৫ মে থেকে বন্ধ হচ্ছে WhatsApp! আপনার ফোন কি তালিকায় আছে? এখনই জেনে নিন

৫ মে থেকে বন্ধ হচ্ছে WhatsApp!

পুরনো ফোন ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। ২০২৫ সালের ৫ মে থেকে WhatsApp আর কাজ করবে না iPhone-এর বেশ কিছু মডেলে। Meta-মালিকানাধীন এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ পুরনো iOS ভার্সনে আর সাপোর্ট দেবে না বলে জানিয়ে দিয়েছে আগেই। এখন সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সময় এসে গিয়েছে।

কেন বন্ধ হচ্ছে WhatsApp?

হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, নতুন ফিচার ও নিরাপত্তা ব্যবস্থা চালু করতে গিয়ে পুরনো হার্ডওয়্যার ও সফটওয়্যারকে সাপোর্ট করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই কিছু পুরনো iPhone মডেলে WhatsApp বন্ধ করে দেওয়া হচ্ছে।

বিশেষত iOS 15.1-এর আগের ভার্সনগুলিকে সাপোর্ট করবে না WhatsApp। যদিও এখনও iOS 12 চালিত ফোনে অ্যাপটি কাজ করছে, কিন্তু ৫ মে থেকে সেটিও বন্ধ হয়ে যাবে।

যেসব iPhone-এ WhatsApp চলবে না:

  • iPhone 5s
  • iPhone 6
  • iPhone 6 Plus

এই ফোনগুলির হার্ডওয়্যার ও iOS ভার্সন এতটাই পুরনো যে, WhatsApp-এর নতুন আপডেটগুলিকে সাপোর্ট করতে পারছে না।

ব্যবহারকারীদের করণীয় কী?

যাঁরা এখনও পুরনো iPhone ব্যবহার করছেন, তাঁদের জন্য একমাত্র উপায় হল ফোনটি আপগ্রেড করা; কারণ WhatsApp চালাতে হলে iOS 15.1 বা তার পরের ভার্সন থাকা বাধ্যতামূলক।

তাই iPhone 13 বা iPhone 14-এর মতো আধুনিক মডেলে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
iPhone-এ WhatsApp চলবে না

বিকল্প কী আছে?

বেশিরভাগ ই-কমার্স সাইটে এখন পুরনো ফোন এক্সচেঞ্জ করে ছাড়ে নতুন iPhone কেনার সুবিধা দেওয়া হয়। কিছুটা খরচ হলেও, নিরাপত্তা ও নতুন ফিচার পাওয়ার জন্য এই পরিবর্তন জরুরি বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

পুরনো ফোনে WhatsApp বন্ধ হয়ে যাওয়ার খবর একেবারে হঠাৎ নয়, Meta আগেই সতর্ক করেছিল। এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। আপনার ফোন তালিকায় আছে কি না, একবার চেক করে নেওয়াই ভালো। নিরাপত্তা ও ব্যবহারযোগ্যতার স্বার্থে সময়মতো ফোন আপগ্রেড করাই বুদ্ধিমানের কাজ।

RIma Sinha

Rima Sinha is a professional journalist and writer with a strong academic background in media and communication. She holds a Bachelor of Arts from Tripura University and a Master’s degree in Journalism and Mass Communication from Chandigarh University. With experience in reporting, feature writing, and digital content creation, Rima focuses on delivering accurate and engaging news stories to Bengali readers. Her commitment to ethical journalism and storytelling makes her a trusted voice in the field.

Recent Posts