বর্তমানে WhatsApp হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ। একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য প্রতিদিন কোটি কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। WhatsApp-এ গোপনীয়তা বজায় রাখতে একাধিক ফিচার রয়েছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ‘Delete for Everyone’। ভুলবশত পাঠানো মেসেজ মুছে ফেলার জন্য এই ফিচারটি অনেকের কাছেই অত্যন্ত উপকারী।
এই ফিচারের সাহায্যে আপনি কোনও মেসেজ পাঠানোর পর সেটি মুছে ফেললে, তা প্রাপকও আর দেখতে পান না। তবে জানলে অবাক হবেন, ডিলিট করা সেই মেসেজও কিছু সময়ের জন্য ফোনে থেকে যায়—আর একটি নির্দিষ্ট সেটিং সক্রিয় করে সেই মেসেজ আবার পড়াও সম্ভব, তাও কোনও অতিরিক্ত অ্যাপ ছাড়াই।

কীভাবে সম্ভব?
এজন্য আপনার ফোনে থাকতে হবে Android 11 বা তার পরবর্তী ভার্সন। এই পদ্ধতিতে আপনি শুধুমাত্র টেক্সট মেসেজ পড়তে পারবেন; ছবি, ভিডিও কিংবা অডিও এই পদ্ধতিতে দেখা সম্ভব নয়।
ধাপে ধাপে জেনে নিন পদ্ধতিটি—
- ফোনের সেটিংস খুলুন।
- ‘Notifications’ অপশনে যান।
- ‘More settings’ বা ‘Advanced settings’-এ ক্লিক করুন।
- সেখান থেকে ‘Notification History’ নামের অপশনটি খুঁজে বের করুন।
- অপশনটি ‘ON’ করে দিন।
একবার এটি সক্রিয় হলে, আপনার ফোনে আসা প্রতিটি নোটিফিকেশনের একটি রেকর্ড সংরক্ষিত থাকবে। এর ফলে কেউ যদি WhatsApp-এ মেসেজ পাঠানোর পর সেটি ডিলিট করে দেন, তাও আপনি সেই মেসেজ Notification History থেকে পড়ে নিতে পারবেন।
সতর্কতা:

এই পদ্ধতিটি কেবলমাত্র সেই মেসেজের ক্ষেত্রেই কাজ করবে, যা আপনি মেসেজ আসার সময় স্ক্রিনে দেখতে পেয়েছিলেন বা যার নোটিফিকেশন আপনার ফোনে এসেছিল, অর্থাৎ, যদি আপনি নোটিফিকেশন একবারও না পান, তাহলে এই পদ্ধতিতে সেই মেসেজ দেখা সম্ভব হবে না।
অ্যাপ ছাড়াই WhatsApp-এর ‘Delete for Everyone’ ফিচার ব্যবহার করেও ডিলিট হওয়া মেসেজ পুনরায় পড়ার এই পদ্ধতিটি সহজ, কার্যকর এবং নিরাপদ। কোনও থার্ড পার্টি অ্যাপের ঝুঁকি না নিয়ে আপনি নিরাপদেই এই ফিচারটি ব্যবহার করতে পারেন। শুধু খেয়াল রাখবেন, আপনার ফোনে Android 11 বা তার উর্ধ্বতন সংস্করণ থাকতে হবে।
আপনার অজান্তেই হারিয়ে যাওয়া তথ্য ফিরে পেতে এই পদ্ধতি হতে পারে কার্যকর সহায়ক।