ফেসবুক হল মেটা প্ল্যাটফর্মসের মালিকানাধীন বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা বিনামূল্যে ব্যবহার করা যায়। এটি ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়।
বিনামূল্যে এই সামাজিক মাধ্যমের সদস্য হওয়া যায় বলেই হয়তো বিশ্বব্যাপী এর ব্যবহার দিনের পর দিন বেড়ে চলেছে। ব্যবহারকারীদের সাইন আপ করার মাধ্যমে প্রোফাইল তৈরি করে ফেসবুক আইডি ব্যবহার করতে পারেন, যেখানে নাম, জন্ম তারিখ, ইত্যাদি বিভিন্ন তথ্য প্রদান করতে হয়।
তবে অনেকেই ফেসবুকের ব্যবহার শুরু করার সময় আসল জন্ম তারিখ না দিয়ে অন্য তারিখ দিয়ে দেন। পরবর্তীতে এটি বদলে নেওয়ারও সুবিধা থাকে। ফেসবুক জন্ম তারিখ কিভাবে পরিবর্তন করতে হয় সে বিষয়েই আজকের আলোচনা।
ফেসবুক এর জনক কে? Who is the father of Facebook?
ফেসবুকের আবিষ্কর্তা হলেন মার্ক ইলিয়ট জাকারবার্গ (জন্ম: ১৪ মে, ১৯৮৪), যিনি পেশায় একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার।
ফেসবুক নামক এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আপনার জন্য অনলাইনে পরিবার এবং বন্ধুদের সাথে সংযোগ করা এবং শেয়ার করা সহজ করে তোলে৷
ফেসবুক কি ধরনের সাইট? What type of site is facebook?
ফেসবুক এমন একটি ওয়েবসাইট, যা মূলত অনলাইন সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা। এটি ব্যবহারকারীদের বন্ধু, পরিবার এবং ব্যবসার সাথে সংযোগ করতে দেয়৷
এটি ব্যবহারকারীদের ফটো, ভিডিও এবং স্ট্যাটাস আপডেটের মতো বিষয়বস্তু পোস্ট করার ক্ষমতাও প্রদান করে। ফেসবুকে মেসেজিং, গ্রুপ, ইভেন্ট এবং পেজের মতো বৈশিষ্ট্যও রয়েছে।
ভারতে ফেসবুক কবে চালু হয়? When was Facebook launched in India?
বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করি। কিন্তু আপনার কি কোন ধারণা আছে ভারতে ফেসবুক কখন চালু হয়েছিল? জেনে রাখা ভালো যে, ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর ভারতে চালু হয়েছিল।
ফেসবুকে জন্মতারিখ কিভাবে পরিবর্তন করবেন ? How to change date of birth on Facebook?
নতুন ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই জানেন না ফেসবুকে জন্মতারিখ কিভাবে পরিবর্তন করতে হয়। সেক্ষেত্রে আপনার জন্মদিন পরিবর্তন করুন নিম্নে উল্লেখিত উপায়ে :
- Facebook-এর উপরের ডানদিকে তিনটে দাগ আছে, সেই বাটনে ক্লিক করুন৷
- তারপর সেটিংস এবং গোপনীয়তা (Settings and Privacy) বিকল্পে ক্লিক করুন, তারপর সেখানে সেটিংস লেখা বিকল্পে ক্লিক করুন।
- অ্যাকাউন্টস লেখা অপশন বা বিকল্পে ক্লিক করুন, তারপরে ব্যক্তিগত বিবরণ (personal Details) লেখায় ক্লিক করুন।
- তারপর জন্মদিন লেখা বিকল্পটিতে প্রেস করুন।
- জন্মের তারিখ সম্পাদনা বা এডিট (Edit) করুন।
- পরিবর্তন নিশ্চিত করতে সংরক্ষণ করুন বা সেইভ লেখা বিকল্পে ক্লিক করুন। তারপর দেখবেন আপনার জন্মদিন পরিবর্তন হয়ে গেছে।
একই সাথে আপনি আপনার জন্মদিন কে কে দেখতে পাবে তা যদি পরিবর্তন করতে চান, তাহলে সেটাও করে নিতে পারবেন। জন্ম তারিখ লিখতে গিয়ে আপনাকে বছরের পাশাপাশি দিন এবং মাস উভয়ের জন্যই একসাথে দর্শক নির্বাচন করতে হবে।
আপনার জন্মদিন কে দেখতে পাবে(Who can see your Birthday?)তা সম্পাদনা (Edit)কিভাবে করতে হবে জেনে নিন :
- Facebook-এর উপরের ডানদিকে তিনটে দাগ আছে, সেই বাটনে ক্লিক করুন৷
- তারপর সেটিংস এবং গোপনীয়তা (Settings and Privacy) বিকল্পে ক্লিক করুন, তারপর সেখানে সেটিংস লেখা বিকল্পে ক্লিক করুন।
- অ্যাকাউন্টস লেখা অপশন বা বিকল্পে ক্লিক করুন, তারপরে ব্যক্তিগত বিবরণ লেখায় ক্লিক করুন।
- তারপর জন্মদিন লেখা বিকল্পটিতে চাপুন৷
- তারপরে কে আপনার জন্মদিন দেখতে পাবে সেই অপশনে চাপুন৷
- ফেসবুকে দৃশ্যমানতা (visibility) পরিবর্তন করার বিকল্প পাবেন, তাতে ক্লিক করুন।
- আপনার জন্মদিনের পাশে থাকা দৃশ্যমানতা বিকল্পে গিয়ে ‘শুধু আমি’ (only me) লেখা বিকল্প নির্বাচন করুন, তারপর পরিবর্তন নিশ্চিত করতে সংরক্ষণ বা সেইভ(save) লেখা বিকল্পে প্রেস করুন।
আপনার অ্যাকাউন্টস সেন্টারে যদি অতিরিক্ত Facebook প্রোফাইল যুক্ত থাকে তবে সমস্ত অ্যাকাউন্ট জুড়ে জন্মদিনগুলির তারিখ মিলতে হবে৷ আপনার যদি অতিরিক্ত Facebook প্রোফাইল থাকে, তাহলে আপনার প্রধান প্রোফাইল থেকে আপনার জন্মদিন আপনার অতিরিক্ত প্রোফাইলে শেয়ার হয়ে যাবে। এক্ষেত্রে আপনি আপনার অতিরিক্ত Facebook প্রোফাইলে গিয়ে আপনার জন্মদিন পরিবর্তন করতে পারবেন না, তবে আপনার প্রতিটি প্রোফাইলে “ কে আপনার জন্মদিন দেখতে পাবে “ তা পরিবর্তন করতে পারেন।
একটি অতিরিক্ত Facebook প্রোফাইলে আপনার জন্মদিন কে দেখতে পাবে সেটা পরিবর্তন যেভাবে করবেন :
- আপনার Facebook অ্যাপ খুলুন, তারপর আপনি যে প্রোফাইলটি ব্যবহার করতে চান তাতে চলে যেতে আপনার প্রোফাইল থেকে সেই অ্যাকাউন্টে স্যুইচ করুন।
- তারপর আপনার প্রোফাইল ছবিতে চাপুন।
- তারপর সম্পর্ক লেখা বিকল্পে চাপুন, তারপরে বাম দিকে মেনুতে (Menu) গিয়ে প্রোফাইলে থাকা About লেখা অংশে চাপুন।
- তারপর সেখানে আপনার জন্মদিনের পাশে থাকা এডিট (Edit) লেখা অংশে প্রেস করুন।
- তারপর আপনার ইচ্ছে অনুযায়ী শ্রোতা নির্বাচন করুন, তারপর পরিবর্তন নিশ্চিত করতে সংরক্ষণ (save) লেখা বিকল্পে ক্লিক করুন।
ফেসবুক থেকে জন্মদিন মুছে ফেলার উপায়? How to remove birthday from Facebook?
ফেসবুক থেকে জন্মদিন মুছে ফেলতে সেটিংস এ গিয়ে সেটিংস এবং গোপনীয়তা নামক বিকল্প নির্বাচন করুন। এরজন্য প্রথমে ফেসবুকের প্রোফাইল বিবরণ বা ব্যক্তিগত বিবরণ বিকল্পে যান। সেখানে থাকা জন্মদিন এর বিকল্পে ক্লিক করুন এবং দৃশ্যমানতা পরিবর্তন করুন “কেবল আমি (only me)” তে ক্লিক করলে আপনার প্রোফাইল থেকে আপনার জন্মদিন আর দৃশ্যমান থাকবে না, অর্থাৎ আপনি ছাড়া অন্য কেউ আপনার জন্ম তারিখ দেখতে পারবে না।
ফেসবুকে কতবার জন্ম তারিখ পরিবর্তন করা যায়? How many times anyone can change date of birth on Facebook?
ফেসবুক আপনি নিজের জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন মোট ৩ বার। ফেসবুক এই সুবিধাটি মূলত জালিয়াতি অ্যাকাউন্ট প্রতিরোধে সীমাবদ্ধ।
আপনি যদি 3 বার চেষ্টা করেও সফলভাবে আপনার জন্ম তারিখ লিখতে না পারেন, তাহলে Facebook সহায়তার সাথে যোগাযোগ করুন।
ফেসবুক টাইমলাইনে কিভাবে জন্মদিন দেখাব? How to show birthday on Facebook timeline?
সেটিংস এবং গোপনীয়তা ক্লিক করুন, তারপর সেটিংস ক্লিক করুন। অ্যাকাউন্টস সেন্টারে ক্লিক করুন, তারপরে ব্যক্তিগত বিবরণে ক্লিক করুন।
জন্মদিন-এ ক্লিক করুন, তারপর ফেসবুকে আপনার জন্মদিন কে দেখতে পারেন-এই বিকল্পে ক্লিক করুন। ফেসবুকে দৃশ্যমানতা পরিবর্তন করুন, এভাবে ফেসবুক টাইমলাইনে জন্মদিন দেখানা যায়।
শেষ কথা, Conclusion :
বিভিন্ন কারণে ফেসবুকে দেওয়া তথ্যগুলো পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। সাধারণত প্রয়োজন ছাড়া কেউ পূর্ব প্রদত্ত তথ্য বদলানোর কথা ভাবে না। আজকাল স্কুল পড়ুয়া, কিশোর কিশোরী থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষও ফেসবুক ব্যবহার করছেন।
বয়োজ্যেষ্ঠ মানুষেরা বেশিরভাগই সময় কাটানোর জন্য এর ব্যবহার করে থাকেন । তবে অনেকের কাছেই এই ওয়েবসাইটের সেটিংস ঠিক করা বা প্রয়োজনে পরিবর্তন করা বিভ্রান্তিকর হয়ে পড়ে যেহেতু তারা সঠিক পদ্ধতির সম্পর্কে ওয়াকিবহল নন।
আশা করি আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা তথ্যগুলো থেকে আপনারা “ফেসবুকে জন্মতারিখ কিভাবে পরিবর্তন করবেন ?” তা জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন।