ছবি এডিট করার কিছু ওয়েবসাইটের নাম, Names of some photo editing websites in Bengali

ছবি এডিট করার কিছু ওয়েবসাইটের নাম

অনলাইনে ছবি এডিট করা, যেমন : কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, লাইটিং ইফেক্ট যোগ করা, ছবি নিম্ন কোয়ালিটি থেকে HD তে পরিবর্তন করা, বিভিন্ন ফিলটার এর ব্যবহার ইত্যাদি আজকাল খুব ট্রেন্ডিং।

অনেকেই নিজের বিভিন্ন ছবি যেকোনো ক্ষেত্রে ব্যবহার করার আগে এগুলো এডিট করার প্রয়োজন বোধ করে থাকেন। তবে অনেকেই এসব দিক থেকে নতুন, কিছু মানুষ জানেন না কিভাবে এডিট করতে হয় বা কি ওয়েবসাইট এর সাহায্যে এডিট করতে হয়!

তাই আজকের প্রতিবেদনে আমরা এডিট করার কয়েকটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো। 

ছবি এডিট করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, Importance and necessity of photo editing : 

ছবি এডিট করার গুরুত্ব

বর্তমান সময়ে যেন ছবি এডিট করা এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য জোট সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া সাইট আছে, তাতে নিজের প্রভাব বৃদ্ধি করতে নিজের নিখুঁত ছবি পোস্ট করা খুবই গুরুত্বপূর্ণ।

 এডিটিং আমাদের ছবি আরো আকর্ষণীয় করতে ও ছবির মান উন্নত করতে এবং অপ্রয়োজনীয় অংশ সরিয়ে দিয়ে ছবি টা আরো আকর্ষণীয় করে তুলতে পারে। 

এছাড়াও ছবির ঝাপসা ভাব তথা ছবির কালারের ভারসাম্য ঠিক করা এবং ছবিতে বিভিন্ন ফিলটার বা কালারিং ইফেক্ট করার কাজ, ছবির উপর কোনো লেখা যুক্ত করার প্রয়োজন হলে তাও করা যায় এডিটিং ওয়েবসাইটগুলোর মাধ্যমে। 

বিশেষ করে যারা পেশাগত ছবি তোলার কাজের সাথে যুক্ত, তাদের জন্য এবং ওয়েব ডিজাইন, প্রিন্টিং, বিজ্ঞাপন ইত্যাদি কাজের ক্ষেত্রেও ছবি এডিটিং ব্যবহার অপরিহার্য।

অনলাইন ছবি এডিট করার সুবিধা, Advantages of online photo editing :

অনলাইন টুলস বা অনলাইন ছবি এডিট করার সুবিধার মাধ্যমে বর্তমানে প্রয়োজন অনুসারে এবং ট্রেন্ড এর সাথে তাল মিলিয়ে থাকা অনেকটা সহজ হয়ে গেছে। এডিটিং ওয়েবসাইটগুলোর সাহায্যে ছবি বা ফটো আকর্ষণীয় হয়ে উঠছে। এসব ছাড়াও অনলাইনে ছবি এডিট করার বিশেষ কিছু সুবিধা হল : 

  • ইন্টারনেট সংযোগ থাকলে মোবাইল ফোন বা পিসি, যেকোনো ডিভাইস থেকে অনলাইনে ছবি এডিট করা যায়।
  • অনলাইনে এডিট করার ক্ষেত্রে অ্যাপস অথবা সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন হয় না।
  • অনলাইনে এডিট করার ক্ষেত্রে ওয়েবসাইটগুলোর ফ্রিতে ব্যবহার করা যায়, তবে প্রয়োজনে অর্থ প্রদান করে এডিট করতে পারবেন। অর্থ প্রদানে আরো উন্নত মানের সুবিধা পাওয়া যায়।
  • বর্তমান সময়ে অনলাইনে AI এর মাধ্যমে সুন্দর সুন্দর ছবি তৈরি করা যায়।
  • অনলাইনে দ্রুত ছবি এডিট করা যায়।
  • এডিটিং সম্পর্কে স্বল্প পরিমাণে জ্ঞান থাকলেও অনলাইনে ছবি এডিট করা যায়।

