Intel করতে চলেছে ১৮ হাজার কর্মী ছাঁটাই। বিনা মেঘে বজ্রপাত কর্মচারীদের

Intel

বিশ্বের অন্যতম বড় তথ্যপ্রযুক্তি সংস্থা এবং চিপ প্রস্তুতকারী সংস্থা ইন্টেলের কর্মচারীদের জন্য দুঃসংবাদ। বিপুল আর্থিক ক্ষতির কারণে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে ইন্টেল৷ সংস্থার তরফে জানানো হয়েছে বিপুল লোকসানের জেরে চলতি বছরে 200 কোটি ডলার খরচ কমানোর পরিকল্পনা করা হয়েছে, সেই কারণেই কোম্পানির তরফে 15 শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করা হয়েছে। কোম্পানির এই সিদ্ধান্তের পর বিনা মেঘে বজ্রপাত কর্মচারীদের।

কর্মী ছাঁটাই

গতবছরের পরিসংখ্যান অনুযায়ী ইন্টেল এর মোট কর্মচারীর সংখ্যা প্রায় 1,24,800 জন। সেই হিসেব অনুযায়ী আনুমানিক 18,000 কর্মী চাকরি হারাতে চলেছেন বলে অনুমান করা হচ্ছে৷ এই বছরের শেষের দিকেই কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

Intel

বিগত কয়েক দিনে কোম্পানির শেয়ারের গ্রাফও অনেকটাই নেমেছে। ফলে আগামী সময়ে এই সংস্থায় বিনিয়োগকারীদের বিপুল লোকসান হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্টেলের চিফ এক্সিকিউটিভ প্যাট জেলসিঙ্গারের বক্তব্য অনুযায়ী চলতি অর্থবর্ষের দ্বিতীয় এৈমাসিকে কোম্পানির পারফরম্যান্স একেবারেই আশানুরূপ ছিল না।

Intel কোম্পানীর কর্মী ছাঁটাই

লাভের পরিবর্তে কোম্পানির 160 কোটি ডলার লোকসানের সম্মুখীন হতে হয়েছে। তিনি আরও বলেছেন যে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের পরিকাঠামো তৈরিতে জলের মতো টাকা খরচ করা হয়েছে, কিন্তু তারা এই সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছে।

ইজরায়েলে একটি চিপ কারখানা নির্মাণের জন্য মার্কিন টেক জায়ান্ট ইন্টেল এর আনুমানিক 15 বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা ছিল। যদিও জুলাই মাসেই তারা সেই কাজ বন্ধ করে দিয়েছে।

Recent Posts