আজ আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার সাথে কমবেশি কোন না কোন ভাবে যুক্ত থাকি। সামাজিক মাধ্যমগুলোর মধ্যে বর্তমান সময়ে ফেসবুক একটি বহুল ব্যবহৃত প্লাটফর্ম। সময়ের সাথে সাথে সারা বিশ্বের বহু মানুষ ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করে এই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হচ্ছেন। কিন্তু যারা এর ব্যবহার এখনও করেন নি তাদের মধ্যে অনেকেই জানেন না কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় বা কিভাবে ফেসবুক আইডি খুলতে হয়। তাই আজকের এই প্রতিবেদনে আমরা সরাসরি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি নিয়ে আলোচনা করবো।
ফেসবুক কবে তৈরি হয় ? When was Facebook created?
2004 সালে মার্ক জুকারবার্গ ফেসবুক তৈরি করেছিলেন। তিনি যখন এই ওয়েবসাইট তৈরি করেন তখন মার্ক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, আর এই ওয়েবসাইটটি তখন শুধু ঐ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ব্যবহার করতে পারতেন।
পরবর্তী সময়ে এই প্ল্যাটফর্মের আপডেট করা হয়। ক্রমে 2006 সাল থেকে, 13 বছর বা তার বেশি বয়সের যে কেউ একটি ইমেল আইডি ব্যবহার করে ফেসবুকে যোগদান করতে পারে, এমন বৈশিষ্ট্য এতে যুক্ত করা হয়েছে।
তবে বর্তমানে, যেকোনো ব্যক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিজের ইমেল বা ফোন নম্বর ব্যবহার করে প্রোফাইল তৈরি করতে পারে।
একটা কথায় সকলেই হয়তো একমত যে, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হল ফেসবুক। এই প্লাটফর্ম ব্যাপকভাবে বিশ্বের বহু পরিবার এবং বন্ধুদের পরস্পরের সাথে অনলাইনে সংযোগ করতে এবং বিভিন্ন মুহূর্ত শেয়ার করতে ব্যবহৃত হয়।
বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে, বর্তমানে বিশ্বব্যাপী 2.85 বিলিয়ন ফেসবুক ব্যবহারকারী আছেন, এদের মধ্যে 1.78 বিলিয়ন ব্যবহারকারী দিনে অন্তত একবার হলেও ফেসবুকে লগ ইন করে থাকেন।
ফেসবুক অ্যাকাউন্টের প্রধান বৈশিষ্ট্য, Key Features of Facebook Account: :
ফেসবুক একটি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম হলে, এটি আজকাল বিভিন্ন ব্যবসা এবং প্রতিষ্ঠান হিসেবে একটি প্রধান প্রচারমূলক চ্যানেল হিসেবেও পরিচিত। বলাই বাহুল্য যে, ফেসবুক জনস্বার্থে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার বা বৈশিষ্ট যোগ করছে।
ফেসবুকের কিছু মূল বৈশিষ্ট্য রয়েছে যা সম্পর্কে এর ব্যবহারকারীরা অবগত। ফেসবুকের প্রধান বৈশিষ্ট্যগুলি হল –
News Feed/ নিউজ ফিড :
একজন ব্যবহারকারী ফেসবুক যাদের সাথে যুক্ত, তাদের কোনো Page, কারও Profile এবং কোনো Group Post ইত্যাদি আপনার প্রফাইলের নিউজ ফিডে প্রদর্শিত হয়। এটি হল ফেসবুকের মূল পৃষ্ঠা বা হোমপেজ, এটি ফেসবুকে লগ ইন করার সময় আপনি দেখতে পাবেন।
ফ্রেন্ড রিকোয়েস্ট :
ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে অন্য একজন ফেসবুক ব্যবহারকারীকে ফ্রেন্ড বা বন্ধু হিসেবে যুক্ত করা যায়। একে অপরের একাউন্টে যুক্ত হওয়ার পর ব্যবহারকারীরা পরস্পরের পোস্ট করা আপডেটগুলো সরাসরি নিউজ ফিডে দেখতে পারেন।
Timeline/ টাইমলাইন :
ফেসবুকের টাইমলাইন হল নির্দিষ্ট ব্যবহারকারী বা কোনো পেজের সমস্ত পোস্টের একটি সংরক্ষণাগার। আপনি নিজের প্রোফাইল থেকে যা শেয়ার বা পোস্ট করবেন তা সব টাইমলাইনে তারিখ অনুসারে সাজানো থাকে।
লাইক/রিয়েকশন :
একজন ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইলের সাথে যুক্ত থাকা অন্য অ্যাকাউন্ট বা পেজের পোস্টে লাইক বা প্রতিক্রিয়া দিয়ে সেই পোস্টের প্রতি নিজের মতামত বা অনুভূতি প্রকাশ করতে পারেন।
Inbox/ মেসেজ বক্স:
ফেসবুকে যুক্ত থাকা বন্ধুদের সাথে ব্যক্তিগত বার্তা বা গ্রুপ চ্যাট করার জন্য ইনবক্স ব্যবহৃত হয়।
Facebook Group :
একটি নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে ফেসবুক ব্যবহারকারীদের গ্রুপ তৈরি করা যায়, যেখানে গ্রুপের সদস্যরা পোস্ট করে অথবা লিখে নিজের বক্তব্য প্রকাশ করতে পারেন।
Facebook Story :
ফেসবুক স্টোরি হল ব্যবহারকারীদের জন্য ছবি বা ভিডিও পোস্ট করার এক ফিচার, যা 24 ঘন্টা পরে অদৃশ্য হয়ে যায়।
Facebook Page :
যারা ফেসবুক প্রোফাইল ব্যবহার করে থাকে তারা নিজের প্রোফাইলের পাশাপাশি একাধিক ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। জেনে রাখা ভালো যে, ফেসবুক পেজ বিভিন্ন ক্যাটাগরির হয়। আপনার যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন তবে সেই ব্যবসাটি ফেসবুক পেজের মাধ্যমে বহু মানুষের সামনে তুলে ধরতে পারবেন। এটা কিছুটা প্রচারের কাজ করে থাকে।
ফেসবুক একাউন্ট খুলতে কি কি লাগে ? What is required to open a Facebook account?
ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে একটি মোবাইল ফোন বা কম্পিউটার থাকা জরুরি। এছাড়াও ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যা যা লাগে, সেগুলি হল–
- ইন্টারনেট সংযোগ
- ইমেল অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর
- নতুন Facebook অ্যাকাউন্ট খুলতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে 13 বছর হতে হবে।
কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন ? How to create a Facebook account?
ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা খুব সহজ। নির্দিষ্ট কিছু ধাপ অনুসরন করে কারও সহায়তা ছাড়া আপনি নিজেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। ধাপ বা স্টেপগুলো দেখে নিন :
- ফেসবুক অ্যাকাউন্ট তৈরি জন্য মোবাইল বা কম্পিউটারে গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নিন। অ্যাপটি ডাউনলোড হলে তা ওপেন করুন।
- তবে যদি কেউ ফেসবুক অ্যাপটি ডাউনলোড করতে না চান, সেক্ষেত্রে নিজের ফোনের যেকোনো ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন Facebook কিংবা Facebook.com লিখে। দেখবেন আপনার সামনে ফেসবুকের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে, এরপর www.facebook.com লিঙ্কটিতে ক্লিক করুন।
- অ্যাপ হোক কিংবা ওয়েবসাইট, ওপেন করার পর আপনার সামনে দুটো অপশন দেখাবে, Log in এবং Create new account। নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হলে Create new account ক্লিক করতে হবে।
- তারপর আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে, সেখানে Get started এ ক্লিক করতে হবে।
- তবে অনেক সময় Get started পেজটি না খুলে, সরাসরি আপনার নাম এবং পদবী লেখার পেজও আসতে পারে। সেক্ষেত্রে যা পেজে চাওয়া হয়েছে সেই সব তথ্য লিখে দিন। এরপর Next লেখা বোতামটিতে ক্লিক করুন।
- ফেসবুক প্রোফাইল তৈরি করার পর আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্য, যথা জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি ইত্যাদি গোপন রাখতে পারবেন। প্রতি তথ্যের পাশে Edit লেখা বিকল্প থাকবে, যেখানে গিয়ে আপনি Only Me লেখায় ক্লিক করলে তা গোপন থাকবে। এছাড়া পরবর্তী সময় চাইলে আপনি নিজের জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য পরিবর্তন করতে পারবেন।
- ফেসবুক আইডি তৈরি করতে গিয়ে আপনাকে একটি ফোন নম্বর দিতে হবে। এই ফোন নম্বরটি পরবর্তী সময়ে আপনি গোপন রাখতে পারবেন। ফেসবুক অ্যাকাউন্ট লগইন করতে গেলে অনেক সময় ফেসবুক থেকে কোড পাঠানো হয়, আপনার লগইন কোডটি যে ফোন নম্বরটি অ্যাকাউন্ট তৈরি করার সময় দেবেন সেই ফোন নম্বরটিতে ঢুকবে। তাই নম্বর যোগ করা জরুরি।
- তবে আপনি যদি ফোন নম্বর না দিতে চান সেক্ষেত্রে জিমেইল দিয়েও ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- এরপর আপনার সামনে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। এক্ষেত্রে আপনাকে ছয়টি সংখ্যার শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে যাতে অন্যরা আপনার পাসওয়ার্ড অনুমান না করতে পারে। কারো সাথে এই পাসওয়ার্ড শেয়ার করবেন না। পাশাপাশি পাসওয়ার্ড দেওয়ার সময় চেষ্টা করবেন তাতে কিছু বিশেষ ক্যারেক্টার ব্যবহার করার।
- এবার আপনার সামনে দুটো অপশন আসবে যেখানে আপনি চাইলে Save অপশনে ক্লিক করতে পারেন অথবা Not now অপশনটি ক্লক করতে পারেন। যেকোনো বিকল্পে ক্লিক করুন তারপর দেখবেন আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।
- এর পরের পেজটিতে আপনি ‘I agree’ অপশন দেখতে পাবেন, এটি মূলত ফেবুকের terms and Conditions সংক্রান্ত পেজ, সেটা ভালো করে পড়ে ‘I agree’ অপশনটি ক্লক করতে হবে।
- এরপর আপনি যে ফোন নম্বর অথবা জিমেইল আইডি দিয়েছে সেই ফোন নম্বরে অথবা জিমেইল আইডিতে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয় ফেসবুকের তরফ থেকে। এই কোড পরবর্তীতে আসা পেজটিতে বসিয়ে নীচের Next বোতামটি ক্লিক করুন।
- এরপর ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল ফটো দিতে হবে। পাশাপাশি কিছু অ্যাকাউন্ট নাম সহ আপনার সামনে সাবে যাদের ফ্রেন রিকুয়েস্ট পাঠাতে হবে এরপরের পেজে আপনি Get started অপশনটি দেখতে পাবেন। এতে ক্লিক করতে হবে। এরপর আপনার প্রোফাইল যখন ওপেন হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে।
জেনে রাখা ভালো যে, কম্পিউটার থেকে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার নিয়ম মোবাইল ফোন থেকে ফেসবুক আইডি খোলার অনুরূপ।
শেষ কথা, Concludion :
ফেসবুক বর্তমানে এতোটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে এর ব্যবহারকারীর সংখ্যা ক্রমে বেড়ে যাচ্ছে। তাছাড়া আজকাল ফেসবুক থেকে বিভিন্ন ভাবে ইনকাম করার সুযোগ রয়েছে। যেমন – অনেকেই ফেসবুকে রিল বা ভিডিও আপলোড করে থাকে, তারা ফেসবুক অ্যাডের মাধ্যমে ইনকাম করছে, আবার অনেক মানুষ আছেন যারা তাদের প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করছে ইত্যাদি।
আশা করি আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা তথ্য থেকে আপনারা সরাসরি ফেসবুক আইডি তৈরি করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
Frequently Asked Questions :
আপনার কাছে মোবাইল ফোন নম্বর না থাকলে, আপনি পরিবর্তে আপনার ইমেল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন৷
আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান, তাহলে এটি পুনরায় সেট করতে আপনার একটি আপডেট করা ফোন নম্বর বা ইমেল ঠিকানা প্রয়োজন৷
আপনার প্রোফাইলে কে আপনার মোবাইল ফোন নম্বর বা ইমেল ঠিকানা দেখতে পাবে তা আপনি নিয়ন্ত্রণ করেন । আপনি ফোন নম্বর যদি only me করে রাখেন তবে আপনি ছাড়া আর কেউ এই নম্বর দেখতে পাবেই না।