অনলাইনে ছবি এডিট করার ওয়েবসাইট সমূহ, Online photo editing websites : 

বর্তমান সময়ে অনলাইনে ছবি এডিট করার ওয়েবসাইটের সংখ্যা অনেক। তবে আমরা এখানে বেশ কিছু পরিচিত ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। 

1. Canva :

  • ক্যানভার ব্যবহার : এর ব্যবহার খুব সহজ, এতে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস রয়েছে।
  • ক্যানভার বৈশিষ্ট্য: এতে টেমপ্লেট, ফিলটার, টেক্সচার, ইফেক্ট, গ্রাফিক্স, ছবির আকার পরিবর্তন, ছবি ক্রপ করা, ফ্লিপ করা, ছবির দিক ঘোরানো, লেখা যোগ করা, টাইপোগ্রাফি ইত্যাদি করার মত সুবিধা পাবেন।

2. Fotor :

  • ফটোর ওয়েবসাইটের ব্যবহার: ফটো এডিটিং, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট ইত্যাদি সব ধরনের কাজ করা যায়।
  • ফটোর ওয়েবসাইটের বৈশিষ্ট্য: ছবির আকার পরিবর্তন, ছবি ক্রপ করা, ফ্লিপ করা, ছবির দিক ঘোরানো, লেখা যোগ করা, আলো, রঙের বৈসাদৃশ্য ঠিক করা, বিভিন্ন ফিলটার ব্যবহার, টেক্সচার, এইচডিআর ইফেক্ট যোগ করা, টাইল-শিফট, ইত্যাদি  সুবিধা পাবেন।

3. Pixlr:

পিক্সএলআর
  • পিক্সএলআর এর ব্যবহার: Pixlr E (Easy) এবং Pixlr X (অ্যাডভান্সড) হল এই ওয়েবসাইটের দুই ধরনের সেটিংস্। উন্নত ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজের জন্য এই ওয়েবসাইট ব্যবহার করা হয়।
  • পিক্সএলআর এর বৈশিষ্ট্য: ছবির লেয়ার ইউটিলিটি, ইমেজ রিসাইজ (আকার পরিবর্তন) করা, ছবি ক্রপ করা, ফ্লিপ করা, ছবির দিক ঘোরানো, হিলিং ব্রাশ ব্যবহার, ক্লোন স্ট্যাম্প, সিলেকশন টুল, ছবিতে লেয়ার যোগ করা, বিভিন্ন ফিলটার, টেক্সচার ইত্যাদি সুবিধা এই ওয়েবসাইটে পাবেন। 

4. BeFunky:

  • বিফাঙ্কি ওয়েবসাইট ব্যবহার : এই ওয়েবসাইটে রয়েছে নৈমিত্তিক ইন্টারফেস। মজার ছবি তৈরি, মেম তৈরি করা ইত্যাদি কাজের এর ব্যবহার করা হয়।
  • বিফাঙ্কি ওয়েবসাইটের বৈশিষ্ট্য : ছবির আকার পরিবর্তন করা, ছবি ক্রপ করা, ফ্লিপ করা, ছবির দিক ঘোরানো, ছবির টাচ-আপ করা, বিভিন্ন ফিলটার ব্যবহার, টেক্সচার, মেমস যোগ করা, কোলাজ তৈরি, গ্রাফিক্স তৈরি করার মত সুবিধাগুলো এই ওয়েবসাইটে এডিটিং করতে গিয়ে পেয়ে যাবেন।

5. Snapseed :

Snapseed এডিটিং ওয়েবসাইট
  • স্ন্যাপসিড ব্যবহার: Google এ গিয়ে এই ওয়েবসাইট ব্যবহার করা যায়, এছাড়াও এর মোবাইল অ্যাপও রয়েছে। উন্নত ফটো এডিটিং করার জন্য এটি ব্যবহৃত হয়। 
  • স্ন্যাপসিড এর বৈশিষ্ট্য : হিলিং ব্রাশ টুল, এইচডিআর তুল, লেন্স ব্লার করার সুবিধা, ছবি কার্ভ করা, ছবিতে বিভিন্ন লেভেল যোগ করা, অ্যাডজাস্টমেন্ট টুল, ছবির আকার পরিবর্তন, ছবি ক্রপ করা, ফ্লিপ করা, ছবির দিক ঘোরানো, লেখা যোগ করা ইত্যাদি সুবিধা পাওয়া যায়।

