জিমেল হ্যাক করে তথ্য চুরি! ক্লোনিংয়ে কাঁপছে সাইবার দুনিয়া, সতর্কবার্তা গুগ্‌লের

জিমেল ক্লোনিংয়ে সাইবার চাঞ্চল্য

আপনার ইনবক্সে কোনও ‘গুগ্‌ল’-এর মেইল এসেছে? সাবধান! এক ক্লিকেই সর্বনাশ হতে পারে! দিনের পর দিন বাড়ছে সাইবার অপরাধ, আর এবার নিশানায় সরাসরি জিমেল!

কোটি কোটি ব্যবহারকারীর তথ্য এখন বিপদের মুখে। গুগ্‌লের নাম ভাঁড়িয়ে ফাঁদ পেতেছে হ্যাকাররা। আর এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সাইবার দুনিয়ায়।

কীভাবে হচ্ছে এই হ্যাকিং?

জিমেল হ্যাক করে তথ্য চুরি!

প্রযুক্তি বিশেষজ্ঞ নিক জনসন সম্প্রতি এক্স (পূর্বতন টুইটার)-এ একটি পোস্টে ফাঁস করেন হ্যাকারদের ভয়ানক কৌশল। তিনি লেখেন—

“গুগ্‌লের অফিসিয়াল ই-মেল অ্যাড্রেস ক্লোন করে গ্রাহকদের মেসেজ পাঠাচ্ছে হ্যাকাররা। মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই, ইউজার চলে যাচ্ছে এক নকল (ফিশিং) ওয়েবসাইটে, আর সেখান থেকেই চুরি হয়ে যাচ্ছে ব্যক্তিগত সব তথ্য— পাসওয়ার্ড, ই-মেল কনটেন্ট, এমনকি ব্যাঙ্ক সংক্রান্ত ডেটাও!”

গুগ্‌ল স্বীকার করল, হ্যাঁ এমন ঘটনা ঘটছে। এবং দ্রুতই নেওয়া হবে কড়া ব্যবস্থা!

তাহলে আপনি কী করবেন? কীভাবে বাঁচবেন এই সাইবার হামলা থেকে?

গুগ্‌লের তরফ থেকে দেওয়া হয়েছে কড়া সতর্কবার্তা ও ৫টি জরুরি টিপস—

কীভাবে বাঁচবেন এই সাইবার হামলা থেকে?
  • ১. কোনও সন্দেহজনক মেইল খুলবেন না। ‘গুগ্‌ল’-এর নামে এলেও যাচাই না করে লিঙ্কে ক্লিক নয়!
  • ২. দ্বিস্তরীয় নিরাপত্তা (Two-Step Verification) অন করুন। একাধিক নিরাপত্তা স্তর আপনাকে বাঁচাতে পারে চুরি থেকে।
  • ৩. নিয়মিত পাসওয়ার্ড বদলান, আর ব্যবহার করুন এমন পাসওয়ার্ড যা সহজে ভাঙা যায় না।
  • ৪. কোনও সন্দেহজনক ওয়েবসাইটে লগইন করবেন না। URL ঠিক আছে কি না, দেখে নিন ভালো করে।
  • ৫. অফিশিয়াল গুগ্‌ল অ্যাপ ও সাইট ছাড়া কিছু ব্যবহার করবেন না।

এই মুহূর্তে সচেতনতাই একমাত্র অস্ত্র। ভুল ক্লিকে সর্বনাশ, সতর্ক থাকলেই রক্ষা! এই প্রতিবেদনটি বন্ধু, পরিবার, সহকর্মী— সবার সঙ্গে শেয়ার করুন। একসঙ্গে সচেতন হলে তবেই আটকানো যাবে এই সাইবার দুর্বৃত্তদের!

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts