বর্তমান সময়ে ছোট থেকে বড় সবার হাতেই স্মার্টফোন। স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে ততই তার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। তাই নিজের গ্যাজেট এর উপর নিজেকে সতর্ক থাকতে হবে।
অনেক সময় আপনার পরিচিত ব্যক্তিরা হয়তো আপনাকে বলে যে আপনারা ফোন সবসময় ব্যস্ত আসে অথবা আপনাকে ফোন করলেই নো নেটওয়ার্ক পরিসীমার বাইরে বলে। এই অবস্থায় অনেক সময় আমাদের ফোন অন্য নম্বরে রিডায়রেক্ট করা থাকে।
এই পরিস্থিতিতে আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে তাহলে কি আপনার ফোন ট্র্যাক করা হয়েছে? এটা কিন্তু সত্যি হতেও পারে। কীভাবে ফোন ট্র্যাকিং হয় এবং এই ধরনের সমস্যায় পড়লে কি করা উচিত চলুন জেনে নেওয়া যাক।
অনেক ভাবেই আমাদের ফোন ট্র্যাক হতে পারে। আপনার ডিভাইসের অ্যাক্সেস যদি অন্য কারোর কাছে থাকে তাহলে সে আপনার ফোনের লোকেশন ট্র্যাকিং ফিচারটি এক্টিভ করে রাখতে পারে। এতে আপনার নিরাপত্তার জন্য বিপদজনক হতে পারে।
আপনার স্মার্টফোনটি যদি কোম্পানি থেকে দেওয়া হয় সেক্ষেত্রেও আপনার ফোন ট্র্যাক হতে পারে। এছাড়াও বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলোর মধ্যে ইন বিল্ট ট্র্যাকিং ফিচার থাকে।
আপনি যদি চেক করতে চান যে আপনার ফোন ট্র্যাক হচ্ছে কি না তাহলে নিম্নলিখিত কোডগুলির সাহায্য নিতে পারেন।
*#62#
আপনার নম্বরে ফোন করলে যদি নো সার্ভিস দেখায় তাহলে এই কোডটি ডায়াল করে আপনি জানতে পারবেন যে আপনার কল, মেসেজ বা ডেটা রিডায়রেক্ট করা হয়েছে কি না। অনেক সময় আপনার নম্বর অপরেটারের নামে রি-ডায়রেক্ট হয়ে যায়।
*#21#
আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই কোডটি ডায়াল করে জানতে পারবেন যে আপনার মেসেজ, কল বা ডেটা অন্য কোন নম্বরে ফরওয়ার্ড করা হয়েছে কি না। যদি আপনার কল কোথাও ফরওয়ার্ড করা হয় তাহলে এই কোডের সাহায্যে সেই নম্বর সহ সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন। যেই নম্বরে আপনার কল ফরওয়ার্ড করা হয়েছে সেটাও জেনে যাবেন।
002
আপনার কল যদি অন্য কোন নম্বরে ফরওয়ার্ড করা হয় তাহলে সেটা ডি এক্টিভ করার জন্য এই কোডটা ডায়াল করতে হবে। আপনার যদি মনে হয় যে আপনার কল অন্য কোন নম্বরে ফরওয়ার্ড হচ্ছে তাহলে আপনি কোডটি ডায়াল করতে পারেন।
#4636##
এই কোডটির সাহায্যে আপনি আপনার ফোনের সমস্ত তথ্য পেয়ে যাবেন। যেমন ফোনের মডেল, র্যাম এর ডিটেইলস ইত্যাদি। এই কোডগুলি ডায়াল করলে কোন টাকা কাটবে না।