শোভন – সোহিনীর দাম্পত্য জীবনের শুভসূচনা , অতিথি তালিকায় হাজির ছিলেন কারা?

শোভন সোহিনীর বিয়ে

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ছিমছাম ভাবে বিয়ে সারলেন টলিপাড়ার চর্চিত জুটি শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার। প্রেমের সম্পর্কের বয়স যখন এক বছর তখনই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী।

বিবাহ বন্ধনে আবদ্ধ তারকা জুটি
Pin it

সোমবার 15 জুলাই দক্ষিণ চব্বিশ পরগণার এক ফার্মহাউসে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি৷ বিয়ের দিন সকালে গায়ে হলুদ পর্ব মিটিয়ে আইনি বিয়ে সারেন তারা।

বিয়ের পরদিন ঘরোয়া ভাবেই হবে বউভাত। তবে জানা গেছে শীতকালে ধূমধাম করে রিসেপশনের আয়োজন করবেন এই জুটি।

আইনি বিয়ে সারার পরেই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ বিয়ের ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন – “দেখা হওয়ার এক বছরে,একই সাথে একই ঘরে…।”

এক বছরের সম্পর্কে
Pin it

কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয় তারকা জুটির বিয়ের আদুরে ছবি এবং ভিডিও। কালচে মেরুন রঙের বেনারসির সঙ্গে সাদা রঙের ব্লাউজ , গা ভর্তি গয়না, হাতে শাঁখা-পলা, আলতা তার সঙ্গে মানানসই ভাবে কপালে ছোট কলকা এবং খোঁপায় জুঁইফুলের মালায় সেজেছিলেন নায়িকা। অন্যদিকে শোভনের পরনে ছিল লাল সুতোয় কাজ করা সাদা রঙের পাঞ্জাবি এবং ম্যাচিং ধুতি।

বিয়ের অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুদের পাশাপাশি টলিউডের কয়েকজন তারকাও উপস্থিত ছিলেন যার মধ্যে রয়েছেন সৌরভ দাস ও দর্শনা বণিক, অঙ্কিতা চক্রবর্তী এবং আরও কয়েকজন।

শোভন-সোহিনী
Pin it

বিগত কয়েক মাস থেকেই টলিপাড়ায় শোভন-সোহিনী জুটির বিয়ে নিয়ে আলোচনা চলছিল৷ গত বছর নজরুল মঞ্চে যিশু সেনগুপ্তের বাইশে শ্রাবণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহিনী ও শোভন, সেখান থেকেই নাকি তাদের প্রেমপর্বের সূচনা হয় বলে জানা গেছে।

শোভনের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন সোহিনী। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লেখেন – “স্মৃতি আর খসড়াগুলো মুছে ফেলছি।” রণজয়ের এই পোস্ট ঘিরে চর্চা শুরু হয় নেটপাড়ায়। নেটিজেনদের একাংশের ধারণা হয়তো সোহিনীর স্মৃতি মুছে ফেলার ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।

Recent Posts

link to অরুণ কুমার বসাক – পদার্থবিদ্যা ও শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ জীবন

অরুণ কুমার বসাক – পদার্থবিদ্যা ও শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ জীবন

অধ্যাপক অরুণ কুমার বসাক একজন বিখ্যাত বাংলাদেশী পদার্থবিদ এবং শিক্ষক। তিনি...