ভারতে লঞ্চ হল Xiaomi 14Civi Panda লিমিটেড এডিশন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Xiaomi 14Civi Panda লিমিটেড এডিশন

ভারতে লঞ্চ হল Xiaomi 14Civi Panda লিমিটেড এডিশন। গত মাসে Xiaomi 14Civi ফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ হয়েছিল। এবার এই ফোনের স্পেশাল এডিশনটি Hot Pink, Panda White এবং Aqua Blue কালার অপশনে লঞ্চ করা হল।

ভারতে Xiaomi 14Civi Panda লিমিটেড এডিশনের দাম

Xiaomi রিটেল এবং ই-কমার্স সাইট

ভারতে এই ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে৷ এই ফোনের 12GB+512GB স্টোরেজ মডেলের দাম 48,999 টাকা। লঞ্চ অফারে এই ফোনের উপর ICICI Bank এর কার্ডে 3000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অথবা 3000 টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। যার ফলে ফোনটি মাত্র 45,999 টাকা দামে কেনা যাবে। এই ফোনটি Mi.Com, Xiaomi রিটেল এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

Xiaomi 14Civi Panda ফোনের স্পেসিফিকেশন

Xiaomi 14Civi Panda ফোনের স্পেসিফিকেশন

এই ফোনে একটি 5.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz ডিসপ্লে, 3000 নিটস ব্রাইটনেস, Dolby ভিশন, HDR10+ এবং Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন সাপোর্ট করে।

প্রসেসিং এর জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট রয়েছে। Android 14 সাপোর্ট যুক্ত এই ফোনে AI ফিচার যেমন AI Subtitles, AI Portrait, AI image expansion ইত্যাদি রয়েছে।

ক্যামেরা সেটআপের কথা বললে এই ফোনে OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনে 32MP ডুয়াল সেলফি ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 14Civi Panda ফোনে 4,700mAh ব্যাটারি রয়েছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Recent Posts