আসছে ‘ফ্যাশন’ সিনেমার সিক্যুয়েল! এবারও কি থাকবেন প্রিয়াঙ্কা-কঙ্গনা?

Fashion 2

সামনেই একাধিক হিট সিনেমার সিক্যুয়েল আসতে চলেছে। এবার এই তালিকায় নতুন সংযোজন প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওত অভিনীত ‘ফ্যাশন’ এর সিক্যুয়েল।

মধুর ভান্ডারকর
Pin it

সিনে প্রেমীরা দীর্ঘদিন ধরেই এই সিনেমার সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছিলেন৷ রিপোর্ট অনুযায়ী শীঘ্রই পরিচালক মধুর ভান্ডারকর তাঁর হিট সিনেমা ‘ফ্যাশন’ এর সিক্যুয়েল এর উপর কাজ শুরু করবেন।

রিপোর্ট অনুযায়ী মধুর ভান্ডারকর ইতিমধ্যেই ‘ফ্যাশন’ সিনেমার সিক্যুয়েল এর স্ক্রিপ্ট নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন৷

 'ফ্যাশন' সিনেমার সিক্যুয়েল
Pin it

এই সিনেমায় সাম্প্রতিক সময়ে ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক এবং বিভিন্ন পরিবর্তন এর উপর আলোকপাত করা হবে বলে জানা গেছে। ফ্যাশন সিনেমার মতোই এর সিক্যুয়েলও দর্শকমনে দাগ কাটবে বলে আশা করা হচ্ছে।

16 বছর আগে অর্থাৎ 2008 সালে মুক্তিপ্রাপ্ত ‘ফ্যাশন’ সিনেমায় উচ্চাকাঙ্খী সুপার মডেলের জীবনের নানা দিক, ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্ধকার দিক ইত্যাদি তুলে ধরা হয়েছিল। বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছিল এই সিনেমা।

'ফ্যাশন' এ মুখ্য ভূমিকায় অভিনয়
Pin it

‘ফ্যাশন’ এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন – প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওত, মুগ্ধা গডসে প্রমুখ। এই সিনেমাটি একাধিক পুরষ্কার পেয়েছিল।

তবে ‘ফ্যাশন’ এর সিক্যুয়েল বড় পর্দার পরিবর্তে সিরিজ হিসেবেও রিলিজ হতে পারে। যদিও এই বিষয়ে এখনও অফিসিয়ালি কোন তথ্য সামনে আসেনি।

অনুমান করা হচ্ছে যে ফ্যাশনের সিক্যুয়েলে হয়তো প্রিয়াঙ্কা চোপড়া এবং কঙ্গনা রানাওতকে পুনরায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।

Recent Posts

link to নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি নামে পরিচিত সুভাষ চন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের...