26 বছর পর আবার ফিরে এল! প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে Soldier ছবির সিক্যুয়েল

26 বছর পর আবার ফিরে এল! প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে Soldier ছবির সিক্যুয়েল

নব্বই দশকের ব্লকবাস্টার সিনেমার তালিকায় অন্যতম উল্লেখযোগ্য সিনেমা ছিল ‘Soldier’। সিনেমার কাহিনি, ডায়লগ এবং গানগুলো এতটাই জনপ্রিয় হয়েছিল যে আজও এই সিনেমার কথা দর্শকের মনে রয়েছে।

রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই Soldier সিনেমার সিক্যুয়েলের কাজ শুরু হবে। সম্প্রতি ‘ইশক ভিশক’ সিনেমার সিক্যুয়েলের পরে রমেশ তৌরানি তাঁর আইকনিক সিনেমা Soldier 2 এর সিক্যুয়েল এর কাজ এগোচ্ছে বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন 2025 সাল থেকেই এই সিনেমার শ্যুটিং শুরু হয়ে যাবে। তিনি বলেছেন যে খুব শীঘ্রই অফিসিয়াল ডিটেইলস জানানো হবে। 

Soldier ছবির সিক্যুয়েল
Pin it

1998 সালে মুক্তিপ্রাপ্ত ‘Soldier’ সিনেমায় ববি দেওলের সঙ্গে অভিনয় করেছিলেন প্রীতি জিন্টা। তবে এই সিনেমায় ববি দেওল এবং প্রীতি জিন্টার জুটিকে পুনরায় দেখা যাবে কিনা সেটা এখনও নিশ্চিত ভাবে জানা যায় নি। এই প্রসঙ্গে রমেশ তৌরানি বলেছেন – “আমরা এখনও কাস্ট সম্পর্কে নিশ্চিত নই,এই বিষয়টা এই সিনেমার কাহিনির উপর নির্ভর করবে, তার পরেই আমরা সিদ্ধান্ত নেব যে ববি এবং প্রীতি এই সিনেমার পার্ট হবেন কি না। ”

অন্যদিকে দীর্ঘদিন সিনেমা জগত থেকে দূরে থাকার পর ‘Animal ‘ সিনেমার হাত ধরে বলিউডে কাম ব্যাক করেন ববি দেওল। ‘অ্যানিমেল’ এর সাফল্যের পরে ববি দেওলকে তার পরবর্তী সিনেমা ‘কঙ্গুয়া’তেও নেগেটিভ চরিত্রে দেখা যাবে। পাশাপাশি আলিয়া ভাট অভিনীত ‘আলফা-এ’ সিনেমাতেও তাকে ভিলেনের চরিত্রে দেখা যাবে।

Recent Posts

link to অরুণ কুমার বসাক – পদার্থবিদ্যা ও শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ জীবন

অরুণ কুমার বসাক – পদার্থবিদ্যা ও শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ জীবন

অধ্যাপক অরুণ কুমার বসাক একজন বিখ্যাত বাংলাদেশী পদার্থবিদ এবং শিক্ষক। তিনি...