ভারতে লঞ্চ হল iQOO এর লো বাজেট iQOO Z9 Lite5G স্মার্টফোন। মাত্র 10 হাজারের বাজেটে লঞ্চ হওয়া এই ফোনে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 12GB পর্যন্ত র্যাম, MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে। 20 জুলাই থেকে রিটেইল স্টোরে এবং ই কর্মাস প্ল্যাটফর্ম Amazon এ এই ফোনটির সেল শুরু হবে৷
iQOO Z9 Lite 5G ফোনের দাম
iQOO Z9 Lite 5G ফোনটি ভারতে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 4GB RAM + 128GB স্টোরেজ সহ এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম 10,499 টাকা। অন্যদিকে এই ফোনের 6GB RAM +128 স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,499 টাকা। এই ফোনটি Aqua Flow, Mocha Brown এই দুটি কালার অপশনে লঞ্চ হয়েছে।
লঞ্চ অফারের অধীনে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ এই ফোনের সেল প্রাইস আরও 500 টাকা কমে যাবে যার ফলে বেস মডেলের দাম পড়বে 9,999 টাকা এবং টপ মডেলের দাম পড়বে 10,999 টাকা।
iQOO Z9 Lite 5G ফোনের স্পেসিফিকেশন
iQOO Z9 Lite 5G ফোনে কোম্পানি একটি 6.56 ইঞ্চি LCD ডিসপ্লে দিয়েছে, যা 840nits ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
এই ফোনে MediaTek Dimension 6300 দেওয়া হয়েছে। কোম্পানি iQOO Z9 Lite 5G ফোনে 6GB RAM এবং 128 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট দিয়েছে। এই নতুন ডিভাইসটি 1TB expandable স্টোরেজ এবং 6GB Expandable RAM সহ লঞ্চ করা হয়েছে যার ফলে এই ডিভাইসে মোট 12 GB RAM এবং 1 TB স্টোরেজ সাপোর্ট দেখা যাবে।
iQOO Z9 Lite 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি AI ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসটিতে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
iQOO Z9 Lite 5G ফোনটি Android 14 বেসড Fun Touch OS 14-এ রান করে।এই ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে,যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এছাড়াও এই ডিভাইসটিতে IP64 রেটিং, ডুয়াল সিম 5G, Wi-Fi, accelerometer, e-compass,proximity সেন্সর ইত্যাদি ফিচার রয়েছে। এই ফোনটির ওজন 185 গ্রাম।