যাক

একটি পাত্রে 4-5 চামচ স্ট্রবেরি পিউরি নিয়ে তার সঙ্গে 1 চামচ টকদই এবং 1 চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাত্র তিনটি উপাদানেই তৈরি হয়ে যাবে অত্যন্ত কার্যকরী এই ফেসপ্যাক।

স্ট্রবেরির ডি-ট্যান ফেসপ্যাক
Pin it

তারপর ফেসপ্যাকটি মুখে লাগিয়ে কমপক্ষে 10 মিনিট রেখে ধুয়ে নিতে হবে।  অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর স্ট্রবেরি খুব সহজেই ত্বকের ট্যান পরিষ্কার করে।

পেঁপের ডি-ট্যান ফেসপ্যাক

এই ফেসপ্যাক বানানোর জন্য 1 টুকরো পেঁপের পেস্ট, 1 চামচ টকদই এবং 1 চামচ বেসন ও সামান্য পরিমাণে গোলাপ জল লাগবে। প্রতিটি উপকরণ একসঙ্গে একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পেঁপের ডি-ট্যান ফেসপ্যাক।

পেঁপের ডি-ট্যান ফেসপ্যাক
Pin it

তারপর একটি ব্রাশের সাহায্যে সারা মুখে প্যাকটি লাগিয়ে রাখতে হবে। অন্তত 15 মিনিট অপেক্ষা করার পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

যেহেতু পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ই রয়েছে তাই এই প্যাকটি সপ্তাহে দুই দিন মুখে লাগালে ট্যান পরিষ্কার করার পাশাপাশি মুখের  মধ্যে থাকা ব্রণের দাগ দূর করতেও এটি কার্যকরী ভূমিকা পালন করবে।

Recent Posts

link to নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি নামে পরিচিত সুভাষ চন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের...