সাদিকা পারভিন পপি’র বয়স, উচ্চতা, জীবনী, বিবাহ, ছবি | Bengali Actress Sadika Parveen Popy’s Height, Weight, Age, Affairs, Biography & More in bangla

সাদিকা পারভিন পপির জীবনী

মডেল ও রাজনীতিবিদ হিসাবে পরিচিত সাদিকা পারভিন পপি বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী, যাকে বেশিরভাগ মানুষ পপি নামে সবাই চেনে। আজকের এই প্রতিবেদনে আমরা উল্লেখ্য অভিনেত্রীর জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো।

জন্ম ও পরিবার পরিচয়, Birth and Family Identity in Bengali :

পপি ১৯৭৯ সালের ১০ই সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। অভিনেত্রীর বাবার নাম কোভিদ হোসেন টুটুল মিয়া। অভিনেত্রী শৈশব জীবন অতিবাহিত করেছিলেন দাদার বাড়িতে। পপির ছয় ভাই বোন এর মধ্যে তিনিই সবচেয়ে বড়।

সাদিকা পারভিন পপি

অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা, Educational Qualification in Bengali :

 অভিনেত্রী সাদিকা পারভিন পপি খুলনার মন্নুজান উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। স্কুল জীবনের পর তাঁর স্নাতক স্তরের শিক্ষা সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় নি।

অভিনেত্রী পপির অভিনয় জীবনের অভিজ্ঞতা, acting career experiences in Bengali :

পপি মডেলিং এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং মডেলিং থেকেই প্রবেশ করেন সিনেমা জগতে। অভিনেত্রী মডেলিং করার সময়কালে লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। চলচ্চিত্র জগতে ‘কুলি’ ছবির মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন অভিনেত্রী পপি। ছবিটি ১৯৯৭ সালে প্রকাশিত হয় এবং এর পরিচালক ছিলেন মমতাজুর রহমান আকবর।

অভিনয়ের মাধ্যমে তিনি একাধিক বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ১৯৯৭ সালে শাহনুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেস্ত’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর তিনি একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেন এবং অভিনয় জীবনে তাঁকে আর ফিরে তাকাতে হয় নি। অভিনয়ে পপির উল্লেখযোগ্য কর্মের মধ্যে রয়েছে : মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা।

পপির অভিনয় জীবনের অভিজ্ঞতা

 ১৯৯৮ সালে রিয়াজের বিপরীতে ‘বিদ্রোহ চারিদিকে’ ছবিতে দেখ যায় পপিকে। এরপর ১৯৯৯ সালে মান্নার বিপরীতে ‘কে আমার বাবা’ ও ‘লাল বাদশা’ ছবিতে অভিনয় করেন তিনি।

অভিনয় জীবনে পপি ধারাবাহিকের বাইরে গিয়ে বেশ কিছু ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন। প্রসঙ্গত মান্না প্রযোজিত লাল ‘বাদশা’ ছায়াছবিতে কাজ করে তিনি, ছবির ব্যবসা সফল হয় এবং তাঁর অভিনয় জীবনে এই ছবির চরিত্রটি বড় পরিবর্তন নিয়ে আসে। উক্ত ছবিতে এক আবেদনময়ী চরিত্রে দর্শকদের কাছে ধরা দেন পপি। রুবেল এর সাথে জুটি গড়ে তিনি নিজেকে নতুন ভাবে তুলে আনেন। রুবেলের সাথে পপি ২২টি ছায়াছবিতে অভিনয় করেন; সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল : টর্নেডো কামাল, ভয়ংকর সন্ত্রাসী, অন্ধকারে চিতা, রাগী, চুরমার, মায়ের জন্য যুদ্ধ তার মধ্যে অন্যতম।

চোখ ধাঁধানো দৈহিক সৌন্দর্য এর অধিকারিণী এই অভিনেত্রী বেশ কিছু ছায়াছবিতে বোল্ড লুক ও চুম্বন দৃশ্যে ধরা দেন। পপির আবেদনময়ী রূপ দর্শকদের মনে জায়গা করেন নেয়, এভাবে একের পর এক ব্যবসাসফল ছবি দিয়ে কিছুদিনের মধ্যেই বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়িকার স্থান দখল করেন তিনি। বলিউডের পরিচালক মহেশ ভাটের ছবিতে কাজ করার প্রস্তাব পান তিনি, কিন্তু অভিনেত্রীর কাছে সময়ের অভাব থাকার কারণে এই প্রস্তাব ফিরিয়ে দেন। কর্মজীবনের শুরু থেকে এখন অবধি আনুমানিক ২৫০ এর বেশি সিনেমায় অভিনয় করেছেন পপি।

সাদিকা পারভিন অভিনীত ছবির তালিকা, List of films in Bengali :

  • 1997 সালে : কুলি, আমার ঘোর আমার বেহেশত। 
  • 1998 সালে : বিদ্রোহ চারিদিকে।
  • 1999 সালে : কে আমার বাবা।
  • 2000 সালে : দুজন দুজনার।
  • 2001 সালে : বর্ষা বাদল।
  • 2002 সালে : খেপা বসু, ওদের ধর, বিষো বাটপার।          
  • 2003 সালে : খোমোটার দাপট, কারাগার।          
  • 2004 সালে : বস্তির রানী সুরিয়া।
  • 2005 সালে : বিষাক্ত চোখ, সিটি টেরোর, প্রেম করেছি বেশ করেছি।
  • 2006 সালে : বিদ্রোহী পদ্মা।
  • 2007 সালে : রানী কুঠির বাকি ইতিহাস।
  • 2008 সালে : মেঘের কোলে রাউদ, কি যদু করিলা।           
  • 2009 সালে : গঙ্গাযাত্রা।
  • 2010 সালে : গার্মেন্টস কোন্না।
  • 2013 সালে : চার ওক্কোরের ভালোবাসা, এই মন তোমাকে দিলাম।
  • 2014 সালে : পৌষ মাসের পিরিত।
  • 2018 সালে : সোনাবন্ধু।
অভিনীত ছবি

অভিনেত্রীর পুরস্কার প্রাপ্তি, received awards in Bengali :

  • ২০০৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘কারাগার’ ছায়াছবিতে অভিনয় করে প্রথম বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পপি।
  •  ২০০৮ সালে নারগিস আক্তার পরিচালিত এইডস বিষয়ক সচেতনতামূলক ছায়াছবি ‘মেঘের কোলে রোদ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পপি দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
  • ‘ কি যাদু করিলা ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন।
  • সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘গঙ্গাযাত্রা’ ছায়াছবিতে অভিনয় করে তিনি তৃতীয় বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও  এই ছবির জন্য দ্বিতীয়বার বাচসাস পুরস্কার পান।
অভিনেত্রীর পুরস্কার প্রাপ্তি

টেলিভিশনের নাটকে ও টেলিফিল্মে অভিনয়, Acting in television plays and telefilms in Bengali :

সাদিকা পারভিন পপি চলচ্চিত্রে অভিনয়ের কাজ করার পাশাপাশি টেলিভিশনের নাটকে ও টেলিফিল্মে অভিনয় করেছেন। মেজবাহ শিকদার পরিচালিত ‘গোধূলির দেখা আলো’ নাটকে কাজ করেছেন তিনি। এছাড়াও ঈদে বাংলাভিশনের জন্য নির্মিত ‘আমি ভালোবাসিনি’ টেলিফিল্মে ২০১৩ সালে অভিনয় করেন তিনি। টেলিফিল্মটি পরিচালনা করেছিলেন হিমেল আশরাফ এবং অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী।
রেজানুর রহমানের নির্দেশনায় ২০১৪ সালে ‘নোটবুক’ টেলিফিল্মে একজন বিবাহিত নারীর চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া বি ইউ শুভ্র পরিচালিত ‘নবনীতা তোমার জন্য’ ও ‘নীল কষ্ট খণ্ড’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। প্রহর ও পলাশপুরের মেহেরজান টেলিফিল্মেও দেখা যায় তাঁকে।
এসব ছাড়াও ঈদুল আযহা উপলক্ষে ২০১৫ সালে একুশে টেলিভিশনের জন্য নির্মিত এক্সপ্রেশন অব লাভ টেলিফিল্মে অভিনয় করছেন অভিনেত্রী পপি।

বিজ্ঞাপনে মডেলিং, Modeling in Advertisements in Bengali :

চলচিত্র ও টেলিফিল্মে অভিনয় করা ছাড়াও বেশ কিছু বড় ব্র্যান্ডের জন্যও কাজ করেছেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ২০১৫ সালের শেষের দিকে তিনি রোমানিয়া বিস্কুটের ব্রান্ড এম্বাসেডর হন ১ বছরের চুক্তিতে। তখন তাকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশনায় রোমানিয়া বিস্কুটের বিজ্ঞাপনে দেখা যায়।

বিজ্ঞাপনে মডেলিং

সাদিকা পারভিন পপি সম্পর্কে বিশেষ কিছু তথ্য, special facts about the actress in Bengali :

  • রাজনৈতিক দল: বাংলাদেশ আওয়ামী লীগ
  • উচ্চতা: ইঞ্চিতে– 5’8″ ইঞ্চি; মিটারে– 1.73 মি; সেন্টিমিটারে– 173 সেমি
  • ওজন : কিলোগ্রামে– 62 কেজি; পাউন্ডে– 136.68 পাউন্ড
  • শরীরের পরিমাপ: 34-28-36 ইঞ্চি
  • চুলের রঙ: বাদামী
  • চোখের রঙ: কালো
  • জুতার মাপ: 6(মার্কিন)
  • ধর্ম: ইসলাম
  • প্রিয় খাবার : পাস্তা, পিৎজা, ব্রিয়ানি ইত্যাদি।
  • প্রিয় অভিনেতা : অমিতাভ বচ্চন, প্রসেনজিৎ চ্যাটার্জি ও শাকিব খান, শাকিল খান জায়েদ খান প্রমুখ।
  • প্রিয় অভিনেত্রীঃ কারিনা কাপুর, রচনা ব্যানার্জি, শাবানা প্রমুখ।
  • প্রিয় সিনেমা : বলিউড: 3 ইডিয়টস, ডাঙ্গান, পিকে। ঢালিউড: শ্বশুরবাড়ি জিন্দাবাদ
  • প্রিয় নৃত্যশিল্পী: মাধুরী দীক্ষিত , দেবোলিনা নন্দী
  • প্রিয় রং : কালো, সাদা, নীল, লাল, ইত্যাদি
  • প্রিয় সুগন্ধি : ফগ, ইসি মিয়াকে
  • প্রিয় খেলাধুলা: ফুটবল ও ক্রিকেট অন্যান্য।
  • প্রিয় ক্রিকেটার: মাশরাফি মুর্তজা ও সাকিব আল হাসান
  • প্রিয় ফুটবলার: লিওনেল মেসি ও কাকা।
  • প্রিয় গন্তব্য: কক্সবাজার
  • প্রিয় গায়ক: মনির খান

শেষ কথা, Conclusion :

সাদিকা পারভিন পপি বাংলাদেশে অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী। তিনি বাংলার অভিনয় জগতে পদার্পণ করে নিজের দক্ষতা ও সৌন্দর্যের মাধ্যমে দর্শকদের মনে স্থান করে নেন। তিনি প্রায়ই সামাজিক মাধ্যমে নিজের লাস্যময়ী ছবি তার অনুরাগীদের সাথে ভাগ করে নিয়ে নিজেকে চর্চায় রাখেন। তাঁর সৌন্দর্য্য যেন সকলকেই বিমোহিত করে দেয়। কিছু ছবিতে আপত্তিকর দৃশ্যে কাজ করার জন্য সমালোচিতও হয়ে ছিলেন অভিনেত্রী। তবে শুধু অভিনয় নয় বরং রাজনীতির ময়দানেও অভিনেত্রীকে মাঝে মধ্যেই দেখা যায়।

Frequently Asked Questions :

পপির পিতার নাম কি ?

কোভিদ হোসেন টুটুল মিয়া।

পপি কবে জন্মগ্রহণ করেন ?

১৯৭৯ সালের ১০ই সেপ্টেম্বর

পপি অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি ?

কুলি (১৯৯৭)

RIma Sinha

Rima Sinha is a professional journalist and writer with a strong academic background in media and communication. She holds a Bachelor of Arts from Tripura University and a Master’s degree in Journalism and Mass Communication from Chandigarh University. With experience in reporting, feature writing, and digital content creation, Rima focuses on delivering accurate and engaging news stories to Bengali readers. Her commitment to ethical journalism and storytelling makes her a trusted voice in the field.

Recent Posts