Oppo ভারতের মার্কেটে তাদের প্রিমিয়াম ডিজাইনের AI ফিচার যুক্ত Reno 12 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের মধ্যে OPPO Reno12 5G এবং OPPO Reno12 Pro 5G স্মার্টফোন দুটি লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আপনাদের OPPO Reno 12 ডিভাইসের ডিটেইলস জানানো হল।
OPPO Reno12 5G ফোনের দাম
Oppo Reno 12 5G ফোনটি ভারতের মার্কেটে সিঙ্গেল স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। 8GB RAM + 256GB মেমরি সাপোর্ট সহ এই ফোনটির দাম 32,999 টাকা। এই ডিভাইসটি Sunset Peach, Matte Brown, Astro Silver এই তিনটি কালার অপশনে কেনা যাবে। এই ফোনটি 25 জুলাই থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেল আউটলেটে সেলের জন্য পাওয়া যাবে।
OPPO Reno12 5G ফোনে ব্যাঙ্ক অফারে 4,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং No cost EMI এর সুবিধা পাওয়া যাবে।
OPPO Reno12 5G ফোনের স্পেসিফিকেশন
Oppo Reno 12 ফোনে একটি 6.7 ইঞ্চি FHD 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট, 2412 x 1080 পিক্সেল রেজলিউশন, 1200nits ব্রাইটনেস এবং HDR 10 প্লাস সাপোর্ট রয়েছে। এছাড়াও প্রোটেকশনের জন্য এই ফোনে Corning Gorilla Glass 7i দেওয়া হয়েছে।
এই ফোনে MediaTek Dimensity 7300 প্রসেসর ব্যবহার করা হয়েছে যা 2.5GHz পর্যন্ত ক্লক স্পিড সাপোর্ট করে।
কোম্পানি এই ডিভাইসটিতে 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা দিয়েছে। এছাড়াও 8GB ভার্চুয়াল RAM প্রযুক্তির সুবিধাও রয়েছে যার সাহায্যে 16GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এই ডিভাইসে একটি মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে যার সাহায্যে 1TB পর্যন্ত মেমরি সাপোর্ট পাওয়া যাবে।
ক্যামেরা ফিচারের সম্পর্কে বলতে গেলে Reno 12 ফোনে একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এই ডিভাইসটির ব্যাক প্যানেলে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও OIS যুক্ত 50 মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে।
Oppo Reno 12 ফোনটি লেটেস্ট Android 14 ও ColorOS 14.1 এ কাজ করে। কোম্পানি এই ফোনে 80W চার্জিং সহ
একটি শক্তিশালী 5000mAh ব্যাটারি দিয়েছে।
এছাড়াও এই ডিভাইসটিতে ডুয়াল সিম 5G, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, AI ফিচার, IP65 রেটিং, Wi-Fi 6, ব্লুটুথ 5.4, IR ব্লাস্টারের,Splash Touch ডিসপ্লের মতো অনেক দুর্দান্ত ফিচার রয়েছে। এই ফোনটির ওজন 177 গ্রাম।