6. PicsArt:

  • PicsArt এর ব্যবহার: PicsArt একটি অনলাইন ফটো এডিট করার সাইট হিসেবে জনপ্রিয়। এখানে আপনারা Free এবং Picsart Gold-এর দুটো ভিন্ন প্ল্যান পাবেন। Standard photo এবং video editing tools ব্যবহার করতে চাইলে কেবল free plan ব্যবহার করলেই কাজ হয়ে যাবে।
  • PicsArt এর বৈশিষ্ট্য: রিসাইজ, ক্রপ, ফ্লিপ, রোটেট, টাচ-আপ, রেড-আই, বিভিন্ন ফিলটার, ইফেক্ট, টেক্সচার, মেমস, কোলাজ, গ্রাফিক্স, অঙ্কন, স্টিকার, টেক্সট রিমুভাল, টাইপোগ্রাফি ইত্যাদি ছাড়াও এখানে নানা রকম AI tools পাবেন। AI tools গুলি কাজে লাগিয়ে অনেক সহজে এবং সঠিক ভাবে text-to-image generator এবং image background remover-এর মতো ফীচার গুলির লাভ নিতে পারবেন। এছাড়াও ছবি এডিট করার জন্য হাজার হাজার free images এবং templates পাবেন। এতে Text with AI Background-এর ফীচারও রয়েছে।

7. Photopea

  • ফটোপিয়ার ব্যবহার: ফটোপিয়া তে রয়েছে ফটোশপের মতো ইন্টারফেস। এটি উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ওয়েবসাইট 
  • ফটোপিয়ার বৈশিষ্ট্য: হিলিং ব্রাশ, ক্লোন স্ট্যাম্প, ছবি কার্ভ করা, ছবিতে বিভিন্ন লেভেল যোগ করা, অ্যাডজাস্টমেন্ট টুল, ফিলটার যোগ করা, টেক্সচার, ছবির আকার পরিবর্তন, ক্রপ, ফ্লিপ, ঘোরানো ইত্যাদি সুবিধার সাহায্যে আপনারা এতে উন্নত ফটো এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন করতে পারেন। 

8. Lunapic :

লুনাপিক
  • লুনাপিক ব্যবহার: এর ব্যবহার খুব সহজ, এর মাধ্যমে AI দিয়ে ছবি এডিট সম্ভব।
  • লুনাপিক এর বৈশিষ্ট্য : AI এর মাধ্যমে ছবি এডিট, ছবির বিভিন্ন আকার দেওয়া, টেক্সচার, ছবি ক্রপ করা, ফ্লিপ করা, ছবির দিক ঘোরানো, লেখা যোগ করা, টাইপোগ্রাফি ইত্যাদি সুবিধা এখানে পেয়ে যাবেন।

উল্লেখিত ওয়েবসাইটগুলোর সাহায্যে খুব সহজেই সাধারণ কিছু নিয়ম মেনে আপনি ছবি এডিট করতে পারবেন।

অনলাইনে ছবি এডিট করার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়, Essentials of Online Photo Editing :

অনলাইনে ছবি এডিট করার ক্ষেত্রে কিছু বিষয়ের দিকে নজর রাখা খুব জরুরি, সেগুলি হল : 

  • যেকোনো ছবি এডিট করার জন্য ওয়েবসাইট ব্যবহার করার ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়।
  • নিজে এডিট করতে চাইলে এর জন্য একটি কম্পিউটার বা মোবাইল ডিভাইস থাকা প্রয়োজন।
  • মোবাইল বা কম্পিউটারে Google Chrome, Mozilla Firefox, Safari ইত্যাদি ওয়েব ব্রাউজার রাখতে হবে।

অনলাইনে ছবি এডিট করার পদ্ধতি, How to edit photos online?

প্রফেশনাল ভাবে যদি অনলাইনে ছবি এডিট করতে চান তবে অবশ্যই কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে।

অনলাইনে এবং অফলাইনে ছবি ব্যবহার করার জন্য এবং ছবি এডিটিং করার বিশেষ কিছু দিক মাথায় রাখা জরুরি।

ছবি এডিটিং

তবে অনলাইনে ছবি এডিট করার ক্ষেত্রে খুব সাধারণ কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়, সেগুলি হল : 

  • ছবি এডিট করার জন্য প্রথমেই আপনার প্রয়োজন অনুসারে ওয়েবসাইট নির্বাচন করুন।
  • তারপর সেই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এর কারণ কিছু ছবি এডিট করার ওয়েবসাইট ব্যবহারের জন্য অ্যাকাউন্ট তৈরি প্রয়োজন হয়।
  • অনলাইনে ওয়েবসাইটে যে ছবি এডিট করতে চাইছেন সেটা আপলোড করতে হবে।
  • এডিট করার জন্য ব্যবহৃত ওয়েবসাইটের বিভিন্ন বৈশিষ্ট্য ব্যবহার করে আপনার ছবি এডিটিং করুন।
  • এডিটিং করা শেষ হয়ে গেলে আপনার ছবি ডাউনলোড করে মোবাইল বা কম্পিউটারে সংরক্ষণ করুন। সংরক্ষণ করার সময় ছবির ফরম্যাট (JPEG, PNG, etc.) নির্বাচন করে ডাউনলোড করুন।
  • অনলাইনে ছবি এডিট করার আগে ছবির রেজোল্যুশন সম্পর্কে সচেতন থাকুন।
  • ছবি এডিটিং করতে গিয়ে ব্রাইটনেস, রং, কনট্রাস্ট, স্পষ্টতা ইত্যাদির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন।
  • ছবি এডিট করার সময় অতিরিক্ত ফিলটার, ইফেক্ট, টেক্সচার ইত্যাদি ব্যবহার না করাই ভালো।

শেষ কথা, Conclusion :

অনলাইনে ছবি এডিট করার মাধ্যমে আপনার ছবিতে এক আলাদা স্মার্টনেস প্রকাশ পায়। এছাড়াও উল্লেখ্য আলোচনা থেকে বুঝতেই পারছেন যে, অনলাইনে ছবি এডিট এর সুবিধা অনেক। 

অনলাইন ছবি এডিট করার জন্য কার্যকরী ওয়েবসাইট সম্পর্কে আমার এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ছবি এডিট করার ক্ষেত্রে উল্লেখিত ওয়েবসাইটগুলো আপনাদের সহায়ক হবে। 

Frequently Asked Questions :

১. অনলাইনে ছবি এডিট কিভাবে করব?

যদি আপনি কোনো ধরণের সফটওয়্যার ছাড়া অনলাইনে যেকোনো ধরণের ছবি এডিট করতে চাইছেন, সেক্ষেত্রে উপরে বলে দেওয়া সেরা Online Image Editor Tool গুলি ব্যবহার করতে পারেন।

২. ছবি এডিট করার অনলাইন ওয়েবসাইট গুলো কি ফ্রি?

উপরে বলে দেওয়া ছবি এডিট করার বেশিরভাগ ওয়েবসাইট গুলি ফ্রীতে ব্যবহার করা যায়। Canva, MockoFUN, Fotor.com, Picozu.com, Photocat, Pixlr, Befunky.com, ইত্যাদি, এই ওয়েবসাইট গুলি ফ্রীতে ব্যবহার করে ফটো এডিট করতে পারবেন।

৩. ছবি এডিট করার সেরা ফ্রি সাইট কোনটি?

আমার হিসেবে, অনলাইনে যেকোনো ধরণের ছবিকে এডিট বা ডিজাইন করার সব থেকে সেরা ওয়েবসাইটটি হলো, CANVA, MockoFUN এবং Pixlr।

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts