তাপসী পান্নুর নতুন সিনেমা ‘ Phir Aayi Hasseen Dillruba’, কবে কোথায় দেখা যাবে জেনে নিন ডিটেইলস

তাপসী পান্নুর নতুন সিনেমা ' Phir Aayi Hasseen Dillruba'

2021 সালে মুক্তিপ্রাপ্ত ‘হাসিন দিলরুবা’ সিনেমাটি নেটফ্লিক্সের মোস্ট ওয়াচড সিনেমা ছিল। শীঘ্রই এই সিনেমার সিক্যুয়েল ‘ ফির আয়ি হাসিন দিলরুবা’ মুক্তি পেতে চলেছে।

ভালোবাসা, প্রতারণা এবং অপরাধের এই কাহিনি দর্শকমনে  আরও একবার আলোড়ন তৈরি করতে প্রস্তুত। সোমবার নেটফ্লিক্সে এই সিনেমার মোশন পোস্টার শেয়ার করা হয়। সেই মোশন পোস্টার থেকে জানা গেছে যে সাসপেন্স এ ভরপুর এই সিনেমাটি 9 অগাস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই ভিডিও ক্লিপে সিনেমার প্রধান চরিত্রদের লুক দেখানোর পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে ‘এক হাসিনা থি’ গানটি শোনা যায়।

Phir Aayi Hasseen Dillruba
Pin it

ইয়ালো প্রোডাকশন এবং টি-সিরিজের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় সানি কৌশল, বিক্রান্ত মেসি এবং তাপসী পান্নুর পাশাপাশি জিম্মি শেরগিলকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এই সিনেমায় রানির ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকে, রিশুর চরিত্রে থাকবেন বিক্রান্ত মেসি এবং অভিমন্যুর চরিত্রে সানি কৌশলকে দেখা যাবে।

2021 সালে মুক্তিপ্রাপ্ত ‘হাসিন দিলরুবা’ সিনেমায় বিক্রান্ত মেসি এবং তাপসী পান্নুর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন হর্ষবর্ধন রানে। তবে এই সিনেমার সিক্যুয়েলে দেখা যাবে না তাকে।

অন্যদিকে চলতি বছর 15 অগাস্ট সিনেমাহলে মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত ‘ খেল খেল মে’। এই সিনেমায় অক্ষয় কুমার, বাণী কাপুর, ফারদিন খানের সঙ্গে তাপসী পান্নুকেও দেখা যাবে।

তাপসী পান্নু
Pin it

এর আগে গতবছর অর্থাৎ 2023 সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ডাঙ্কি সিনেমায় বলিউডের বাদশা কিং খানের সঙ্গে দেখা গেছিল তাপসী পান্নুকে।

Recent Posts

link to নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি নামে পরিচিত সুভাষ চন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের...