এটা আমরা সবাই জানি যে কর্মোপযোগী স্কিল জানা থাকলে কাজ খুঁজে নিতে খুব একটা সমস্যা হয় না। কিন্তু কোন স্কিল সময়োপযোগী হবে সেটা আমরা অনেক সময় সঠিকভাবে নির্ধারণ করতে পারি না।
অনেকেই রুটিন মাফিক 9-5 টার ডিউটি করতে পছন্দ করেন না। তাদের জন্য ফ্রিল্যান্সিং কিন্তু দুর্দান্ত অপশন। নিজের সময় অনুযায়ী যে কোন জায়গায় বসে কাজ করে নেওয়া যায়। জেনে নিন 2024 সালের সেরা 5 টি ফ্রিল্যান্সিং স্কিল।
1.গ্রাফিক ডিজাইনিং
যে কোন পণ্য বা প্রতিষ্ঠানের মার্কেটিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রাফিক্স।লোগো,পোস্টার থেকে বিভিন্ন ধরনের ব্যানার তৈরি এইসব কিছুর প্রতি যদি আপনার আগ্রহ থাকে এবং আপনার মধ্যে সৃজনশীলতা থাকে তাহলে আপনি গ্রাফিক ডিজাইনিং শিখতে পারেন৷
অনেক কোম্পানি ফ্রিল্যান্সিং ডিজাইনার নিয়োগ করে থাকে। এর ফলে আপনি একাধিক কোম্পানির হয়ে গ্রাফিক ডিজাইনিং করতে পারেন। এতে কিন্তু উপার্জনও ভালো হবে। উপরন্তু আপনি আপনার সময়মতো ঘরে বসেই কাজটি করতে পারবেন।
2.ফটোগ্রাফি
বর্তমান সময়ে ফটোগ্রাফি কিন্তু বেশ চাহিদাপূর্ণ কাজ। কোন ইভেন্টের জন্য হোক কিংবা কোন বিশেষ অনুষ্ঠানের মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে তুলতে আমরা সবাই দক্ষ ফটোগ্রাফারের সন্ধান করে থাকি।
ফটোগ্রাফি জানা থাকলে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিজ্ঞাপন সংস্থা ইত্যাদি জায়গায় ফুল টাইমের পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজের সুযোগ পাওয়া যায়।
3.ডিজিটাল মার্কেটিং
অনলাইন মার্কেটিং এর মাধ্যমেও কিন্তু খুব দ্রুত গতিতে ব্যবসার প্রচার এবং প্রসার সম্ভব। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ওয়েবসাইটের ট্রাফিক বাড়িয়ে তোলা সম্ভব হয়।
আজকাল সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলোর চাহিদা কিন্তু তুঙ্গে। তাই আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং করেও প্রচুর টাকা আয় করতে পারবেন। সমগ্র ইন্টারনেট জুড়েই এই কাজের চাহিদা রয়েছে।
4.কন্টেন্ট রাইটিং
আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন এবং ভাষার উপর দক্ষতা থাকে তাহলে আপনার কাছে ফ্রিল্যান্সিং এর সুবর্ণ সুযোগ রয়েছে। ব্লগ লিখে, আর্টিকেল লিখে বর্তমান সময় ভালো মতো উপার্জন করা সম্ভব।
সঠিক কিওয়ার্ডের ব্যবহার এবং এসইও মেনে লিখতে আপনার লেখা খুব সহজেই প্রচুর মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। আপনি যদি বাড়িতে থেকে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে অনলাইনের জন্য কনটেন্ট রাইটিং কিন্তু দারুণ অপশন।
বিজ্ঞাপন সংস্থা, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ক্ষেত্রে কনটেন্ট রাইটারদের কাজের সুযোগ রয়েছে।
5.ডেটা এনালাইসিস
আপনি যদি এমন কিছু স্কিল শিখতে চান যার চাহিদা পরবর্তী সময়ে আরও বাড়বে তাহলে নিঃসন্দেহে ডেটা এনালাইসিস শিখুন৷
গবেষণা প্রতিষ্ঠান থেকে গোয়েন্দা সংস্থা, চিকিৎসা ক্ষেত্র, ব্যাংকিং, ব্যবসা সব জায়গায় ডেটা এনালিস্ট দের চাহিদা রয়েছে। ফ্রিল্যান্সিং এর জন্যও এই কাজটি বেশ ভালো। এর মাধ্যমে প্রতি মাসে মোটা টাকা আয় করা সম্ভব।