বর্তমান সময়ের নিরিখে এটা বললে ভুল হবে না যে এখন আমরা প্রায় প্রত্যেকেই কোন না কোন ভাবে ফোনের উপর নির্ভরশীল।
ফোনে কল করা থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহার করা, সিনেমা দেখা, খেলা দেখা, ভিডিও কলিং করা, অনলাইন শপিং করা, অনলাইন ক্লাস করা এইসব কিছুর জন্যই আমরা ফোনের উপর নির্ভরশীল৷ ফোন একদিকে যেমন আমাদের অনেক উপকার করে তেমনই ফোন কিন্তু আমাদের প্রাণও কেড়ে নিতে পারে।
খবরের কাগজে বা সংবাদমাধ্যমের দিকে চোখ রাখলে প্রায় সময়ই মোবাইল বিস্ফোরণের কারণে মৃত্যুর খবর চোখে পড়ে। অত্যাধিক তাপের কারণে মোবাইলের ব্যাটারি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মোবাইল ব্যবহার করার সময় আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, যাতে মোবাইলের কারণে কোন দূর্ঘটনা না ঘটে। তবে চিন্তার কোন কারণ নেই। কয়েকটি বিষয় মাথায় রাখলেই এই ধরনের দূর্ঘটনা এড়ানো সম্ভব।
সর্তক থাকতে অবশ্যই খেয়াল রাখুন এইসব বিষয়
আপনি কি ফোন চার্জে দিয়েই ফোনে বিভিন্ন কাজ করতে থাকেন? কিংবা ফোন চার্জে থাকলেও ফোনটা আপনার কানেই থাকে? ভুলেও এই কাজ করবেন না, নাহলে যে কোন সময় বিপদের মুখে পড়তে পারেন।
গরমের সময় ফোন চার্জে দিলে ফোনও অস্বাভাবিক গরম হয়ে যায়, সেইসময় ফোনে কল করলে বা কাজ করলে ফোনের ব্যাটারির উপর চাপ পড়ে।
ফোনে চার্জ দেওয়ার সময় দুটি বিষয় খেয়াল রাখবেন। বারবার ফোনে চার্জ দেবেন না। ফোনে অতিরিক্ত চার্জ দেবেন না। অনেকেই আছেন যারা সারারাত ফোন চার্জে বসিয়ে রাখেন৷ এটা কিন্তু একেবারেই উচিত নয়। আবার অনেকেই ঘন ঘন ফোন চার্জ করে। এই দুটোই ঠিক নয়।
প্রতিটি ফোনের ব্যাটারির ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ফোনে চার্জ একদম কমে গেলে তখনই ফোন চার্জ দেবেন। ফুল চার্জ হয়ে গেলে চার্জ বন্ধ করে দেবেন।
প্রখর তাপে ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি যদি রোদে কোথাও যান ফোনটা ব্যাগে রাখার চেষ্টা করবেন।
একনাগাড়ে দীর্ঘ সময় ফোনে কথা বলবেন না৷ মাঝে মাঝে একটু ব্রেক নেবেন। নয়তো ফোন গরম হয়ে যাবে এবং ফোনের ব্যাটারি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে৷