🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।
Play Now
স্ট্রোক, মানসিক চাপ ও স্নায়ুর সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন বাংলার হাজার হাজার মানুষ। প্রতি বছর রাজ্যে অন্তত দেড় লক্ষ মানুষ স্ট্রোকে আক্রান্ত হন! তবে আশার খবর, এবার সেই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসছে কলকাতার ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (আইএনকে)।চিকিৎসার ক্ষেত্রে নতুন যুগের সূচনা— আসছে ‘স্নায়ুতীর্থ’!ীি
আইএনকে-র ১৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশাল চমক! রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানালেন, ইতিমধ্যেই শুরু হয়েছে ৮০ একর জমিতে গড়ে তোলা এক অভূতপূর্ব নিউরো চিকিৎসা নগরী— ‘স্নায়ুতীর্থ’।
প্রথম ধাপে নির্মাণ হবে ৬০৫ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল ও ১৫০ আসনের আধুনিক মেডিকেল কলেজ। আর এখানেই শেষ নয়!
পরবর্তী ধাপে থাকছে—
- জৈব গবেষণা কেন্দ্র
- স্পোর্টস মেডিসিন রিসার্চ হাব
- আন্তর্জাতিক মানের নিউরো বিশ্ববিদ্যালয়
হাসপাতালের কর্ণধার আর পি সেনগুপ্ত জানিয়েছেন, এই প্রকল্প শুধু রাজ্য নয়, গোটা দেশের নিউরো চিকিৎসার মানচিত্রে গুরুত্বপূর্ণ মোড় আনবে।
‘গামা নাইফ’ আসছে বাঙুরে!
মস্তিষ্কের জটিল টিউমার কিংবা সার্জারির ক্ষেত্রে বিপ্লব ঘটাতে চলেছে ‘গামা নাইফ’ প্রযুক্তি— যা খুব শীঘ্রই চালু হবে সরকারি বাঙুর ইনস্টিটিউটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামী শাস্ত্রজ্ঞানন্দ, প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ়-সহ বিশিষ্টজনেরা।
স্নায়ুরোগে ভুগছেন? চাপে নাজেহাল?
আর চিন্তা নয়! ‘স্নায়ুতীর্থ’ আনবে স্বস্তির আশ্বাস, দেবে সুস্থ জীবনের নতুন দিশা। শুধু চিকিৎসা নয়— গবেষণা, শিক্ষা, ক্রীড়া ও মানসিক সুস্থতার কেন্দ্র হয়ে উঠবে এই প্রকল্প। বাঙলার গর্ব হতে চলেছে ‘স্নায়ুতীর্থ’!
শেয়ার করে সবাইকে জানান এই যুগান্তকারী খবর!



