Jio, Airtel নাকি Vi, মাসিক প্রিপেইড রিচার্জ প্ল্যানে কে বেশি সুবিধা দিচ্ছে, জেনে নিন

রিচার্জ প্ল্যান

মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে ইউজাররা ত্রৈমাসিক কিংবা বার্ষিক রিচার্জ প্ল্যানের তুলনায় মাসিক রিচার্জ প্ল্যানগুলোর প্রতি বেশি আগ্রহ প্রকাশ করছেন। এই পোস্টে আপনাদের Airtel, Vi এবং Jio এর সেরা মাসিক রিচার্জ প্ল্যানের ডিটেইলস জানানো হল।

Jio এর সেরা মাসিক রিচার্জ প্ল্যান –

Jio এর সেরা মাসিক রিচার্জ প্ল্যান

Jio এর 349 টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কলিং এবং 100 টি SMS এর সুবিধা রয়েছে। এছাড়াও আপনি যদি 1 মাসের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যানের খোঁজ করে থাকেন তাহলে Jio এর কাছে সেটাও রয়েছে। Jio এর 319 টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 1 মাস। যেখানে প্রতিদিন 1.5 GB ডেটা ছাড়াও আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি SMS এর সুবিধা রয়েছে। এছাড়াও Jio এর 399 টাকা এবং 449 টাকার মাসিক রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2.5GB এবং 3GB ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি SMS এর সুবিধা রয়েছে।

Airtel এর সেরা মাসিক রিচার্জ প্ল্যান

Airtel এর সেরা মাসিক রিচার্জ প্ল্যান

Airtel এর 379 টাকার মাসিক রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 1 মাস। যেখানে প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100 টি SMS এর সুবিধা রয়েছে। এছাড়াও 349 টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা,আনলিমিটেড কলিং এবং 100 টি SMS এর সুবিধা রয়েছে। তবে এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

Vi এর সেরা মাসিক রিচার্জ প্ল্যান –

Vi এর সেরা মাসিক রিচার্জ প্ল্যান -

Vi এর 379 টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কলিং এবং 100 টি SMS এর সুবিধা রয়েছে। এই প্ল্যানের ভ্যালিডিটি 31 দিন। এছাড়াও Vi এর 365 টাকার প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা এবং 349 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং এবং 100 টি SMS এর সুবিধা রয়েছে। এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই তিনটি প্ল্যানেই উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধা রয়েছে।

Recent Posts