অগাস্ট মাসে ভারতীয় মার্কেটে বেশ কিছু দীর্ঘ প্রতীক্ষিত ফোন লঞ্চ হতে চলেছে। যার মধ্যে রয়েছে ফ্ল্যাগশিপ Pixel 9 সিরিজ, Vivo V40 সিরিজ, Motorola Edge 50, Poco-এর M6 Plus ইত্যাদি। জেনে নিন এইসব ফোনের লঞ্চ ডিটেইলস এবং প্রাইমারি স্পেসিফিকেশন।
Pixel 9 সিরিজ
Google এর তরফে জানানো হয়েছে যে Pixel 9 সিরিজটি অগাস্টে কোম্পানির একটি ইভেন্টের মাধ্যমে লঞ্চ হবে। এই সিরিজের অধীনে Google Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL এবং Pixel 9 Pro Fold ফোন লঞ্চ হতে পারে। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে Pixel 9 সিরিজটি তালিকাভুক্ত হয়েছে। ভারতে এই সিরিজের ফোনগুলি 14 অগাস্ট থেকে সেলের জন্য পাওয়া যাবে। এই সিরিজের স্মার্টফোনের প্রারম্ভিক দাম হবে প্রায় 82,000 টাকা।
Vivo V40 সিরিজ
Vivo কোম্পানির তরফে কনফার্ম করা হয়েছে যে V40 সিরিজ আগামী মাসে ভারতে লঞ্চ হবে। স্মার্টফোনগুলি ইতিমধ্যেই BIS সার্টিফিকেশন তালিকাভুক্ত হয়েছে এবং Flipkart এ সেলের জন্য পাওয়া যাবে। এই ফোনের ক্যামেরায় ZEISS ব্র্যান্ডিং থাকবে এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার মধ্যে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP টেলিফটো সেন্সর থাকবে। এই সিরিজের ফোনগুলি সবচেয়ে হালকা হবে,যার মধ্যে একটি 5,500mAh ব্যাটারি থাকবে।
Motorola Edge 50
Motorola কোম্পানির তরফে জানানো হয়েছে MIL-810 মিলিটারি গ্রেড সার্টিফিকেশন যুক্ত কোম্পানির লেটেস্ট ডিভাইস Motorola Edge 50, ভারতে 1 অগাস্ট Flipkart এর মাধ্যমে লঞ্চ হবে। এই ফোনটিতে একটি 6.67-ইঞ্চি pOLED ডিসপ্লে থাকবে যা 1900 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ফোনে Qualcomm Snapdragon 7 gen 1 চিপসেট থাকবে৷ এছাড়াও 256GB পর্যন্ত RAM সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানির তরফে জানানো হয়েছে Motorola Edge 50 ফোনে 3 বছরের OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ থাকবে।
Poco M6 Plus
Poco 1 অগাস্ট তাদের M সিরিজের অধীনে Poco M6 Plus ফোনটি লঞ্চ করবে। এই স্মার্টফোনটিতে একটি 6.79-ইঞ্চি LCD স্ক্রিন থাকতে পারে যা 16 মিলিয়ন কালার ডিসপ্লে সাপোর্ট করবে। এই ফোনে 240 Hz টাচ স্যাম্পলিং রেট এবং 120 Hz রিফ্রেশরেট থাকবে। এই ফোনের ডিসপ্লে 1080 x 2460 পিক্সেল রেজলিউশন, 20:9 অ্যাস্পেক্ট রেশিও এবং 850 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। Poco M6 Plus 5G Qualcomm ফোনে 2.2 GHz অক্টা-কোর প্রসেসর যুক্ত Snapdragon 4 Gen2 Advanced Edition চিপসেট থাকতে পারে। এই ফোনটি মিড বাজেটে লঞ্চ হবে।