সানাই মাহবুব বয়স, উচ্চতা, জীবনী, বিবাহ, ছবি | Bangladeshi Actress Sanai Mahbub Height, Weight, Age, Affairs, Biography & More in bangla

সানাই মাহবুব এর জীবনী

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

সানাই মাহবুব হলেন বাংলাদেশের বহুল আলোচিত-সমালোচিত মডেল তথা বিতর্কিত অভিনেত্রী। কিছুদিন পর পর আলোচনায় আসেন তিনি, এর নেপথ্যে রয়েছে বিভিন্ন কারণ। সামাজিক মাধ্যমে প্রায়ই খোলামেলা বিচরণ থাকে তাঁর, তাই তাঁকে ঘিরে নতুন নতুন আলোচনা জন্ম হয়।


তিনি বেশকিছু গানের মডেল ও চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। তবে চলচ্চিত্রগুলো এখনও আলোর মুখ দেখেনি বললেই চলে। সামাজিকমাধ্যমে এক সময় একের পর এক খোলামেলা ছবি দেওয়ার কারণে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন তিনি।

শালীনতা লঙ্ঘনের কারণে থানায় বেশ কয়েকবার ডাক পড়ে তাঁর। এরপর ২০২১ সালে হঠাৎই ধর্মীয় জীবন যাপন করবেন বলে গ্ল্যামার জগৎকে বিদায় জানান তিনি। ক্রমে ব্যক্তিগত জীবন নিয়ে 2022 সালে ফের চর্চায় আসেন তিনি।

সানাই মাহবুব এর জন্ম ও পরিবার পরিচয়, Birth and family identity of Sanai Mahbub :

সানাই মাহবুব এর জন্ম ও পরিবার
Pin it

অভিনেত্রীর পুরো নাম সুপ্রভা মাহবুব সানাই। তিনি জন্মগ্রহণ করেন ১৯৯৬ সালের ১৯ শে সেপ্টেম্বর। তাঁর জন্মস্থান বাংলাদেশের রংপুর জেলা। সানাইয়ের বর্তমান ঠিকানা হল রাজধানী ঢাকা। ঢাকার গুলশান তাঁর বাসস্থান। কর্মসূত্রে তাঁকে এখানেই বেশি থাকতে হয়।

অভিনেত্রীর পরিবারে আছেন তাঁর আব্বু, আম্মু ও একটা ছোট বোন। এই ছোটো বোন পড়ালেখা করছে। পরিবারের সকলের থেকেই কর্মজীবনে ভালো কাজ করার উৎসাহ পান তিনি। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে নিজের পরিবারের থেকেও স্বামীর পরিবারের সাপোর্ট বেশি পান তিনি।

সানাই মাহবুব এর শিক্ষাগত যোগ্যতা, Educational Qualification of Actress :

মাহবুব সানাই এর শিক্ষাগত যোগ্যতা
Pin it

সুপ্রভা মাহবুব সানাই এর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিশেষ কোনো তথ্য জানা যায় নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে যে তিনি YWCA (Young Women’s Christian Association) উচ্চ মাধ্যমিক গার্লস স্কুলে পড়াশোনা করেছেন।

সানাই মাহবুব এর কর্মজীবনের শুরু, Beginning of Sanai Mahbub’s Career :

শৈশব থেকেই মিডিয়া অঙ্গনের প্রতি অনুরাগী ছিলেন সানাই। ইচ্ছে অনুযায়ী তিনি নিজের ক্যারিয়ারকে মিডিয়া অঙ্গনের দিকেই পরিচালিত করেন।

সানাই মাহবুব ২০১৬ সালে মডেলিংয়ের দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি বেশ কয়েকটি আইটেম গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

এরপর সিনেমায় নাম লেখান ২০১৭ সালে। উক্ত সাল থেকেই তিনি সামাজিক মাধ্যমে নিজের বিভিন্ন কার্যকলাপের দরুন আলোচিত হতে শুরু করেন।

প্রথমদিকে ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন-দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমায় কাজও করেছিলেন তিনি। কিন্তু সেগুলো আলোর মুখ দেখেনি।

এরপর কিছু সময়ের জন্য মিডিয়া থেকে দূরে চলে যান তিনি। মডেল হিসেবে তিনি বরাবরই নিজেকে সোশ্যাল মিডিয়ায় আলোকিত করে রেখেছেন।

সানাই মাহবুব এর কর্মজীবনের শুরু
Pin it

২০১৮ সালে তিনি স্তন ইমপ্লান্ট করানোর পর আরো বেশি আলোচনায় আসেন। সানাই বাংলাদেশের প্রথম অভিনেত্রী যিনি স্তন ইমপ্লান্ট করিয়েছেন। ক্রমে তিনি দেশ ব্যাপী পরিচিত হন।

অনেকেই অভিনেত্রীকে ব্রেষ্ট ইমপ্ল্যান্টের’র পার্শ্ব-প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করেছিলেন, স্বাস্থ্যের যত্ন নিতে বলেছিলেন। কিন্তু সেসব কথা গায়ে মাখেননি তিনি। এদিকে সামাজিক মাধ্যমে এক অদ্ভুত শারিরিক জটিলতার কথা উল্লেখ করেন সানাই।

তিনি জানান যে, দিন দিন তাঁর উচ্চতা বেড়েই চলেছে। যা নিয়ে বিপাকে আছেন তিনি। তাঁর উচ্চতা ১৭ বছর বয়সে ৫ ফিট ২ ইঞ্চি ছিল কিন্তু এখন প্রায় ১১ বছর পর তাঁর উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চিতে দাঁড়িয়েছে। পাশাপাশি তিনি সকলকে এরূপ শারীরিক সমস্যা নিয়ে সচেতন থাকার উপদেশ দেন।

তিনি কর্মজীবনের শুরুর দিকে একজন অ্যাঙ্কর হিসেবেও কাজ করেছিলেন। অভিনেত্রী সানাই এর প্রথম চলচ্চিত্র ছিল “ভালোবাসা 24/7″।

ঢাকার গুলশান ক্লাবে একটি ছোট্ট ফ্যাশন শো চলাকালীন বাংলাদেশী পরিচালক গাজী মাহবুবের সাথে তার পরিচয় হয়। তখন গাজী মাহবুব তার প্রযোজনার ছবি “ভালোবাসা 24/7”-এর মডেল হিসেবে সানাইকে বেছে নেন।

এই সিনেমায় সানাই এর বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান। এরপর প্রায় আটটি ছবিতে মডেল হিসেবে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এদিকে ভারতের মালয়ালম ছবিতে আইটেম গানে কাজ করার জন্য ডাক পেয়েছেন এই অভিনেত্রী।

সানাই মাহবুব এর সিনেমার তালিকা, List of movies of Sanai Mahbub :

  • ভালোবাসা 24/7
  • ময়নার ইতি কথা
  • সুপ্ত আগুন এবং ক্রস লাইন
  • প্রতিক্ষা ও প্রতিশোধ
  • শালবনের মহুয়া
  • দ্য ব্লাইন্ড উইমেন
সানাই মাহবুব এর সিনেমার তালিকা
Pin it

সানাই মাহবুব এর ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্য, Information about personal life of the actress :

২০২২ সালের ২৭ মে গোপনে এক ব্যাঙ্ককর্মীকে বিয়ে করেন। বিয়ের বছর পার হল না, এর মধ্যেই স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করলেন সানাই। বিচ্ছেদের কারণ হিসেবে তিনি শাশুড়িকেই দায়ী করেছেন। বিবাহবার্ষিকীর আগেই বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছিলেন সানাই।

Pin it

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সানাই বলেন,

‘‘গলায় কাঁটা নিয়ে কত দিন থাকা যায়? অনেক চেষ্টা করেছি, সংসারটা না ভাঙার। একটা সংসার টিকিয়ে রাখতে দু’জনের চেষ্টা লাগে। কিন্তু ওর মধ্যে সেটা দেখি না।’’

তিনি আরও বলেন,

‘‘আমার শাশুড়ির জন্যই আমাদের সংসারটা ভাঙনের পথে। প্রতিনিয়তই শাশুড়ি আমাকে নিয়ে সমস্যা তৈরি করছেন। এ নিয়ে স্বামীকে বললেও সে চুপ করে থাকে। জুন মাসের ৭ তারিখ কোর্টের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক ভাবে ছাড়াছাড়ি হয়ে যাবে।’’

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায়ই বিভিন্ন বিষয় দর্শকদের মধ্যে প্রকাশ করেন তিনি। ২০২৪ সালের মার্চ মাসে তিনি নিজের সামাজিক মাধ্যমের ভেরিফাইড প্রোফাইল থেকে জানান যে তিনি বাংলাদেশের একজন এমপির সাথে সম্পর্কে আছেন এবং খুব শীঘ্রই বিয়ে করছেন।

তাঁর ঘোষণার পর সবাই গণমাধ্যমে সেই রাজনীতিকের নাম জানতে চায়। তবে সেই বিশেষ মানুষটির পরিচয় গোপন রাখেন তিনি।

অনেকেই মনে করেন যে এই খবরটা ভুয়া। বহু মানুষের হিসেবে সানাই এই সব কথার মধ্য দিয়ে জনপ্রিয় ও মিডিয়ার শিরোনাম হতে চেয়েছিলেন। এর কিছুদিন পর তিনি বলেন যে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জানাবেন স্বামীর পরিচয়।

এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের একশ্রেণী বলছেন, নিজেকে আলোচনায় রাখার জন্য কিছুদিন পর পর সানাই নতুন কৌশল অবলম্বন করেন।

এই বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি জানা যে,

“কিছু কথা আসলে মানুষকে তো জানানো উচিৎ।”

তিনি আরো বলেন যে,

“শুধু তাঁর পরিচয় জানাতে চাচ্ছি। আসলে তার আগের যে বউ আছেন, তাদের ডিভোর্স হয়ে গেছে। তার আগের বউ জানেন আমার সঙ্গে সম্পর্কের কথা। ওই বউ এখন স্বামীকে ব্লাকমেইল করছে।
তাদের কাবিননামার টাকা ছিল মাত্র ৪ লাখ কত যেন। এখন সেই কাবিননামা পরিবর্তন করে এক কোটি করেছে। এখন ১০ কোটি টাকা দাবি করছে। না দিলে নারী নির্যাতন মামলা দেবে। ওই বউ চাচ্ছেন আমাদের যেন বিয়ে না হয়। আমি যেন হবু স্বামীর পরিচয় দিতে না পারি।”

সানাই মাহবুব কে নিয়ে সমালোচনার কারণসমূহ, Reasons for criticizing the actress :

সানাই মাহবুব কে নিয়ে সমালোচনা
Pin it
  • সানাই মাহবুবের অধিকাংশ কাজই সমালোচিত। অশ্লীলতার অভিযোগে তাঁকে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিতে হয়েছিল।
  • কৃত্রিম উপায়ে স্তনের আকার বৃদ্ধি করে আলোচনায় এসেছিলেন তথাকথিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। এই কারণে সামাজিক মাধ্যমে বহু কটাক্ষপূর্ণ মন্তব্য পেয়েছেন তিনি। কিন্তু নেটিজেনদের কোনো কথাই গায়ে মাখেন নি।
  • এসব ছাড়াও আওয়ামী লীগ দলের মন্ত্রীকে বিয়ে করে নতুন করে আলোচনায় এসেছিলেন তিনি। যদিও পরে জানা যায় যে, মন্ত্রী নয় এমপিকে বিয়ে করছেন। কিন্তু এমপির পরিচয় গোপন রেখেছিলেন।

সানাই মাহবুব সম্পর্কে বিশেষ কিছু তথ্য, Some special information about Sanai Mahbub :

  • উচ্চতা: 5 ফুট 5 ইঞ্চি (5’5″)।
  • ওজন: 62 কিলোগ্রাম (62 কেজি)।
  • শরীরের পরিমাপ: 44-24-36 ইঞ্চি।
  • ব্রা সাইজ: 44D।
  • কোমরের মাপ: 24 ইঞ্চি।
  • নিতম্বের আকার: 36 ইঞ্চি।
  • চুলের রং: কালো।
  • চোখের রঙ: বাদামী।
  • ওজন: 70 কেজি।
  • শখ: চলচ্চিত্র, কেনাকাটা, ভ্রমণ, গান।
  • প্রিয় খাবারঃ ভাত, বিরিয়ানি, পিজ্জা।
  • প্রিয় রং: নীল, কালো, সাদা, লাল।
  • ধর্ম : ইসলাম।
  • রাশিচক্র : কুম্ভ রাশি।
সানাই মাহবুব সম্পর্কে বিশেষ কিছু তথ্য
Pin it

মাহবুব সানাই এর নেট ওয়ার্থ, Net Worth of the Actress :

বাংলাদেশী মডেল তথা অভিনেত্রী সুপ্রভা মাহবুব সানাই এর নেট মূল্য $0.1 মিলিয়ন, অর্থাৎ ৭১ লক্ষ্য টাকা। তিনি বেশ কিছু ছবির আইটেম গানের অংশ হিসেবে কাজ করে চলচ্চিত্র জগতে নিজের স্থান করে নিয়েছেন।

মাহবুব সানাই এর নেট ওয়ার্থ
Pin it

তাঁর আবেদনময়ী রূপ এর জন্য দর্শকগণ অভিনেত্রীর ছবি ও ভিডিওগুলো নিয়ে কৌতূহলী হয়ে থাকেন। সামাজিক মাধ্যমের প্রফাইলগুলোতে বহু অনুগামী রয়েছে সানাই মাহবুব এর, তবে শুধু দেশের জনগন নয় বরং ভারতের পশ্চিমবঙ্গেরও প্রচুর ফ্যান ফলোয়িং আছে তাঁর।

শেষ কথা, Conclusion :

সানাই মাহবুব বাংলাদেশের বহুল আলোচিত অভিনেত্রী। বলা যায় যে, মূলত নেটিজেনদের কটাক্ষের কারণেই তিনি এতটা জনপ্রিয়তা পেয়েছেন। নিজের অশ্লীলতায় ভরা বিভিন্ন পোস্ট সামাজিক মাধ্যমে প্রকাশ করার জন্য তিনি প্রায়ই সমালোচিত হন।

খুব বেশি ছবিতে কাজ করেন নি তিনি। তবে তাঁর অভিনীত ছবিগুলো তেমন জনপ্রিয়তা পায় নি। কিন্তু জনগণের মধ্যে আলোচিত থাকার জন্য কোনো ছবিতে অভিনয় করা তাঁর জন্য জরুরী নয়, তিনি সামাজিক মাধ্যমে নিজের কার্যকলাপের মধ্য দিয়েও জনগণের মধ্যে সক্রিয় থাকেন।

Frequently Asked Questions :

সানাই মাহবুব কে?

সানাই মাহবুব হলেন বাংলাদেশের বহুল আলোচিত-সমালোচিত মডেল তথা বিতর্কিত অভিনেত্রী।

সানাই মাহবুব এর পুরো নাম কি ?

সুপ্রভা মাহবুব সানাই

সানাই মাহবুব এর প্রথম ছবি কোনটি ?

“ভালোবাসা 24/7”

RIma Sinha

Rima Sinha is a professional journalist and writer with a strong academic background in media and communication. She holds a Bachelor of Arts from Tripura University and a Master’s degree in Journalism and Mass Communication from Chandigarh University. With experience in reporting, feature writing, and digital content creation, Rima focuses on delivering accurate and engaging news stories to Bengali readers. Her commitment to ethical journalism and storytelling makes her a trusted voice in the field.

Recent Posts