ফেসবুকে পোস্ট করলেই আয়! কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বড় আপডেট

ফেসবুক মনিটাইজেশন

আপনি কি ফেসবুকে নিয়মিত পোস্ট করেন? এবার শুধু পোস্ট করলেই আসবে টাকা! হ্যাঁ, ঠিকই শুনছেন! ফেসবুক নিয়ে এলো নতুন কন্টেন্ট মনিটাইজেশন আপডেট, যার ফলে কন্টেন্ট তৈরি করেই আয় করা যাবে। কীভাবে? চলুন, বিস্তারিত জেনে নিই।

কন্টেন্ট মনিটাইজেশন কী?

ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মনিটাইজেশন ফিচার চালু করেছে, যার মাধ্যমে তারা ভিডিও, রিলস, আর্টিকেল বা পোস্টের মাধ্যমে আয় করতে পারবেন। এখন থেকে শুধুমাত্র পোস্ট করলেই রেভিনিউ জেনারেট হবে।

ফেসবুক মনিটাইজেশন কীভাবে কাজ করে?

ফেসবুকে পোস্ট করলেই আয়!

✅ ভিডিও মনিটাইজেশন – ভিডিও কন্টেন্টে অ্যাড (In-Stream Ads) বসিয়ে আয় করা যাবে।
✅ রিলস মনিটাইজেশন – জনপ্রিয় Facebook Reels থেকেও ইনকাম করা সম্ভব হবে।
✅ সাবস্ক্রিপশন – অনুগামীরা নির্দিষ্ট অর্থ প্রদান করে Exclusive কন্টেন্ট দেখতে পাবেন।
✅ Facebook Stars – ফলোয়াররা আপনাকে Facebook Stars পাঠিয়ে টাকা দিতে পারবেন।
✅ ব্র্যান্ড পার্টনারশিপ – স্পন্সরশিপের মাধ্যমে ব্র্যান্ডদের সঙ্গে কাজ করে আয় করা যাবে।

কে কন্টেন্ট মনিটাইজেশন করতে পারবেন?

✔️ ফেসবুক পেজ অথবা প্রোফাইল থাকতে হবে।
✔️ কমপক্ষে ১০,০০০ ফলোয়ার থাকতে হবে (কিছু ক্ষেত্রে কম হলেও চলবে)।
✔️ গত ৬০ দিনে ৬০০,০০০ মিনিট ভিডিও ভিউ থাকতে হবে।
✔️ ফেসবুকের গাইডলাইন মেনে কন্টেন্ট পোস্ট করতে হবে।

কীভাবে ফেসবুক মনিটাইজেশনের জন্য আবেদন করবেন?

1️⃣ Facebook Creator Studio তে যান।
2️⃣ Monetization Tab এ ক্লিক করুন।
3️⃣ Eligibility Check করুন।
4️⃣ শর্ত পূরণ করলে Apply করুন।
5️⃣ Approval পাওয়ার পর আয় শুরু করুন!

ফেসবুক থেকে আয় কবে শুরু হবে?

মনিটাইজেশন নিয়ে বড় আপডেট

📌 আপনার আবেদন অনুমোদিত হলে সঙ্গে সঙ্গে মনিটাইজেশন চালু হবে।
📌 আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পেমেন্ট মেথড যুক্ত করুন।
📌 প্রতি মাসে নির্দিষ্ট সময়ে ইনকাম আপনার অ্যাকাউন্টে আসবে।

এখনই সুযোগ! ফেসবুক থেকেও হবে ইনকাম!

আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আর দেরি না করে ফেসবুক মনিটাইজেশন চালু করুন আর ঘরে বসেই আয় শুরু করুন! আপনার পরিচিতদের সঙ্গে এই খবর শেয়ার করুন, যাতে তারাও এই সুযোগ নিতে পারেন!

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts